আসসালা মুয়ালাইকুম ওয়ারাহ মাতুল্লাহ! আলহামদুলিল্লাহ্ আসসালাতু আসসালা মুয়ালা রাসুল আল্লাহ্ ।
সুপ্রিয পাঠক গণ আসা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ।
হযরত ইদরিস আঃ জীবনে অনেক মজেজা প্রদর্শন করেন। মজেজা সমূহের মধ্যে একটি প্রধান মজেজা এই ছিল যে, তিনি যা কিছু ভবিষৎবাণী করতেন তা হুবহু বাস্তবে পরিণত হত
হযরত ইদ্রিস আ . নিয়মিত রোযা রাখতেন । তাই ইফতারের সময় তিনি মানবরূপী ফেরেশতা মেহমানকে যথারীতি ইফতার করতে বললেন । কিন্তু মেহমান তাঁর আহ্বানে সাড়া দিলো না । পরপর তিনদিন এরকম ঘটলো । শেষে হযরত ইদ্রিস আ .
জিজ্ঞেস করলেন , হে প্রিয় অতিথি । আপনার পরিচয় দিন । সে বললো , আমি মৃত্যুর ফেরেশতা । আল্লাহ্র পক্ষ থেকে আমি আপনার সঙ্গলাভের জন্য অনুমতিপ্রাপ্ত । হযরত ইদ্রিস আ . বললেন , তবে আমার একটি কাজ করে দিন । অতিথি বললো , কি কাজ ? হযরত ইদ্রিস আ বললেন , আমার প্রাণ হরণ করুন ।
আল্লাহ্র হুকুমে মৃত্যুর ফেরেশতা তাঁর জান কবজ করলো । কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ্র হুকুমে তিনি আবার জীবিত হয়ে উঠলেন । অতিথি বললো , এরকম ঘটলো কেনো ? হযরত ইদ্রিস আ . বললেন , আমি মৃত্যুর আস্বাদ পেতে চেয়েছিলাম । মৃত্যুবরণ করা আমার উদ্দেশ্য ছিলো না । আল্লাহ্ আমার ইচ্ছা পূর্ণ করেছেন ।
এখন আমি যথাসময়ে মৃত্যুবরণ করার যথাপ্রস্তুতি গ্রহণ করতে পারবো । কারণ মৃত্যুর স্মৃতি আমার স্মরণপটে থাকবে সদা জাগরূক । এখন আপনি আরো একটি কাজ করে দিন আমার । আমাকে নিয়ে চলুন আকাশে । দেখিয়ে দিন বেহেশত ও দোযখ । মৃত্যুর ফেরেশতা এবারও অনুমতি পেলো ।
হযরত ইদ্রিস আ . ' কে নিয়ে প্রথমে গেলো দোযখের দ্বারপ্রান্তে । হযরত ইদ্রিস আ . বললেন , দোযখের প্রধান প্রহরীকে বলে দরজা খোলার ব্যবস্থা করুন । তাই করা হলো । হযরত ইদ্রিস আ . ভালো করে দেখে নিলেন দোযখের অভ্যন্তর ভাগ ।
তারপর বললেন , দোযখ তো দেখা হলো । এবার আমাকে নিয়ে চলুন বেহেশতে । মৃত্যুর ফেরেশতা তাঁকে নিয়ে উপস্থিত হলো বেহেশতে । আল্লাহর নির্দেশে ও তার অনুরোধে বেহেশতের দরজাও খুলে দেয়া হলো । হযরত ইদ্রিস আ . ঘুরে ঘুরে দেখতে লাগলেন , বেহেশতের অপরূপ রূপ । মৃত্যুর ফেরেশতা বললো , এবার ফিরে চলুন ।
হযরত ইদ্রি বৃক্ষের ঢাল আঁকড়ে ধরে বললে
ন , আমি এখান থেকে কোথা আল্লাহর নির্দেশে তখন সেখানে উপস্থিত হলো আর একজন
বললো , আপনি ফিরে যেতে রাজি হচ্ছেন না কেনো ? হযরত ইদ্রিস আ . বললেন , আল্লাহ্ বলেছেন , সকলকেই মৃত্যুর আস্বাদ গ্রহণ করতে হবে । আমি তা আস্বাদন করেছি । আল্লাহ্ আরো বলেছেন , সকলকেই দেখানো হবে দোযখ । তা - ও অবলোকন করেছি আমি । একথাও তিনি বলেছেন , বেহেশতে প্রবেশকারীরা আর কখনো বহিষ্কৃত হবে না ।
আমি তো সেই জান্নাতেই প্রবেশ করেছি । সুতরাং আমি এখান থেকে বের হবো কেনো ? আল্লাহ্ তখন মৃত্যুর ফেরেশতাকে জানালেন , আমার অনুমতিক্রমেই তো সে বেহেশতে প্রবেশ করেছে । সেখান থেকে বের হতে হলে আমার অনুমতিক্রমেই তা হবে । তোমাদের পক্ষ থেকে এ ব্যাপারে আর কোনো চেষ্টা করো না । এভাবেই হযরত ইদ্রিস আ . লাভ করেছেন এক ব্যতিক্রমী উচ্চ মর্যাদা ।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আজকের মত বিদায়, আল্লাহ হাফেজ
0 Comments