(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
alhadiHB |
হযরত আদম আঃ . হযরত আদম আঃ'র সৃষ্টি : আল্লাহ্ তায়ালা হযরত জিব্রাঈল আ.কে হুকুম দিলেন যেন তিনি সমগ্র পৃথিবী থেকে সর্বপ্রকারের কাল , সাদা , লাল রঙের এবং টক , মিষ্টি , তরণ ও শুকনো এক মুষ্টি মাটি নিয়ে আসেন । হযরত জিব্রাঈল আ . পৃথিবীতে আগমন করে এক মুষ্টি মাটি নিতে চাইলে পৃথিবী এর কারণ জানতে চাইল ।
তিনি পৃথিবীকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন । অর্থাৎ এই মাটি দিয়ে আল্লাহ আদম আ . ও তাঁর সন্তান তথা মানবজাতি সৃষ্টির উদ্দেশ্য বললে- পৃথিবী আরয করল , আমি এর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি , যেন তিনি আমায় দিয়ে মানুষ সৃষ্টি না করেন ।
কারণ এদের কিছু সংখ্যক গুনাহের কারণে জাহান্নামে যাবে । ফলে এদের কারণে আমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে । পৃথিবীর কথা শুনে হযরত জিব্রাঈল আ . মাটি বিহীন ফেরৎ আসলেন এবং আল্লাহর দরবারে ওযর পেশ করলেন , হে আল্লাহ্ ! পৃথিবী আপনার ইজ্জতের
alhadiHB |
হযরত আশ্রয় নিয়েছে । ফলে আপনার নাম ও ইজ্জতের আদব রক্ষার্থে তা থেকে মাটি নেই নি । এরপর আল্লাহ তায়ালা পর পর হযরত ইস্রাফিল ও মিকাঈল আ.কে প্রেরণ করেন । তারাও একই অযুহাতে মাটি বিহীন ফেরৎ আসেন । অবশেষে আযরাঈল আ.কে পাঠানো হল ।
তিনি পৃথিবীর কোন কথা শুনলেন না বরং বললেন— আমি আল্লাহর হুকুমের অধীনস্ত । তোমার কাকুতি - মিনতির কারণে আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারি না । তুমি যেই আল্লাহর আশ্রয় নিচ্ছে সেই আল্লাহই আমাকে মাটি নিতে পাঠিয়েছেন- এই বলে তিনি এক মুষ্টি মাটি নিয়ে আসেন ।
এ কারণেই তাঁকে মানুষের প্রাণহানি করার দায়িত্ব প্রদান করা হয়েছে । অতঃপর আদেশ হল যে , সেই মাটিকে বর্তমান খানায়ে কা'বা যেখানে অবস্থিত সেখানে রাখা হোক । ফেরেশতাদেরকে আদেশ দেয়া হল যেন বিভিন্ন প্রকারের পানি দ্বারা সেই মাটিকে খামির করা হোক । ফলে সেই মাটির উপর চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হতে লাগল ।
ঊনচল্লিশ দিন যাবৎ দুঃখ - চিন্তার বারিপাত হল আর মাত্র একদিন আনন্দের বারিপাত হল । এ কারণেই মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখ - কষ্ট অধিক হয় । এরপর ঐ খামিরকে বিভিন্ন ধরণের বাতাস দ্বারা ভালভাবে শুকানো হল । যেমন কুরআনে বলা হয়েছে- অতপর ফেরেশতাদেরকে আদেশ দেয়া হল যেন পরিশোধিত মাটিকে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী '
ওয়াদিয়ে নু'মান ' এ আরাফাত পাহাড়ের নিকটে রাখে । তারপর স্বয়ং আল্লাহ নিজ কুদরতী হাতে সেই মাটি থেকে হযরত আদম আ . " র শরীর তৈরী করে আকৃতি প্রদান করলেন । ফেরেশতারা ইতিপূর্বে এরূপ আকৃতি দেখেনি । তাই তারা অবাক হয়ে এর চতুর্দিকে ঘুরাফেরা করতে লাগলেন ।
এর সুন্দর আকৃতিতে তারা ছিলেন মুগ্ধ । শয়তানও এসে দেখতে লাগল আর বলতে লাগল- হে ফেরেশতারা ! তোমরা কেন আশ্চর্য হচ্ছ ? এটি তো ভিতরে খালি একটি শরীর যার মধ্যে বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে । আর এর দূর্বলতার অবস্থা এই যে , যদি ক্ষুধার্ত থাকে তবে ঢলে পরে যাবে আর যদি পেট ভরে খায় তবে চলতে অক্ষম হয়ে পড়বে । এই খালি শরীর দ্বারা কিছুই হবে না ।
তবে এর বাম পাশে একটি ছোট পাত্র আছে । জানিনা এতে কি আছে । সম্ভবত এটিই হল লতীফায়ে রাব্বানীর স্থান যার বদৌলতে ইনি খিলাফতের উপযুক্ত হয়েছেন । অতপর ' রূহ'কে আদেশ দেয়া হল যেন সেই শরীরে প্রবিষ্ট হয়ে যায় ।
রূহ যখন শরীরে প্রবেশ করতে চাইল দেখল ভিতরে অন্ধকার এবং সংকীর্ণ । ফলে ভিতরে প্রবেশ হওয়া থেকে বিরত রইল । কোন কোন রিওয়ায়েতে বর্ণিত আছে যে , তখন নূরে মোস্তফা দ্বারা সেই শরীর আলোকিত করা হল । অর্থাৎ নুরে
হল । তখন রূহ মুহাম্মদী গ্রুকে হযরত আদম আ.'র কপালে আমানত রাখা হল । তখন রুহ ধীরে ধীরে প্রবেশ করতে লাগল । রূহ মস্তক পর্যন্ত পৌঁছলে আদম আ . র হাঁচি আসল আর তার মুখ দিয়ে বের হল- আলহামদুলিল্লাহ । উত্তরে আল্লাহ তায়ালা বললেন- ইয়ারহামুকাল্লাহ ।
alhadiHB |
যখন রূহ কোমর পর্যন্ত পৌঁছল তখন তিনি দাঁড়ানোর চেষ্টা করলে ঢলে পড়লেন । কারণ তখনো নিচের দিকে রূহ পৌঁছেনি । রূহ যখন সম্পূর্ণ শরীরে পৌছে গেল তখন আদেশ হল- হে আদম ! ফেরেশতাদের নিকট গিয়ে তাঁদেরকে সালাম কর । আর তারা কি উত্তর দেয় তা ভালভাবে শুন । তখন আদম আ গিয়ে বললেন- আস্সালামু আলাইকুম । উত্তরে তারা বললেন- ওয়া আলাইকুমুস্স্সালাম ওয়া রাহমাতুল্লাহি ।
আল্লাহর পক্ষ থেকে বলা হল- এটিই তোমার আর তোমার সন্তানদের সালামের পদ্ধতি । আদম আ . আরয করলেন , হে আল্লাহ্ ! আমার সন্তান কারা ? তখন হযরত আদম আ . ' দ্ব পিঠে আল্লাহর কুদরতী হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মানুষের রূহ বের করে আদম আ.কে দেখালেন । এতে কাফের , মু'মিন , মুনাফিক , আউলিয়া , কতুব এবং আম্বীয়া সকলকে দেখানো হয়েছে । '
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
Dear readers, if there is any kind of spelling mistake here, you will see it with beautiful forgiveness. Everyone will be fine and healthy, you can click on the black bell icon next to the allow button. 📌 Or click follow button and keep following, So that you get as soon as you upload each of our posts. Thank you all Allah Hafez
মানুষ আরো যা জিজ্ঞেস করে বা জানতে চাই : আদম আঃ এর জীবনী হযরত আদম আঃ এর জীবনী আসম আঃ এর পায়ের স্থাপ আদম এর কর হযরত আদম আঃ এর কবর কোথা আদম আঃ এর উচ্চতা হরত আদম আদম আঃ এর সন্তান কত জন হযরত আগম আঃ এর উচ্চতা আদম আঃ এর সন্তান আদম আঃ এর পায়ের ছাপ ছবি হযরত আদম আঃ এর পায়ের ছাপ আপন আদম আঃ কত বছর বেঁচে ছিলেন আদম আঃ এর বয়স কত হযরত আদম আঃ কে কোন দিন সৃষ্টি করা হয়েছে আদম আঃ কত বছর আগে পৃথিবীতে আসেন এর আদম আঃ পৃথিবীতে কোথায় অবতরণ করেন আসম আঃ এর উচ্চতা কত আদম আঃ এর ভাষা কি ছিল আদম আ এর পায়ের ছাপ আদম এ হযরত আদম আঃ এর জীবনী pat আদম আঃ কত ফুট লম্বা ছিলেন আদম আঃ এর বয়স হযরত আদম আঃ এর সন্তানদের নাম হযরত আদম আঃ কত বস্তুর আগে পৃথিবীতে এসেছিলেন হযরত আদম আঃ এর সন্তান হযরত আদম আঃ এর কবর হযরত আদম আঃ এর জীবনী বই হযরত আদম আঃ এর বয়স আদম আঃ এর সৃষ্টি হযরত আদম আঃ কোথায় ইন্তেকাল করেন আদম আঃ থেকে মুহাম্মদ আদম আঃ এর সন্তান সংখ্য আসম আঃ এর আদম আঃ এর কবর কোথায় হজরত আদম আঃ আ এ আদম আ এর উচ্চতা হযরত আদম তা হযরত আদম আঃ কত বছর বেঁচে ছিলেন আদম আঃ এর কবর কোন দেশে আদম এর স আদম আ এর স আদম আঃ আদম আঃ এর আদম আঃ এর বয়স কত
1 Comments
অসাধারণ লেখা - অনেক ভালো লাগলো - আপনার সাইটে Visit করে মনটারে শান্ত করতে পেরেছি - অনেক ধন্যবাদ আপনাকে
ReplyDeleteমায়ের ভালোবাসার স্ট্যাটাস,
মা দিবস নিয়ে স্ট্যাটাস,
অবহেলা অবহেলিত নিয়ে উক্তি ও কবিতা
বিশ্বাস ভাঙ্গা নিয়ে হাদিস,
প্রতারনা নিয়ে উক্তি,
সম্পর্ক নিয়ে উক্তি,
বিশ্বাস নিয়ে হাদিস,
অজুহাত নিয়ে উক্তি,
বিশ্বাস অবিশ্বাস নিয়ে কবিতা,
বিশ্বাস ও ভালোবাসা
obohelajibon,
obohelalife