বিষয়ভিত্তিক কুরআনের আয়াত : কেয়ামত সম্পর্কে । Thematic Quranic verses: about the Hour. -------- Alhadi HB

 

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব । বিষয় ভিত্তিক কোরআনের আয়াত কিয়ামত সম্পর্কে ।



সূরা ফাতিহা , ১ : ১ , ২ , ৩ 

১। সমস্ত প্রশংসা আল্লাহ্র , 

২ l যিনি রব সারা জাহানের . যিনি পরম দয়ালু , পরম করুণাময় ; 

৩।যিনি বিচার দিনের মালিক । 


সূরা বাকারা , ২: ৪৮, ৮৫ , ১২৩ 

২৮ :  আর তোমরা ভয় কর সেদিনকে , যেদিন কেউ কারো কোন কাজে আসবে না , কারো থেকে কোন সুপারিশ কবুল করা হবে না এবং কোন বিনিময় গ্রহণ করা হবে না ; আর তারা কোন প্রকার সাহায্য প্রাপ্তও হবে না ।

 ৮৫. তবে কি তোমরা ঈমান আনো কিতাবের কিছু অংশে এবং প্রত্যাখ্যান কর এর কিছু অংশঃ সুতরাং তোমাদের মাঝে যারা এরূপ করে , তাদের একমাত্র শাস্তি এ দুনিয়ার জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা নিক্ষিপ্ত হবে কঠোর শাস্তিতে । আর আল্লাহ অনবহিত নন তারা যা করে সে সম্বন্ধে । 

১২৩. আর তোমরা ভয় কর সেদিনকে , যেদিন কেউ কারো কোন উপকারে আসবে না এবং কবুল করা হবে না কারো থেকে কোন বিনিময় , আর কাজে আসবে না কারো কোন সুপরিশ এবং তারা কোন সাহায্যও পাবে না । 




সূরা কাহফ , ১৮ : ৯৯ , ১০০ , ১০৫ , ১০৬

 ৯৯ . আর আমি ছেড়ে দেব তাদের সেদিন এ অবস্থায় যে , তাদের কতক কতকের উপর তরঙ্গের মত পতিত হবে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে । তারপর আমি তাদের একত্র করবো সবাইকে । 

১০০. আর আমি প্রত্যক্ষভাবে উপস্থিত করবো জাহান্নামকে সেদিন কাফিরদের জন্য । 

১০৫. ওরা তো তারা , যারা প্রত্যাখ্যান করেছে তাদের রবের নিদর্শনাবলী এবং তাঁর সাক্ষাতকে ; ফলে ব্যর্থ হয়ে গেছে তাদের কাজ । অতএব আমি স্থাপন করব না তাদের জন্য কিয়ামতের দিন কোন ওযন । 

১০৬. এটাই তাদের প্রতিফল জাহান্নাম , তারা যে কুফরী করেছিল এবং আমার নিদর্শনাবলী ও আমার রাসূলদের ঠাট্টা বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করেছিল  সেজন্য । 



সূরা মারইয়াম , ১৯:৯৩ , ৯৪ , ৯৫ 

৯৩ : আসমান ও যমীনে এমন কেউ নেই , যে উপস্থিত হবে না দয়াময় আল্লাহর কাছে বান্দারূপে ।

 ৯৪. অবশ্যই তিনি পরিবেষ্টন করে রেখেছেন তাদের এবং তাদের গণনা করেও রেখেছেন ।

৯৫ :  আর তারা সবাই আসবে তাঁর কাছে কিয়ামতের দিন একা - একা । 


সূরা তো - হা , ২০ঃ ১৫ , ১৬ , ১০০ , ১০১ , ১০২ , ১০৩ , ১০৪ , ১০৫ ,

 ১৫. নিশ্চয় কিয়ামত তো সংঘটিত হবেই , আমি তা গোপন রাখতে চাই , যাতে প্রত্যেকেই প্রতিফল লাভ করতে পারে নিজনিজ কর্ম অনুযায়ী ।

 ১৬ . অতএব সে যেন তোমাকে ফিরিয়ে না রাখে কিয়ামতে বিশ্বাস করা থেকে , যে তাতে ঈমান রাখে না এবং অনুসরণ করে স্বীয় প্রবৃত্তির । এমনটি হলে , তুমি ধ্বংস হয়ে যাবে । 

১০০. যে কেউ বিমুখ হবে কুরআন থেকে , সে তো বহন করবে কিয়ামতের দিন ভারি বোঝা । 

১০১. তাতে তারা স্থায়ী হবে । আর কত নিকৃষ্ট হবে তাদের জন্য কিয়ামতের দিন –এ বোঝা ! 

১০২. সেদিন শিংগায় ফুঁ দেওয়া হবে এবং আমি একত্র করবো অপরাধীদের সেদিন ভয়ে চোখ ঘোলাটে হয়ে যাওয়া অবস্থায় । 

১০৩. সেদিন তারা নিজেদের মাঝে চুপেচুপে বলবে : তোমরা তো অবস্থান করেছিলে দুনিয়াতে মাত্র দশদিন । 

১০৪. আমি ভাল জানি , তারা কি বলে তা ; তাদের মাঝে যে অপেক্ষাকৃত বুদ্ধিমান ছিল , সে বলবে : তোমরা তো অবস্থান করেছিলে সেখানে মাত্র একদিন । 

১০৫. আর তারা আপনাকে প্রশ্ন করে পর্বতমালা সম্পর্কে । আপনি বলুনঃ আমার রব সে সব সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন । 


[বি: দ্র : ] এই বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আরো অনেক আয়াত নাযিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনেক হাদীস রয়েছে ।

 

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ


মানুষ আরো যা জিজ্ঞেস করে বা আরো যা জানতে চাই :: কেয়ামতের ২৮টি ছোট আলামত, কেয়ামত কি সন্নিকটে? কেয়ামত বই, কিয়ামতের প্রকার গুলো কী কী, কেয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত, হাদিসের রেফারেন্স কেয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে যে ১০ টি জিনিস হযরত জিবরাঈল আঃ দুনিয়া থেকে তুলে নিবেন, কেয়ামত কখন হবে, কেয়ামত অর্থ কি, কেয়ামত english, কেয়ামতের আলামত সম্পর্কে , কেয়ামত নিয়ে উক্তি ,কেয়ামতের আলামত ।

Post a Comment

0 Comments