কিয়ামতের অনেক আলামত এর মধ্যে 1 টি আলামত , বিভিন্ন রকম যানবাহন আবিষ্কৃত হবে । Among the many signs of Resurrection, 1 sign, different vehicles will be discovered. ------ alhadi HB

 


আসসালমু আলাইকুম ওযারাহমাতুল্লাহ ওয়াবারকাতুহু , সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন । আজকে আমরা আলোচনা করবো কিয়ামতের একটি আলামত নিয়ে । তো চলুন দেরি না করে শুরু করা যাক 

# নানা রকম যানবাহন আবিষ্কৃত হবে #

 পবিত্র কুরআনের সূরা নাহল এর ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন , “ তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া , খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন । আর তিনি এমন যানবাহন সৃষ্টি করবেন যা তোমরা জাননা ।  

উল্লেখিত আয়াতে তৎকালীন যুগের মানুষের স্থলপথের তিনটি বাহন ঘোড়া , খচ্চর ও গাধার উল্লেখ করা হয়েছে এবং এই সূরার ১২ নং আয়াতে জলযানের ( জাহাজ বা নৌকা ) কথা উল্লেখ করা হয়েছে । এ কয়টি ছিল কুরআন নাজিল হওয়ার সময় পর্যন্ত মানুষের প্রধান বাহন । 

সে যুগের মানুষের বর্তমান যুগে আবিষ্কৃত যানবাহন মোটরগাড়ি , ট্রেন , উড়োজাহাজ , রকেট ইত্যাদি সম্পর্কে কোন ধারণাই ছিল না । 

তারা জানতো না যে ভবিষ্যতে কী কী যানবাহন আবিষ্কার হবে । এ সব যানবাহন আবিষ্কার হবার প্রায় ১৩০০ বছর পূর্বেই পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন । এছাড়া ভবিষ্যতেও যে সব যানবাহন আবিষ্কৃত হবে সেগুলোও এর অন্তর্ভূক্ত ।

কুরআনের বর্ণনা ভঙ্গী থেকে জানা যায় , এ সব যানবাহন মানুষ সৃষ্টি করেনি । এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন । কারণ এ সব যানবাহনের কলকব্জা ( Parts ) তৈরি করা হয়েছে প্রকৃতি সৃজিত ধাতব পদার্থ দিয়ে । 

বিজ্ঞানীরা তাতে প্রকৃতি প্রদত্ত বায়ু , পানি , অগ্নি ইত্যাদি থেকে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করেছে কিংবা প্রকৃতি প্রদত্ত জ্বালানি তেল এসব যানবাহনে ব্যবহার করেছে । প্রাচীন বা আধুনিক বিজ্ঞান একজোট হয়েও কোন লোহা , তামা ইত্যাদি ধাতব পদার্থ তৈরি করতে পারে না । এমনি ভাবে বায়ু , পানি , আগুন ইত্যাদি সৃষ্টি করাও তাদের সাধ্যের অতীত । 

আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন , সামান্য একটি মাছিও তৈরি করার সাধ্য কারো নাই । কাজেই সামান্য চিন্তা করলেই একথা স্বীকার করতে হয় যে , যাবতীয় আবিষ্কার প্রকৃতপক্ষে আল্লাহ তাআলারই সৃষ্টি । এখানে প্রণিধানযোগ্য যে , পূর্বোক্ত সব বস্তুর সৃষ্টির ক্ষেত্রে ক্রিয়াপদের অতীত কাল ব্যবহৃত হয়েছে এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ভবিষ্যৎ পদবাচ্য ব্যবহার করা হয়েছে ।

 ক্রিয়াপদের এ পরিবর্তন থেকে ফুটে উঠেছে যে , এ আয়াত নাজিল হওয়ার সময় পর্যন্ত ঐ সমস্ত যানবাহনের অস্তিত্ব ছিল না যা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে অথবা ভবিষ্যতে আবিষ্কৃত হবে ।

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments