(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
পৃথিবীর আকৃতি কেমন এই পৃথিবীর আকৃতি সম্পর্কে বিভিন্ন শতাব্দীদে চিন্তাবিদগণ নানা ধরনের মতামত পেশ করেছেন । অনেকে দূরবর্তী স্থানে ভ্রমণ করতেও এ ভয়ে দ্বিধাবোধ করতেন যে , যদি তারা পৃথিবীর প্রান্তে উপনীত হয়ে নীচে কোনো অন্ধকার বিবরে নিক্ষিপ্ত হন ! অর্থাৎ পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষ বিভিন্ন ধরণের অমূলক ধারণা পোষণ করতেন ।
১৫৯ খৃষ্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক পানি পথে পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাপক ভ্রমণ করে তথ্য দেন যে , পৃথিবীর আকৃতি গোলাকার । আধুনিক বিজ্ঞান গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে , পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয় বরং এর আকৃতি একটি বড় ধরনের ডিমের অনুরূপ । ইতোপূর্বে অনেকেই মত পোষণ করেছেন , পৃথিবীর আকৃতি সমতল । বিজ্ঞানীগণ গবেষণায় দেখলেন , পৃথিবীর আকৃতি যদি সম্পূর্ণ সমতল হতো , তাহলে রাত এবং দিন চিরাচরিত নিয়মে অর্থাৎ ধীরে ধীরে যেভাবে আবর্তিত হচ্ছে , তা হতো না ।
📌📌 আরো পড়ুন : আল্লাহ তায়ালা একটি মশার মাধ্যমে নমরুদকে যেভাবে ধ্বংস করেছিল সত্য কাহিনী।
হঠাৎ করেই দিনের স্থানে রাত এবং রাতের স্থানে দিনে আগমন ঘটতো । পৃথিবী ডিম্বাকৃতির কারণেই রাত এবং দিন ধীরে ধীরে ক্রমশ একে অপরকে আচ্ছাদিত করে । ঠিক এ কথাটিই সপ্তম শতাব্দীতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে আল্লাহ তা'য়ালা মানব জাতিকে জানিয়ে দিলেন Jol di is is jajir in 3 তুমি কি চিন্তা করে দেখোনি , আল্লাহ তা'য়ালা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান , আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তাঁর আদেশের অধীন করে রাখেন ,
প্রত্যেক গ্রহ - উপগ্রহ আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে , নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন । ( সূরা লুকমান- ২৯ ) যে প্রক্রিয়ায় দিন এবং রাতের আবর্তন পৃথিবীতে সংঘটিত হচ্ছে , বিজ্ঞানীগণ গবেষণা ও পর্যবেক্ষণ করে দেখেছেন , এ প্রক্রিয়া সংঘটিত হতে হলে আকৃতি হতে হবে ডিম্বাকৃতি ।
পরিপূর্ণ গোলাকার বা সমতল হলে এই প্রক্রিয়া সম্ভব নয় । আরেক আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন অন্ত , এ ll এ সংসর ওপর ll ge Jovisuavikiwaligonial Guill তিনি আকাশ ও যমীন সুপরিকল্পিতভাবেই সৃষ্টি করেছেন , তিনিই রাতকে দিনের ওপর লেপটে দেন আবার দিনকে রাতের ওপর লেপটে দেন , তিনিই সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন , এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে ; জেনে রেখো , তিনি পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল । ( সূরা যুমার -৫ )
আধুনিক বিজ্ঞান বর্তমানে পৃথিবীর আকৃতি সম্পর্কে যে কথা বলছে , বিগত চৌদ্দশত বছর পূর্বেই পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিক ধারণা উপস্থাপন করেছে । উট পাখীর ডিমকে আরবী ভাষায় ' দাহাহা বলা হয় , আর ' দাহা ' শব্দের অর্থ হলো , বিছিয়ে দেয়া ছড়িয়ে দেয়া , বিস্তৃত করা । পৃথিবী সম্পর্কে পবিত্র কোরআন ঘোষণা করেছে - এরপর পৃথিবীকে তিনি বিছিয়ে দিয়েছেন । ( সূরা নাযিয়াত- ৩০ ) অর্থাৎ এ পৃথিবীকে তিনি ডিম্বাকৃতিতে বিস্তৃত করেছেন ।
বিজ্ঞানীগণ অঢেল অর্থ ও দীর্ঘ সময় ব্যয় করে পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের সম্মুখে এ ধারণা উপস্থাপন করেছেন । অথচ পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ তা'য়ালা নবী করীম ( সাঃ ) এর মাধ্যমে চৌদ্দশত বছর পূর্বেই পৃথিবীর সঠিক আকৃতি কেমন , তা মানব সভ্যতে জানিয়ে দিয়েছেন ।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
মানুষের জিজ্ঞাস করে বা জানতে চাই : পৃথিবীর আকৃতি পৃথিবীর আকৃতি পৃথিবীর আকৃতি কি রকম পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো পৃথিবীর আকৃতি কি পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার পৃথিবীর আকৃতি কিসের মত পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন ,পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মত কেন পৃথিবীর মধ্যে স্থান কোথায় পৃথিবীর আকৃতি কোন ফলের মতো পৃথিবী গোলাকার কে আবিষ্কার করেন পৃথিবীর গড় ব্যাস কত পৃথিবীর বয়স কত ,পৃথিবীর আয়তন কত পৃথিবীর ছবি পৃথিবী কি গোল প্রশ্ন উত্তর অভিগত গোলক in english পৃথিবীর মাঝখানে কোন দেশ অভিগত গোলক কাকে বলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস কত পৃথিবীর কেন্দ্র কোথায়
0 Comments