সেজদায় ' সোবহানা রাব্বিয়াল আ'লা ' বলার কারণ
এই দোআটির অর্থ হইতেছে ' আমার রব পবিত্র , যিনি সকল বড়র বড় । আ’লা তাহাকেই বলে যাহার মধ্যে যাবতীয় মহৎ গুণ রহিয়াছে এবং উহা চূড়ান্ত রূপ লাভ করিয়াছে ।
আল্লাহ তা'আলা মানুষকে এক ফোঁটা মনির আকারে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন , তারপর ঐ নাপাক তরল জিনিসকে এতদূর মহত্ত্ব দান করিয়াছেন যে , তাহার খাস দরবারে হাজির হওয়ার সুযোগ দান করিয়াছেন ।
সমগ্র বিশ্ব ভুবনের সম্রাটের সহিত সামান্য মৃত্তিকার কোন তুলনা হইতে পারে কি ? এই কারণে ‘ সোবহানা রাব্বিয়াল আ’লা ’ বলিয়া বান্দা এই কথা স্বীকার করিতেছে যে ,
খোদা !আমার সামান্য এক বিন্দু পানি হইতে আমার ন্যায় মানুষকে সৃষ্টি করিয়া তুমিই আমাকে মহত্ত্ব দান করিয়াছ এবং সর্বশেষ তুমি আমাকে এই মহত্ত্ব দান করিয়াছ যে , ন্যায় অধম ও নাপাককে তোমার খাস দরবারে হাজির হওয়ার সৌভাগ্য দান করিয়াছ ।
অতএব সোবহানা রাব্বিয়াল আ'লার ভাবার্থ এইরূপ দাঁড়ায় ঃ হে আল্লাহ ! প্রথমেও উত্তম মহত্ত্বদানকারী এবং পরিশেষেও চূড়ান্ত মহত্ত্ব দান করার অধিকারী তুমি ৷ বান্দা এই কথা স্বীকার করার পর আল্লাহ বলেন : হে আমার বান্দা !
উঠ এবং সকলকে দেখাও যে , তোমার রব তোমাকে মাটির ন্যায় নিকৃষ্ট বস্তু হইতে সৃষ্টি করিয়া কত বড় মর্তবা দান করিয়াছেন । বান্দা তখন ‘ আল্লাহু আকবার ' ( আল্লাহ সবচেয়ে বড় ) বলিয়া সেজদা হইতে উঠিয়া থাকে ! 1
0 Comments