মধুতে রয়েছে হাজার রোগের ঔষধ । মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা । ইসলামে মধু খাওয়ার নিয়ম । ------Alhadi HB

 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 



মধু মানুষের চিকিৎসা : 

মধু হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ একটি নিয়ামত। সকল প্রকার রোগ নিরাময়ের ও সুস্থ্য থাকার সকল অপরিসিম গুণ রয়েছে এ মধুতে।

 মৌমাছি বিভিন্ন ফুল ও ফল থেকে রস আহরণ করে তা নিজ শরীরের পরিপাক প্রণালী আওতায় মোম কোষে জমা করে । মাত্র কয়েক শতাব্দী আগে মানুষ জানতে পেরেছে যে , মধু মৌমাছির পেট থেকে তৈরি হয় ।

 অথচ এ বাস্তব সত্যটি ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে :

“ তার ( মৌমাছির ) পেট থেকে রকমারী রংয়ের মধু বের হয় , যাতে রয়েছে মানুষের চিকিৎসা । ' –সূরা আন নহল -৬৯

 আমরা এখন জানি যে , মধুর চিকিৎসা বৈশিষ্ট্য এবং হালকা পচন প্রতিরোধ ক্ষমতা আছে । রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘা শুকানোর জন্য মধু ব্যবহার করত । ক্ষত স্থানে আর্দ্রতা থাকে যা থেকে সামান্য কোন টিস্যুই অব্যাহতি লাভ করে । মধুর ঘনত্বের কারণে ক্ষতস্থানে কোন ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না ।



 ইংল্যান্ডের নার্সিংহোমের ২২ জন দূরারোগ্য বক্ষ ব্যাধি ও এযেইমার্স রোগীর নাটকীয় উন্নতি হয় । সন্যাসিনী সিস্টার ক্যারোল , মৌচাকে ব্যাকটেরিয়া প্রতিরোধকল্পে মৌমাছির পেট থেকে উৎপন্ন Propolis নামক একটি উপাদান ব্যবহার করায় ঐ রোগীদের উন্নতি হয় । 

কেউ যদি বিশেষ কোন গাছের ফলের এলার্জি রোগে ভোগে , তাহলে তাকে ঐ গাছ থেকে আহরিত মধু পান করালে , তার এলার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়বে । মধু ফলের চিনি এবং ভিটামিন ' K ' দ্বারা সমৃদ্ধ । মধু , এর উৎস ও বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে বর্ণিত জ্ঞান , কোরআন নাযিলের পরবর্তী কয়েক শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ।

মধুমধুতে রয়েছে রোগের প্রতিষেধক। মধু পানে কোনো মৌসমি রোগ হবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও মধু পান করা পছন্দ করতেন। মধু প্রসঙ্গে কুরআন-সুন্নায় সুস্পষ্ট বর্ণনা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও মধুর রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি প্রমাণিত 



প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 


মানুষ আরো যা জিজ্ঞেস করে বা জানতে চাই : মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার নিয়ম ও উপকারিতা রাতে ঘুমানোর আগে মধু খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা সকালে খালি পেটে মধু খাওয়ার উপকারিতা রাতে মধু খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম ও সময় রাতে মধু খাওয়ার নিয়ম ইসলাম খাওয়ার ডায়াবেটিসে মধু খাওয়া যাবে কি দুধের সাথে মধু খাওয়ার উপকারিতা শীতকালে মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার ইসলামিক নিয়ম গর্ভাবস্থায় মধু খাওয়ার উপকারিতা আদা ও মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা দুধ আর মধু খাওয়ার উপকারিতা কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা গরম পানি লেবু মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার অপকারিতা সকালে মধু খাওয়ার নিয়ম দৈনিক মধু খাওয়ার উপকারিতা গরম পানির সাথে মধু খাওয়ার উপকারিতা কালোজিরার তেল ও মধু খাওয়ার উপকারিতা সকালে মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন কতটুকু মধু খাওয়া উঠিত বাচ্চাদের মধু খাওয়ার নিয়ম ওজন কমাতে মধু খাওয়ার নিয় খালি পেটে মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন মধু খাওয়ার  ি সবজাতক শিশুকে মধু খাওয়ানো যাবে কি কালোজিরা ও মধু খাওয়ার উপকারিতা কালোজিরা ও মধু খাওয়ার সঠিক নিয়ম খেজুর ও মধু খাওয়ার উপকা রিতা মধু খাওয়ার নিয়মাবলী খালি পেটে মধু খাওয়ার উপকারিতা কি মধু খাওয়ার উপযুক্ত সময় গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা সকালে খালি পেটে রসুন ও মধু খাওয়ার উপকারিতা গর্ভবর্তী মাঘের মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার উপকারিতা ও নিয়ম শীতে মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার দোয়া সকালে খালি পেটে গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা ইসলামে মধু খাওয়ার নিয়ম রাতে মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার নিয়ম ও সময় মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা গরম জলে মধু খাওয়ার উপকারিতা শিশুদের মধু খাওয়ার নিয়ম আদা ও মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার অপকারিতা রসুন ও মধু খাওয়ার নিয়ম চর্মরোগে মধুর ব্যবহার মধু ও কালোজিরার উপকারিতা সকালে মধু খাওয়ার নিয়ম সকালে খালি পেটে গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা মধুর উপকারিতা ।



Post a Comment

0 Comments