(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা কর )রব
উটের গোশত খাওয়ার পর অযু করার হুকুম কে উটের গোশত খাওয়ার পর অযু করার সম্পর্কে জিজ্ঞাসা করা হল । ইমাম আবু দাউদ , মুসলিম ও ইমাম তিরমিযী বর্ণনা করেন , তিনি বলেন- রাসূল -কে উটের গোশত খাওয়ার পর অযু করার সম্পর্কে জিজ্ঞাসা করা হল । রাসূল বললেন- তোমরা তা খাওয়ার পর অযু রাসূলের জবাব ১৩৫ আবার রাসূল স্ট্র ছাগলের গোশত খাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হল ।
রাসূল বললেন- তোমরা তা খাওয়ার পর অযু করবে না । উপকারীতা : এই হাদীস দ্বারা বুঝা যায় , উটের গোশত খাওয়ার পর অযু করা লাগবে তবে অযু করা ওয়াজিব না মুস্তাহাব । কেননা অন্য হাদীসে পাওয়া যায় রাসূল উটের গোশত খাওয়ার পর নতুন ভাবে অযু না করেই নামাজ আদায় করেছেন । আর ছাগলের গোশত খাওয়ার পর অযু করা লাগবে না কেননা তাতে উটের থেকে চর্বি কম ।
খাবারে ইঁদুর পড়লে তার হুকুম
. জিজ্ঞাসা করা হল ঘিতে ইঁদুর পড়লে কি করতে হবে ? উত্তর : পাঁচটি সহীহ কিতাবে মায়মুনা থেকে বর্ণিত আছে , রাসূল ( সা ) কে জিজ্ঞাসা করা হল ঘিতে ইঁদুর পড়লে কি করতে হবে ? রাসূল বললেন- ইঁদুরটি ফেলে দাও এবং সে যেখানে পড়েছে তার আশ পাশ থেকে কিছু ফেলে দাও এবং বাকি ওগুলো তোমরা খাও ।
📌📌 আরো পড়ুন : ইমানদার হয়ে মারা যাওয়া পরও কীভাবে কাফের হলো? কাফের হয়ে মারা যাওয়ার পর আবার কীভাবে ইমানদার হলো? ----Alhadi
অন্য বর্ণনা এসেছে- যদি ঘিতে ইঁদুর পড়ে এবং ঘি যদি কঠিন পদার্থ হয় ইঁদুরটিকে ফেলে দাও এবং তার আশ পাশ থেকে কিছু ফেলে দাও আর যদি তরল হয় তাহলে তার কাছেও যেও না । উপকারীতা : রাসূলকে যখন ঘিতে ইঁদুর পড়ার সম্পর্কে প্রশ্ন করা হয় ।
তখন তিনি জবাব দিলেন যে যদি ঘিতে ইঁদুর পড়ে এবং ঘি যদি কঠিন পদার্থ হয় ইঁদুরটিকে ফেলে দাও এবং তার আশ পাশ থেকে কিছু ফেলে দাও তাহলে তা পবিত্র হয়ে যাবে এবং খাওয়া যাবে । আর যদি তরল হয় তাহলে তার কাছেও যেও না অর্থাৎ তা নষ্ট হয়ে গেছে , সুতারাং তা ফেলে দাও । তবে যদি রক্তহীন প্রাণি পড়ে যেমন মশা মাছি তাহলে তা তরল ঘিকেও নষ্ট করবে না ।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
1 Comments
অসাধারণ লেখা - অনেক ভালো লাগলো - আপনার সাইটে Visit করে মনটারে শান্ত করতে পেরেছি - অনেক ধন্যবাদ আপনাকে
ReplyDeleteমায়ের ভালোবাসার স্ট্যাটাস,
মা দিবস নিয়ে স্ট্যাটাস,
অবহেলা অবহেলিত নিয়ে উক্তি ও কবিতা
বিশ্বাস ভাঙ্গা নিয়ে হাদিস,
প্রতারনা নিয়ে উক্তি,
সম্পর্ক নিয়ে উক্তি,
বিশ্বাস নিয়ে হাদিস,
অজুহাত নিয়ে উক্তি,
বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা,
বিশ্বাস ও ভালোবাসা
obohelajibon,
obohelalife