(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an article on our website in two languages. English & Bangla
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
রোম পারস্যের উপর বিজয়ী হবে :
আল কুরআনের তিরিশ নম্বর সূরার নাম ‘ রোম ’ ( আরবী উচ্চারণ রূম ) । রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের দুটি বৃহৎ পরাশক্তি । এই রোম নামটি সূরা রূমের মধ্যে রয়েছে । সূরা রূমের প্রাথমিক আয়াতগুলোতে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা আল কুরআন আল্লাহ তাআলার বাণী হওয়ার এবং মুহাম্মদ মুস্তাফা ( সাঃ ) আল্লাহর সত্য নবী হওয়ার সুস্পষ্ট প্রমাণগুলোর অন্যতম । এ আয়াতগুলোতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে কয়েক বছরের মধ্যেই পারস্যের বিরুদ্ধে যুদ্ধে রোম বিজয়ী হবে ।
এ কথার মধ্যে দু'টি ভবিষ্যদ্বাণী ছিল । এক - রোমীয়গণ বিজয় লাভ করবে । দুই - মুসলমানদেরও সে সময় বিজয় সূচিত হবে । দৃশ্যত : এ দুটি ভবিষ্যদ্বাণী সফল হওয়ার কোন লক্ষণই তখন দেখা যাচ্ছিল না । কারণ একদিকে ছিল মুষ্টিমেয় মুসলমান যারা মক্কায় নিষ্পেষিত - নির্যাতিত হচ্ছিল । অপরদিকে রোমীয়দের পরাজয় দিন দিন বেড়েই যাচ্ছিল । কারণ তৎকালীন সময়ে পারস্য সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের চেয়ে অপেক্ষাকৃত শক্তিশালী ।
৬১৩ খ্রিস্টাব্দে পারস্য বাহিনী দামেস্ক জয় করে । পরের বছর তারা জেরুজালেম জয় করে খ্রিস্টানদের উপর ধ্বংসলীলা শুরু করে । এ শহরের নব্বই হাজার খ্রিস্টানকে তারা হত্যা করে । একের পর এক বিজয় পারস্য সম্রাট খসরু পারভেজকে কতখানি মদমত্ত করেছিল তার স্বাক্ষর পাওয়া যায় তার লেখা পত্রে যা তিনি জেরুজালেম জয় করার পর রোমান সম্রাট হেরাক্লিয়াসের ( কায়সার ) কাছে পাঠান । তাতে তিনি লেখেনঃ “ সকল খোদার বড় খোদা , সারা জাহ্বানের মালিক খসরুর পক্ষ থেকে ঐ হীন এবং কাণ্ডজ্ঞানহীন বান্দা হেরাক্লিয়াসের প্রতি ।
তুই বলিস যে , তোর খোদার উপর তোর ভরসা আছে । তাহলে কেন তোর খোদা জেরুজালেমকে আমার হাত থেকে রক্ষা করল না ? ” সে সময় রোমের উপর পারস্যের বিজয়ের চর্চা সবার মুখে মুখে শুনা যেতো । মক্কার মুশরিকরা আনন্দে নাচতো এবং মুসলমানদেরকে বলতো , “ দেখ , পারস্যের অগ্নিপূজারীরা জয়লাভ করছে এবং অহী ও রিসালাতে বিশ্বাসী রোমানরা পরাজিত হচ্ছে । এমনিভাবে আমরা আরবের প্রতিমা পূজারীরাও তোমাদের দ্বীনকে নির্মূল করে দিব ।
কুরআন মজীদের এই ভবিষ্যদ্বাণীর পর সাত - আট বছর পর্যন্ত এমন অবস্থা বিরাজ করছিল যে , কেউ এ ধারণাই করতে পারতো না যে , রোমীয়গণ ইরানীদের উপর বিজয়ী হবে । কুরআনের এ আয়াতগুলো যখন নাজিল হয় তখন মক্কার কাফেররা এ নিয়ে খুব বিদ্রূপ - উপহাস করতে থাকে । হযরত আবু বকর ( রাঃ ) যখন আয়াতগুলোতে বর্ণিত ভবিষ্যতদ্বাণীর কথা জানতে পারলেন তখন তিনি তা মক্কার কুরাইশ কাফেরদের কাছে ঘোষণা করতে লাগলেন ।
মক্কায় বিশিষ্ট ধনী কুরাইশ নেতা উবাই ইবনে খালফ হযরত আবু বকর ( রাঃ ) এর সাথে এ বিষয়ে বাজি রেখে বলল , যদি তিন বছরের মধ্যে রোমীয়গণ বিজয়ী হয় তো আমি দশটি উট দিব , অন্যথায় তোমাকে দশটি উট দিতে হবে । এ বাজি রাখার খবর হযরত মুহাম্মদ ( সাঃ ) কাছে পৌঁছলে তিনি বললেন , দশ বছরের মধ্যে সময়কালের শর্ত কর এবং উটের সংখ্যা বাড়িয়ে একশ কর । হযরত আবু বকর ( রাঃ ) উবাই এর সাথে দেখা করলেন এবং নতুন করে এ শর্ত স্থিরীকৃত হল যে , দশ বছরের মধ্যে যার কথা মিথ্যা প্রমাণিত হবে তাকে একশত উট দিতে হবে ।
৬২২ খ্রিস্টাব্দে নবী করীম ( সাঃ ) মক্কা থেকে মদীনায় হিযরত করেন । ওদিকে একই বছরে রোমান সম্রাট কায়সার পারস্যের উপর আক্রমণ করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে । ৬২৩ খ্রিস্টাব্দে আজারবাইজান দখল করে এবং একের পর এক যুদ্ধে পারসিকদের শক্তি ধূলিসাৎ করে দেয় । আল্লাহর কুদরতের লীলা এই যে , একই বছর বদরের যুদ্ধে প্রথমবারের মত মুসলমানগণও কাফেরদের উপর বিজয় লাভ করে । এই ভাবে সূরা রোমে বর্ণিত আল্লাহ তাআলার ভবিষ্যদ্বাণী কার্যকর হয় ।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
মানুষ আরো যা জিজ্ঞেস করে বা জানতে চাই : ইসলামিক গল্প , ইসলামিক কাহিনী , ইসলামিক ঘটনা , ইসলামিক ইতিহাস , হাদিসের গল্প , হাদিসের কাহিনী , হাদিসের ঘটনা , হাদিসের ইতিহাস , কোরান , কোরানের গল্প , কোরানের কাহিনী , কোরানের ইতিহাস , Hadit | Quran , ইসলামিক রহস্য , বিস্ময়কর ঘটনা , কোরানের ব্যাখা , হাদিসের ব্যাখা ,ইসলামিক জীবনী, কাহিন, নবীদের জীবনী, শিক্ষনীয় বিষয়, শিক্ষনীয় কাহিনী জীবনী, ফ্যাক্ট, ক্রিকেট ফ্যাক্ট বা তথ্য,শিক্ষনীয় তথ্য, শিক্ষনীয় গল্প, দেশ- বিদেশের সব তথ্য ও খবর,অজানা রহস্য, রহস্য রোমাঞ্চকর তথ্য, পৃথিবীর অজানা কাহিনী,হাদিসের কাহিনী, বিজ্ঞান ও কোরআন, কোরআন ও বিজ্ঞান ।
0 Comments