আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
হযরত সুলাইমান ও দাউদ আঃ এর আশ্চর্য বিচারের গল্প!
একদা দুইজন লোক হযরত দাউদ আ.'র কাছে বিচারপ্রার্থী হয়ে উপস্থিত হয় । তাদের একজন ছিল ছাগপালের মালিক অপর জন ছিল শস্যক্ষেত্রের মালিক । শস্যক্ষেত্রের মালিক ছাগপালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করল যে ,
তার ছাগপাল রাত্রিকালে আমার বাগানে চড়াও হয়ে আমার শস্যক্ষেত্র সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে , কিছুই অবশিষ্ট রাখেনি । সম্ভবত : বিবাদী বিষয়টি স্বীকার করে নিয়েছিল এবং ছাগপালের মূল্য ক্ষতিগ্রস্থ ফসলের মূল্যের সমান ছিল , তাই তিনি রায় দিলেন যে , ছাগপালের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করুক ।
বাদী ও বিবাদী উভয়ই রায় মেনে নিয়ে তাঁর আদালত থেকে ফিরে যাচ্ছিল । দরজায় তাঁর পুত্র হযরত সোলায়মান আ.’র সাথে দেখা হয় তাদের । তিনি মোকাদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা তাঁকে রায় শুনিয়ে দেয় । তখন সোলায়মান আ . বললেন , আমি রায় দিলে তা ভিন্নরূপ হত এবং উভয় পক্ষের জন্য তা উপকারী হত । একথা হযরত দাউদ আ.'র কানে পৌছলে তিনি প্রিয় পুত্র এবং বাদী বিবাদীকে ডাকলেন এবং বললেন ,
হে আমার পুত্র সোলায়মান ! বল তোমার রায় কি যা দ্বারা উভয়ের কল্যাণ হবে ? সোলায়মান আ . বললেন , সামায়িক ভাবে দু'জনের মালিকানা একে অপরকে দিয়ে দেয়া হোক । অর্থাৎ ছাগপাল বাগানের মালিককে দিয়ে দেয়া হোক । সে এগুলোর দুধ , পশম ইত্যাদি দ্বারা উপকৃত হোক এবং বাগান ছাগপালের মালিককে অর্পন করা হোক ।
সে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে । যখন শস্যক্ষেত্র ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে , তখন শস্যক্ষেত্র বাগানের মালিককে এবং ছাগপাল ছাগলের মালিককে প্রত্যার্পন করা হবে । এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার শস্যক্ষেত্র আর ছাগপালের মালিক ফিরে পাবে তার ছাগপাল ।
হযরত দাউদ আ . সিদ্ধান্তটি খুবই পছন্দ করলেন এবং নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিজ পুত্র সোলায়মান আ.'র অধিকতর বিজ্ঞজনোচিত সিদ্ধান্তই বহাল রাখলেন । ঐ সময় হযরত সোলায়মান আ.'র বয়স হয়েছিল মাত্র এগার বছর । এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ্ তায়ালা এরশাদ করেন ।
: হে প্রিয় নবী ! স্মরণ করুন , দাউদ ও সোলায়মানকে , যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন । তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়ছিল । তাদের বিচার আমার সামনে ছিল । অতঃপর আমি সোলায়মানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম ।
আর আমি পর্বত ও পক্ষী সমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম , তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত । এই সমস্ত আমিই করেছিলাম । সূরা আম্বিয়া আয়াত নম্বর 78-79
উল্লেখ্য যে , মুজাহিদ র . বলেছেন , আলোচ্য আয়াতে উল্লেখিত শস্যক্ষেত্র সম্পর্কিত সিদ্ধান্তটি হযরত সোলায়মান আ . দিয়েছিলেন আপোষ রক্ষার ভিত্তিতে । আর হযরত দাউদ আ.'র সিদ্ধান্তটি ছিল নির্দেশ নির্ভর । আর একথাও অনস্বীকার্য যে , নির্দেশ নির্ভরতা অপেক্ষা আপোষ উত্তম । অথবা উভয়জনের সিদ্ধান্তের ভিত্তি ছিল ওহী ।
সোলায়মান আ.'র সিদ্ধান্তটি অধিক শুদ্ধ ও উভয় পক্ষের দিকে বিবেচনাপূর্ণ হওয়াতে আল্লাহ তায়ালা তাঁর প্রশংসা করেন । বুখারী , মুসলিম , আহমদ ও চার সুনান প্রণেতাগণ হযরত আমর বিন আস রা . থেকে বর্ণনা করেছেন , তিনি বলেন , আমি রাসূলকে বলতে শুনেছি , সঠিক ইজতিহাদ করলে বিচারক পাবে দ্বিগুণ সাওয়াব আর ভুল হলে পাবে একগুণ ।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
মানুষ আরো যা জিজ্ঞেস করে : সুলাইমান নামের অর্থ কি, সুলাইমান আঃ এর জীবনী , সুলাইমান নবীর ওয়াজ, সুলাইমান আঃ , সুলাইমান আঃ ও বিলকিসের কাহিনী ,সুলাইমান আঃ ও জেলের মেয়ে ,সুলাইমান নবীর আংটি ঘটনা,সুলাইমান আঃ এর জীবনী, সুলাইমান আঃ ,সুলাইমান আঃ ও বিলকিসের কাহিনী ,সুলাইমান আঃ ও জেলের মেয়ে, সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আঃ এর দাওয়াত ,সুলাইমান আঃ এর দোয়া ,সুলাইমান আঃ এর আংটি,সুলাইমান আঃ এর মোজেজা, সুলাইমান আঃ এর জীবনী, সুলাইমান আঃ এর দাওয়াত, সুলাইমান আঃ এর দোয়া, সুলাইমান আঃ এর আংটি, সুলাইমান আঃ এর জীবনী , সুলাইমান আঃ এর সাথে জেলের মেয়ের বিয়ের ঘটনা ,হযরত সুলাইমান আঃ এর বিবাহ, দাউদ আ ,দাউদ আঃ এর মোজেজা, দাউদ আঃ , দাউদ আঃ এর বিচার ,দাউদ আঃ এর পুত্রের নাম কি, দাউদ আঃ এর স্ত্রীর নাম, দাউদ আঃ কি কাজ করতেন, দাউদ আঃ এর পিতার নাম । ইসলামিক গল্প | ইসলামিক কাহিনী | ইসলামিক ঘটনা | ইসলামিক ইতিহাস | হাদিসের গল্প | হাদিসের কাহিনী | হাদিসের ঘটনা | হাদিসের ইতিহাস | কোরান | কোরানের গল্প | কোরানের কাহিনী | কোরানের ইতিহাস | Hadit | Quran | ইসলামিক রহস্য | বিস্ময়কর ঘটনা | কোরানের ব্যাখা | হাদিসের ব্যাখা , সুলাইমান আঃ এর জীবনী ( সম্পূর্ণ ) সুলাইমান নবী সম্পর্কে মূল্যবান তথ্য বাল্যকালে সুলাইমান আঃ এর বিচার ১। বাঘে বাচ্চা নিয়ে যাওয়ার অপূর্ব বিচার ২। ছাগল ও শস্য মালিকের অপূর্ব বিচার সুলাইমান নবীর জীবনী এর বিস্ময়কর ঘটনাগুলো ১। সুলাইমান আঃ ও পিঁপড়া কাহিনী ২। সুলাইমান আঃ ও হুদহুদ পাখির ঘটনা ৩। সুলাইমান আঃ ও বিলকিসের কাহিনী রানী বিলকিসের উপঢৌকন কাহিনী রানী বিলকিসের সিংহাসন আনার ঘটনা রানি বিলকিসের মুসলমান হওয়ার ঘটনা রানী বিলকিস ও সুলাইমান আঃ এর বিয়ে ৪। সুলাইমান নবীর ঘোড়া কুরবানির ঘটনা ৫। সুলাইমান আঃ এর সিংহাসন এর উপর দেহের ঘটনা হযরত সুলাইমান আঃ এর আংটি কাহিনী ৬। ইনশাআল্লাহ না বলার করুণ পরিণতি সুলাইমান নবীর মৃত সন্তানের বর্ণনা ৭। হারুত মারুত ফেরেশতার কাহিনী ৮। জিনের তৈরি মসজিদ ও সুলাইমান নবীর মৃত্যু ।
0 Comments