হযরত আইয়্যুব (আ:) র মু'জিযা বিপদে ধৈর্য্য ধারণ । আইয়ুব নবীর রোগ মুক্তির দোয়া ও ঘটনা । ----- Alhadi HB


 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an article on our website in two languages. English & Bangla

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা )


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 



হযরত আইয়্যুব (আ:) র মু'জিযা 

বিপদে ধৈর্য্য ধারণ : 

হযরত আইয়্যুব (আঃ) ছবরকারি নবিগনের মধ্যে সবচেয়ে উচু স্তরের বা শিরষ স্থানীয় ছিলেন।

আল্লাহ তায়ালা আম্বিয়ায়ে কেরামকে বিভিন্নভাবে পরীক্ষা করেন । হযরত আইয়্যুব ( আ . ) ' র পরীক্ষার ঘটনা অত্যন্ত কষ্টদায়ক ছিল । এই পরীক্ষায় তিনি অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছিলেন বলেই পৃথিবীতে তিনি ধৈর্য্যধারণকারী হিসেবে উপমা হয়ে আছেন । 


আল্লাহ তায়ালাও তাঁর সম্পর্কে বলেছেন , “ আমি তাকে পেলাম সবরকারী । ” ( সূরা ছোয়াদ , পারা : ২৩ , আয়াত নং ৪৪ ) আল্লাহ তায়ালা হযরত আইয়্যুব ( আ . ) কে প্রথম দিকে অগাধ ধন - সম্পদ , সহায় সম্পত্তি , সুরম্য দালান - কোঠা , সন্তান - সন্ততি ও চাকর - নওকর সহ সব ধরণের নেয়ামত দান করেছিলেন । অতঃপর আল্লাহ তায়ালা তাঁকে পরীক্ষায় লিপ্ত করেন । 


ফলে তাঁর সব সন্তান সন্ততি , জীবজন্তু ও ক্ষেত - খামার ধ্বংস হয়ে গেল । এসবের ধ্বংসের সংবাদ তাঁর কাছে পৌঁছলে তিনি আল্লাহর প্রশংসা করতেন । এরপর তাঁর শরীরে কুন্ঠের ন্যায় এক প্রকার দুরারোগ্য ব্যাধি হল । 



জিহ্বা ও অন্তর ব্যতীত সমস্ত শরীর এই রোগে পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেল । এই ব্যাধির কারণে সব প্রিয়জন , বন্ধু - বান্ধব ও প্রতিবেশী তাঁকে লোকালয়ের বাইরে একটি আবর্জনাময় স্থানে ফেলে রেখে আসে । তাঁর স্ত্রী বিবি রহিমা ছাড়া কেউ তাঁর ধারে - কাছেও যেতনা । এ অবস্থায় তিনি দীর্ঘ সাত বছরের অধিক কাল যাপন করেন । এ দীর্ঘ সময় রোগে প্রচন্ড কষ্টভোগ করার পরও কোন সময় অধৈর্য্য , অস্থিরতা ও অভিযোগসূলভ বাক্য মুখে উচ্চারণ করেননি । 


সতী সাধ্বী স্ত্রী বিবি রহিমা একবার আরজ করেছিলেন , আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার রোগ মুক্ত করে কষ্ট থেকে মুক্তি দেন । উত্তরে তিনি বলেছিলেন , আমি সত্তর বছর সুস্থ ও নিরোগ অবস্থায় আল্লাহর অসংখ্য নেয়ামত ও দৌলতের মধ্যে কালযাপন করেছি । এর বিপরীতে বিপদের মাত্র সাত বছর অতিবাহিত করা কঠিন হবে কেন ? দুঃখ - কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া বৈধ হওয়া সত্ত্বেও সবরের খেলাফ হওয়ার ভয়ে তিনি দোয়া করা থেকে বিরত ছিলেন ।



অবশেষে আল্লাহর ইঙ্গিতে তিনি রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন । ফলে আল্লাহ তায়ালা তাঁর দোয়া কবুল করে রোগ মুক্তির ব্যবস্থা করে দেন । আইয়্যুব ( আ . ) কে বলা হল- পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত করুন । মাটিতে পরিস্কার পানির ঝর্ণা দেখা দেবে । আর তা দিয়ে গোসল করুন । তিনি মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করা মাত্র পানির ঝর্ণা প্রবাহিত হল । 


সেই পানি দিয়ে তিনি গোসল করলে শরীরের যাবতীয় জাহেরী রোগ থেকে মুহূর্তে মুক্তি লাভ করলেন । অতঃপর চল্লিশ কদম যাওয়ার পর দ্বিতীয় বার মাটিতে আঘাত করতে বলা হলে তিনি দ্বিতীয় বার আঘাত করা মাত্র মাটি থেকে স্বচ্ছ ও ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হল এবং আল্লাহর নির্দেশে উক্ত পানি পান করলে বাতেনী যাবতীয় ব্যাধি থেকেও তিনি আরোগ্য লাভ করলেন ।



 ক্ষত জর্জরিত ও অস্থি চর্মসার দেহ নিমিষেই রক্ত মাংষ ও কেশমন্ডিত দেহে রূপান্তরিত হয়ে গেল । আল্লাহ তায়ালা তাঁর জন্যে জান্নাতী পোশাক প্রেরণ করলেন । এমনকি তাঁর সুস্থ শরীর ও পোশাক দেখে স্বীয় স্ত্রীও তাঁকে চিনতে পারেনি । 



বিপদে আপদে মহান আল্লাহতালার উপর ভরসা রাখি ধৈর্যধারণ করা মুমিনের বৈশিষ্ট্য । পবিত্র কুরআন শরীফে আল্লাহ তা’য়ালা বাতলে দিয়েছেন বিপদের সহজ সমাধান। মুমিনদের জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন’। বিপদ কখনো কখনো ধৈর্যের বাধ ভেঙ্গে দেওয়ার মতো করে আসে। তখন মনে হয় ‘আর কতো ধৈর্য ধরবো’।

 ঠিক সেই সময়েও মনে করতে হবে, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামীন বিপদমুক্ত করছেন, ততোক্ষণই ধৈর্য ধারণ করে থাকতে হবে। এই বিপদের মুক্তি আল্লাহ তা’য়ালা ধৈর্যের মধ্যেই রেখেছেন। মান আল্লাহতালার কাছে আমাদের একটি ফরিয়াদ আল্লাহ তা'আলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন । আমিন

ইবনে মসউদ , ইবনে আব্বাস ( রা . ) ও অধিকাংশ মুফাস্সিরীনগণ বলেন , পরীক্ষার সময় তাঁর সন্তান - সন্ততি যারা মারা গিয়েছিল তাঁর সুস্থতার পর আল্লাহ তায়ালা সবাইকে পুনরায় জীবিত করে দেন । ইবনে আব্বাস ( রা . ) ' র অপর বর্ণনায় আছে যে , আল্লাহ তায়ালা তাঁর স্ত্রীকে দ্বিতীয় বার যৌবন ফিরে দেন এবং তাঁর স্ত্রীর গর্ভে নতুন অনেক সন্তানও ৪৩১ জন্মগ্রহণ করে ।

🖋️🖋️প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 

মানুষ আরও যা জিজ্ঞেস করে বা জানতে চাই : আইয়ুব আঃ এর জীবনী ,আইয়ুব নবীর বংশ ,কোরআনে আইয়ুব নবী,আইয়ুব আঃ এর স্ত্রীর নাম ,আইয়ুব নবীর রোগের কাহিনী ,আইয়ুব আঃ ও তার স্ত্রীর করুণ কাহিনী ,আইয়ুব নবীর রোগ কতদিন ছিল ,আইয়ুব নবীর ধৈর্য কাহিনী ,আইয়ুব নবীর স্ত্রীর চুল বিক্রির ঘটনা ,আইয়ুব আঃ এর দুই ভাইয়ের কাহিনী ,ভাইদের সাথে আইউব নবীর করুণ কাহিনী,আইয়ুব নবীর রোগ মুক্তির দোয়া ও ঘটনা ,আইয়ুব নবীর স্ত্রীকে বেত মারার ঘটনা ,আইয়ুব আঃ এর প্রতি স্বর্ণবর্ষণ কাহিনী,আইয়ুব নবীর রোগমুক্তির পরের কাহিনী,আইয়ুব নবীর কবর ও মৃত্যুর ঘটনা

Post a Comment

1 Comments