কিয়ামতের আলামত ,হাদিসের বর্ণনায় কিয়ামতের কয়েকটি আলামত | কিয়ামতের আগে যেসব আলামত প্রকাশ পাবে , কিয়ামতের আলামত বিষয়ে রাসূলুল্লাহ (সা.)-এর ভবিষ্যত বাণী - , বক্তা বেড়ে যাওয়া কি কিয়ামতের আলামত? , কেয়ামতের ছোট ও বড় আলামতসমূহ - , এসমস্ত বিষয়ক ও প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনার তো চলুন দেরী না করে শুরু করা যাক ।
ছোট ছোট আলামত কিয়ামতের :
উচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু হবে । কেয়ামতের আগ মুহূর্তে মানুষের মধ্যে প্রতিযোগিতা হবে কে কার চেয়ে বড় দালান তৈরি করতে পারে । উঁচু উঁচু বড় বড় দালান আবিষ্কার হবে ।
স্বামীরা স্ত্রীদের মেনে চলবে , মাকে অমান্য করবে , বাবাকে মনে করবে বাইরের মানুষ , বাইরের মানুষকে ভাববে আপন মানুষ ।
ইসলামের জ্ঞানের অভাব দেখা দিবে , অজ্ঞতা ছড়িয়ে পড়বে । ধর্ম অর্থ উপার্জনের উৎস হবে । মানুষ আগ্রাসীদের ভয় পেয়ে শ্রদ্ধা করবে ।
মদ পান ও অবৈধ যৌনকর্ম ছড়িয়ে পড়বে চরমভাবে । মেয়েরা , গান ও নৃত্য পরিবেশন করবে , সৃষ্টি হবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ।
পরবর্তী যুগের মানুষ পূর্ববর্তী যুগের মানুষদের ( সাহাবাদের ) গালাগালি হাবাদের মিথ্যা কথা বলা বিশেষ যোগ্যতা বলে বিবেচিত হবে ।
লজ্জা উঠে যাবে । কাফেরদের শক্তি বৃদ্ধি পাবে । মানুষের মধ্যে লজ্জা থাকবে না , মানুষ বিভিন্ন বেহায়াপনায় লিপ্ত হবে ।
পুরুষের সংখ্যা কমতে থাকবে এবং মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে যতক্ষণ না পুরুষ ও মহিলাদের অনুপাত হবে ১ ঃ ৫০ ।
দাজ্জাল সহ ত্রিশজন ভণ্ড নিজেদের নবী বলে দাবি করবে ।
পৃথিবীতে ধন - সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ যাকাত দেয়ার লোক পাবে না
অবলীলায় খুনখারাবি চলতে থাকবে । কোন কারন ছাড়াই ছোট ছোট কারণে মানুষ মানুষকে হত্যা করে । পৃথিবীতে খুনখারাবি বৃদ্ধি পাবে ।
সময় এত সংক্ষিপ্ত হয়ে যাবে যে মনে হবে বছর মাসের মত , মাস দিনের মত এবং দিন ঘন্টার মত ।
দু'টো বিখ্যাত দেশ যুদ্ধে লিপ্ত হবে এবং পরস্পর পরস্পরকে হত্যায় মেতে উঠবে ।
পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে । পৃথিবীতে অধিহারে ভূমিকম্প হবে । যা মানুষ কল্পনা করেনি কখনো ।
কিয়ামতের অধিক গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ :
দাজ্জালের আবির্ভাব হবে । → ইমাম মেহেদি আ . - এর আবির্ভাব হবে । । ঈসা আ . জান্নাত থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবে
→ এক ধরনের পশুর আবির্ভাব হবে এবং মানুষের সাথে কথা বলবে তাদেরকে ইসলামের পথে ফিরে আসার জন্য ।
ইয়াজুজ - মাজুজের দল দেয়াল ভেঙ্গে বের হয়ে আসবে । -
পৃথিবীর তিনটি স্থান মাটির নীচে চলে যাবে— একটি পূর্বদিকে , অন্যটি পশ্চিম দিকে এবং শেষটি সৌদি আরব পেনিসুয়েলাতে । ।
ইয়েমেন থেকে আগুন উত্তর দিকে ছড়িয়ে পড়বে ।
পৃথিবী ব্যাপি কুয়াশা বা ধূয়া ছড়িয়ে পড়বে ।
পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে ।
এক ধরনের স্নিগ্ধ বায়ু বিশ্বাসীদের প্রাণ হরণ করবে ।
পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার মত কেউ থাকবে না ইসরাফিল আ . সিঙ্গাতে ফুঁ দিবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে ।
ইসরাফিল আ . দ্বিতীয়বার সিঙ্গাতে ফুঁ দিবেন এবং মানুষ কবর থেকে উঠে বিচারের জন্য কিয়ামতের প্রাঙ্গণে সমবেত হবে । অতঃপর শুরু হবে সবার বিচার কার্য । জান্নাতি কে নেওয়া হবে জান্নাতে , এবং জাহান্নামীদেরকে চিরস্থায়ী করা হবে জাহান্নামের ।
দয়াবান মেহেরবান আল্লাহ তায়ালার কাছে আমাদের একটি চাওয়া আল্লাহ তা'আলা যেন আমাদেরকে সব সময় নিজের ঈমান ঠিক রাখতে পারি । আল্লাহ তা'আলা যেন আমাদেরকে ওনার দরবারে একজন মুমিন হিসেবে কবুল করুন । আমিন
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
1 Comments
আল্লাহ তায়ালা যেন আমাদের ইমান ঠিক রাখার তাওফিক দান কর করেন
ReplyDelete