মাকড়সা সম্পর্কে কোরআনে আল্লাহ তায়ালা যা বলেছেন । What Allah Ta'ala says in the Qur'an about spiders. ------ Alhadi HB

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 

মাকড়সা মারা জায়েজ হবে কি ? মাকড়সা কেন নিজের জালে আটকে যায় না , বিষাক্ত মাকড়সা , মাকড়সা কতদিন বাঁচে, মাকড়সার কয়টি চোখ, মাকড়সার কয়টি পা, মাকড়সার বৈজ্ঞানিক নাম,মাকড়সা কামড়ালে কি হয় ,মাকড়সার জীবনকাল ,কালো মাকড়সা ,সাদা মাকড়সা,

 





মাকড়সা ( The spider ) 

আল কোরআনে মাকড়সার ( spider ) উদ্ধৃতি দেয়া হয়েছে একটি স্পর্শকাতর বিষয়ে যুক্তি প্রদর্শনের উদ্দেশ্যে । 


সর্বোত্তম আল্লাহপাকের অস্তিত্ব উপলব্ধি করা যায় এ যুক্তির মর্মার্থ থেকে । কেননা সপ্তম শতাব্দীতে মাকড়সার বাসা নির্মাণ কৌশল মানুষের জ্ঞানের আওতায় ছিল না । মাকড়সার বাসার দুর্বলতা এবং ভঙ্গুরতা সকলেই উপলব্ধি করতে পারেন ।


 অথচ তারা এ অনিশ্চিত বাসস্থানকে আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করে থাকে । কোরআনের বক্তব্য হলো , যারা আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করে কিংবা আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করে তাদের অবস্থানও মাকড়সার বাসস্থানের মত দুর্বল ও ভঙ্গুর । 



যারা আল্লাহ ব্যতীত অন্যকে তাদের রক্ষক হিসেবে গ্রহণ করে তাদের অবস্থা সেই মাকড়সার মত , যে নিজের জন্য একটি ঘর নির্মাণ করে । সত্যি বলতে কি মাকড়সার ঘর হলো খুবই ভঙ্গুর আবাসস্থল । কিন্তু তারা যদি তা জানত । ( আনকাবুত -৪১ )


 আল্লাহপাকের সৃষ্টি জগতে মাকড়সার বাসস্থান অতি বিস্ময়কর নিদর্শন । এরা জাল বুনে দু'টি উদ্দেশ্যে ১। আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে । ২। খাদ্য শিকারের উদ্দেশ্যে । 


এ ছোট্ট প্রাণীর শরীরে আছে সিল্ক গ্রন্থি ( Silk glands ) । এ গ্রন্থি থেকে এক ধরনের চটচটে আটালো রস বের হয় । যা শরীরের পেছনে অবস্থিত অতি সূক্ষ্ম নল দিয়ে বেরিয়ে আসে । বাতাস লাগার সাথে সাথে তা শুকিয়ে সুতার মত সরু হয়ে যায় । 



এ সুতা দিয়েই মাকড়সা জাল তৈরী করে । জাল তৈরীর পদ্ধতি অতিশয় অভিনব , যার বৈশিষ্ট্যপূর্ণ প্যাটার্ন ও জ্যামিতিক গঠন কাঠামো দর্শনে সকলেই মুগ্ধ হয়ে যান । জাল তৈরীর জন্য মাকড়সা প্রথমে একটি ভাল জায়গা পছন্দ করে নিয়ে বৃত্তের কেন্দ্রের মত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সাইকেলের স্পোকের মত সরলরেখা ছড়িয়ে দেয় 


। তারপর সুতাগুলি দিয়ে চক্রাকারে চাকা তৈরী করে । এভাবে জাল বোনা শেষ হয় এবং সে জালের ভেতর থেকে একটা সুতা নিয়ে কিছুটা দূরে গিয়ে সূতাটা ধরে বসে থাকে শিকারের অপেক্ষায় ।


 জালে কোন পোকা পড়লে তখন মকাড়সার হাতে ধরা সুতায় টান পড়ে । এ টান পড়ার সাথে সাথে সে জালের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে এবং আরো জাল তৈরী করে চতুর্দিক থেকে পোকাটাকে জড়িয়ে ফেলে এবং হুল ফুটিয়ে পোকাটাকে মেরে খেয়ে ফেলে । 



আবার , প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল অবস্থায় অথবা বিশ্রাম গ্রহণের জন্য মাকড়সা জালের নীচে আশ্রয় গ্রহণ করে যদিও এটা ক্ষণস্থায়ী ও দুর্বল বাসস্থান । সুমহান আল্লাহপাক এ ধরনের বাসস্থানের দৃষ্টান্ত তুলে ধরেছেন ঐসব নির্বোধ লোকের জন্য যারা তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে গ্রহণ করেছে । 


প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ


মানুষ আরো যা জিজ্ঞেস করে বা জানতে চাই : মাকড়সা মারা জায়েজ হবে কি ? মাকড়সা কেন নিজের জালে আটকে যায় না , বিষাক্ত মাকড়সা , মাকড়সা কতদিন বাঁচে, মাকড়সার কয়টি চোখ, মাকড়সার কয়টি পা, মাকড়সার বৈজ্ঞানিক নাম,মাকড়সা কামড়ালে কি হয় ,মাকড়সার জীবনকাল ,কালো মাকড়সা ,সাদা মাকড়সা,

Post a Comment

0 Comments