হযরত ঈসা ( আঃ) কিছু মোজেজা। হযরত ঈসা (আঃ) বলে দিতেন কার ঘরে কি রাখা আছে। ঘরে লুকিয়ে রাখা খাবারের সংবাদ দিতেন। -----Alhadi HB

 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 




ঘরে লুকিয়ে রাখা খাবারের সংবাদ প্রদানঃ

 হযরত ঈসা আ.'র অন্যতম একটি মু'জিযা হল তিনি অদৃশ্যের সংবাদ প্রদান করতেন । লোকদের বলে দিতেন যে , তোমরা গতকাল কি কি খেয়েছ , আজ কি কি খাবে এবং আগামী বেলার জন্য তোমরা কি কি খাবার তৈরী করে রেখেছ । কেননা নিকটে - দূরে , ওপেনে গোপনে , আলো অন্ধকারে এমনকি পর্দার আড়ালে কি আছে না আছে সব কিছু তাঁর দৃষ্টি গোচরে ছিল । 


এতে তাঁর একই সাথে অনেকগুলো মু'জিযার বহিঃপ্রকাশ ঘটত । তাঁর চলার সময় পিছে পিছে অসংখ্য ছেলেরা থাকত । তিনি তাদেরকে বলে দিতেন যে , তোমাদের ঘরে অমুখ খাবার বা নাস্তা তৈরী হয়েছে , তোমাদের মা - বাবা তোমাদের জন্য অমুক জিনিস লুকিয়ে রেখেছে । তারা ঘরে গিয়ে তাদের মা - বাবাকে ঐসব বস্তু খুঁজে দিতে বলত , 



আরো পড়ুন ==== সেহরি না খেয়ে রোজা রাখলে কি হবে ? সেহরিতে কিছু না খেলে রোজা হবে? কোনো কারণে সেহরি না খেয়ে রোজা রাখলে সে রোজা হবে কি না?

না দিলে কান্না - কাটি করত । অবশেষে তারা তা বের করে দিতে বাধ্য হত আর জিজ্ঞেস করত এই সব তথ্য তোমাদেরকে কে দিয়েছে ? উত্তরে তারা বলত ঈসা আ . আমাদের এসব বিষয়ে বলে দেন । অতঃপর অভিভাবকগণ পরামর্শ করে সিদ্ধান্ত করল যে , আমাদের বাচ্চারা এভাবে ঈসা আ.'র সাথে সাথে থাকলে আমাদের ধর্ম ত্যাগ করে ঈসা'র ধর্ম গ্রহণ করে তার অনুসারী হয়ে যাবে । তাই তারা সব বাচ্চাদেরকে একটি ঘরে আবদ্ধ করে রাখল । বাচ্চাদের অনুপস্থিতি দেখে তাদের খোঁজ নিতে তিনি লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন- বাচ্চারা কোথায় ? 


উত্তরে তারা বলল , তারা এখানে নেই । তিনি প্রশ্ন করলেন তবে ঐ ঘরে কারা ? তারা বলল , ঐ ঘরে আমাদের শুকর । তখন তিনি বললেন , আচ্ছা তবে তারা সব শুকর হয়ে গিয়েছে ? ফলে বাস্তবই আবদ্ধ সবাই শুকর হয়ে গিয়েছিল । 



প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হল ।

(১) মিথ্যা সমস্যা সৃষ্টি করে ।

(2) চক্রান্তকারীরা নিজেই চক্রান্তের শিকার হয় । 

মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া এবং প্রার্থনা  একটাই মহান আল্লাহ তা'আলা যেন আমাদেরকে মিথ্যা থেকে দূরে রাখেন । এবং সব সময় সত্যি কথা বলার তৌফিক দান করেন , আমিন 

আরো পড়ুন ==== 📌📌রোম ও পারস্যের যুদ্ধের কাহিনী । রাসূল (সাঃ) এর কতিপয় ভবিষ্যৎবাণী যা সত্যে পরিণত হয়েছিল


প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

মানুষ আর যা জিজ্ঞেস করে জানতে চাই : হযরত ঈসা আঃ এর জীবনী হযরত ঈসা আঃ এর আগমন হযরত ঈসা আঃ এর জন্ম তারিখ হযরত ঈসা আঃ হযরত ঈসা আঃ কে কোথায় দাফন করা হবে হযরত ঈসা আ হযরত ঈসা আঃ কোন আসমানে আছেন হযরত ঈসা আঃ এর জীবনী হযরত ঈসা হযরত ঈসা আঃ কোথায় জীবিত আছেন হযরত ঈসা আঃ এর জন্মস্থান কোথায় হযরত ঈসা , শোয়েব ও নূহ আ . হযরত ঈসার কবর ,হযরত ঈসা আ :) এর জীবনী ,হযরত ঈসা ( আঃ ), হযরত ঈসা ( আ ) এর জীবনী

Post a Comment

0 Comments