সেহরি না খেয়ে রোজা রাখলে কি হবে ? সেহরিতে কিছু না খেলে রোজা হবে? কোনো কারণে সেহরি না খেয়ে রোজা রাখলে সে রোজা হবে কি না? ------ Alhadi HB

 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব  সেহরি না খেয়ে রোজা রাখলে কি হবে ? সেহরিতে কিছু না খেলে রোজা হবে? কোনো কারণে সেহরি না খেয়ে রোজা রাখলে সে রোজা হবে কি না?




সেহরি শব্দটি আররি ‘সাহর’ শব্দ থেকে এসেছে। শব্দটির অর্থ হল রাতের শেষাংশ। শরিয়াতে রোজা পালনের জন্য মুমিন বান্দা ফজরের পূর্বে যে খাবার গ্রহণ করে থাকে তাকে সেহরি বলা হয়। নবী করীম (সা.) সব সময় রোজা পালনের উদ্দেশ্যে সেহরি করতেন। সাহারি খাওয়াটা সুন্নাহ যদি কেউ খেতে না পারে তাহলে অবশ্যই তার রোজা হয়ে যাবে. তার রোজার কোনো ক্ষতি হবে না , এইটা যেন আমাদের অভ্যাসে পরিণত না হয়. 



অনেক সময় আমরা যেটা করি একেবারে বারোটার সময় পর্যন্ত অপেক্ষা করে বারোটার সময় খেয়ে ঘুমিয়ে পড়লাম. এটা ঠিক নয়. কারণ সাহরীকে বরকত বলেছেন. যেটাকে বরকত বলেছেন নিঃসন্দেহে সেটা বরকত. একটা ছোট সুন্না হোক. সুন্না কিন্তু ছোটো নয়. তা আপনি কোনো সুন্নাহকে ছোট বলে খাটো মনে করতে পারবেন না. যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আকাশের দিকে তাকাতেন তো আকাশের দিকে তাকানো. অধিকাংশ সময়ই আকাশের দিকে তাকাতেন. তাহলে আকাশের দিকে তাকানো. এটাও কিন্তু রসুল উল্লাহর একটা সুন্নাত. কিন্তু খাটো করে দেখা যাবে না. জন্য আকাশের দিকে তাকাতে হবে. 



যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহারী খাওয়াটাকে বরকতপূর্ণ বলেছে. Medical এই সময়টাতে খাদ্য গ্রহণ করা বরকতের কারণ বলছেন যে দেহ সুস্থ রাখ জন্য মেডিকেল সায়েন্স এখন এটা প্রমাণিত যে এই সময়ে খাদ্যাভ্যাস গড়ে তোলা, যেটা হজমের জন্য উপকার হবে. আপনি পনেরোটা ঘন্টা না খেয়ে থাকবেন. এটার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে. আপনি এবাদত বন্দি করবেন. এটার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে. এই জন্য আমরা এই সাহারী বরকত মনে করে অল্প কিছু হলে খাবার চেষ্টা করবো.



 মহান আল্লাহ তায়ালা তিন ব্যাক্তির ক্ষেত্রে কলম উঠিয়ে নিয়েছে. আল্লাহ তালা কারোর উপরে বোঝা করেন নি তিন ব্যক্তির কাছ থেকে এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে কেউ ঘুমিয়ে আছে তার উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন আপনি ঘুমের কারণে উঠতে পারেন নাই জাগতে পারেন নাই সাহরী খেতে পারেন নাই কলম উঠে গেছে আপনি না খেয়েই রোজা রাখবেন আল্লাহ রোজা কবুল করবেন কোনো অসুবিধা হবে না ।


এরপরে আপনি ঘুমের কারণে. একদিন, দুদিন হঠাৎ হয়ে গেল মাসের মধ্যে. যে আপনি ডাকতে পারলেন না? সময় আপনি উঠতে পারলেন না. এই যে কদমেশ্বরে উঠতে পারলেন না.



 আপনি ওঠার সঙ্গে সঙ্গে যদি নামাজটা আদায় করে ফেলেন. তাহলে আল্লাহ কলম কিন্তু বন্ধ রেখেছিলেন. বলবেন এখন তার আমলনামায় তার নামাজটা কাজার জায়গায় না. বরং আদায়ের জায়গায় চলে যাও. সুবহানাল্লাহ.


 আরেকটা হচ্ছে যদি কোন ব্যক্তি পাগল থাকে, অচেতন থাকে. এই লোকটা জ্ঞানে আসার আগে পর্যন্ত আল্লাহ পাক কলম বন্ধ রাখেন. আর তৃতীয় হচ্ছে যদি কোনো বাচ্চা নাবালক হয় বালের ঘর পর্যন্ত আল্লাহ পাক তার উপর কলম বন্ধ রাখে.



 হাদিস শরিফে বর্ণিত হয়েছে,  সেহরি খাওয়ার মাঝে রয়েছে অনেক বরকত। যারা সাহরি খায়, তাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও ফেরেশতাদের দোয়া। তাই সেহরিকে সুন্নত মনে করে গুরুত্বের সঙ্গে পালন করা উচিত। আমিন 


প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 

মানুষ আরো যা জিজ্ঞেস করে বা জানতে চাই :সেহরি না খেয়ে রোজা রাখলে কি হবে ? সেহরিতে কিছু না খেলে রোজা হবে? কোনো কারণে সেহরি না খেয়ে রোজা রাখলে সে রোজা হবে কি না?  না খেয়ে নফল রোজা রাখলে হবে কি , সেহরি না খেলে কি নফল রোজা হবে ,শুধু পানি খেয়ে কি রোজা রাখা যায় ,সেহরি খাওয়ার বিধান কি নফল, রোজার সেহরির শেষ সময়, রোজার নিয়ত ,আজকের সেহরীর শেষ সময় , ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২ ইফতার ও সেহরীর সময়সূচী ,রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ইসলামিক ফাউন্ডেশন ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ২০২২ সালের রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী , আজকের সেহরীর শেষ সময় কত ,2022 সালের ইফতার ও সেহরীর সময়সূচী ,সেহরীর দোয়া ,ইফতার ও সেহরীর স্থায়ী সময়সূচী ২০২১ ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ঢাকা ঢাকার ইফতার ও সেহরীর সময়সূচী , চট্টগ্রামের ইফতার ও সেহরীর সময়সূচী ,সেহরী ও ইফতারের সময়সূচী, সেহরীর শেষ সময় , ঢাকার ইফতার ও সেহরীর সময়সূচী ,সেহরী না খেলে রোজা হবে কি, চট্টগ্রামে সেহরীর শেষ সময় সেহরী সময় ইফতার ও সেহরীর সময়সূচী , dhaka চট্টগ্রাম ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২, সেহরী শব্দের অর্থ কি ,আজকের ইফতার ও সেহরীর সময়সূচী, বাংলাদেশ সেহরীর সময়সূচী,  আজ সেহরীর শেষ সময় ,সেহরী ও ইফতারের সময়সূচি ২০২২, সেহরী টাইম বাংলাদেশ সেহরীর সময়সূচী ,ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২ , ইফতার ও সেহরীর সময়সূচী ২০২২,


Post a Comment

0 Comments