আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর মাদ্যাকর্ষণ শক্তি যদি পাঁচ বা দশ second এর জন্য চলে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আমি বা আপনি কি গ্রাভিটি ছাড়া বেঁচে থাকতে পারবো? অথবা কি হবে এই বাড়ি, ঘর, গাছপালা পশুপাখি আবার আমাদের মধ্যে অনেকের মাথায় একটা প্রশ্ন ঘোরাঘুরি করে তা হল এই গোল পৃথিবীর উপরি পৃষ্ঠে আমরা কিভাবে লেগে রয়েছি? কেনই বা মহাকাশে উড়ে চলে যাচ্ছি না? এর পেছনে কোন শক্তি সর্বদা কাজ করে চলেছে? আর সেই শক্তি যদি না থাকতো তাহলেই বা কি হতো friends এই সমস্ত প্রশ্নেরই উত্তর নিয়ে আলোচনা করব।
তো বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক আজকের পোস্ট.
ফ্রেন্ডস মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণী ও অন্যান্য বস্তু পৃথিবীর গায়ে লেগে রয়েছে যে বলের জন্য তা হলো মাধ্যাকর্ষণ মহাকাশে একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা. যার দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে. প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকাশ্য. স্যার আইজ্যাক নিউটন এ বিষয়ে ধারণা দিয়েছিলেন. মধ্যাকর্ষণে ড়নে ভূপৃষ্ঠের উপরে সকল বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়. এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ছোটো ছোটো কণা দিয়ে তৈরি. যাকে আমরা সাধারণত পরমাণু বলে থাকি.
যে বস্তুর আয়তন যত বড় এবং ঘনত্ব যত বেশি তার মধ্যে ড়মান সংখ্যাও তত বেশি. আর তার আকর্ষণ ক্ষমতাও তত বেশি. তো আপনি পৃথিবীর আকার দেখেই বুঝতে পারছেন এত বড় বস্তুর কত বেশি আকর্ষণ শক্তি হতে পারে. যে কারণে আমরা পৃথিবীর সাথে লেগে থাকি মহাকাশে চলে যাই না. আসা যাক আমাদের প্রধান প্রশ্নে তাহলে পৃথিবীর মধ্যাকর্ষণ বল যদি পাঁচ বা দশ second এর জন্য চলে যায়, তাহলে সম্ভাব্য কি কি হতে পারে?
সবার আগে মানুষের পাখি হওয়ার সাধ পূরণ হবে. কষ্ট করে আর পায়ে হেঁটে ঘুরে বেড়াতে হবে না. একেবারে উড়েই যাবে মহাকাশে সুপার ম্যান এর মত বেশ মজার তাই না? কিন্তু সত্যি কি তাই হবে? বিজ্ঞান বলছে একেবারেই নয়, মধ্যাকর্ষণ না থাকলে মজার তো কিছু হবেই না, উল্টে ঘটতে থাকবে ভয়ঙ্কর সব কান্ড.
মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সবার প্রথম আমাদের ভর কমে শূন্য হয়ে যাবে. আর আমরা সবাই হওয়াতে ভাসতে থাকবো. মাধ্যাকর্ষণ বল চলে যাওয়ার আগে আপনি যে ডাইরেকশনে যাচ্ছিলেন মাধ্যাকর্ষণ বল চলে যাওয়ার পর সেই দিকেই উত্তরোত্তর গতিতে মহাকাশে চলে যাবেন. কারণ আপনাকে থামানোর জন্য কোন বাহ্যিক শক্তি থাকবে না.
আমাদের চলাফেরা এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে. কারণ তখন আমরা অনিয়ন্ত্রিত হয়ে যাব. চাইলেও নিজের ইচ্ছা মতো হাটতে পারবো না. এই পর্যন্ত তাও ঠিক আছে কারণ আমরা জানি যে সমস্ত অ্যাস্ট্রোনট ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে থাকেন তারা সব সময় জিরোগ্রাফিটিতেই থাকেন. তা সত্ত্বেও তারা জীবিত আছেন.
কিন্তু friends গল্প এখানেই শেষ নয়. মধ্যকর্ষণ চলে যাওয়ার প্রভাব শুধু মানুষের ওপরেই পরবে না. বরং সমগ্র পৃথিবীর উপর পড়বে. মাধ্যাকর্ষণ চলে যাওয়ায় পৃথিবীর সব বস্তুর ভর কমে শূন্য হয়ে যাবে. আর সমস্ত হাওয়াতে ভেসে বেড়াতে লাগবে. বড় বড় বাড়ি, গাছপালা কলকারখানা সমস্ত কিছু হওয়াতে ভাসতে শুরু করবে.
যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ চলে যায়, তাহলে আপনি আর শুনতে পাবেন না. কারণ পৃথিবীর সব গ্যাসুরে মহাকাশে চলে যাবে. সমস্ত গ্যাস উড়ে যাওয়ার সাথে সাথে অক্সিজেনও তার সাথে চলে যাবে আর আপনি শ্বাস নিতে পারবেন না. সমুদ্র নদী নালা খাল বিলের সব জল উড়ে চলে যাবে মহাকাশে. অক্সিজেন গেল এবার গেল জল. কি করে বাঁচবেন?
কিন্তু এসব হওয়ার আগেই আপনি মহাকাশের দিকে চলে যাবেন ষোলশো কিমি বেগে কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য প্রতি ঘন্টায় ষোলোশো সত্তর কিমি ব্যাগে ঘুরপাক খাচ্ছে আমাদের পৃথিবী. কিন্তু মাধ্যাকর্ষণ না থাকলে পৃথিবীতে আর আপনাকে আটকে রাখতে পারবে না এমতাবস্থায় পৃথিবী আমাদেরকে ছিটকে ফেলে দেবে. আপনি আপনার চোখের সামনে পৃথিবী ফেটে যাওয়ার দৃশ্য দেখতে পাবেন. পৃথিবী টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়বে.
কারণ পৃথিবীর উপাদানগুলো মাধ্যাকশীন শক্তির জন্য একে অপরের সাথে লেগে বর্তমান রূপে রয়েছে আর মাধ্যাকর্ষণ হারালে এই সমস্ত উপাদান আলাদা হয়ে পৃথিবী ফেটে যাবে. কিন্তু এসব হওয়ার আগেই আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন. অন্ধ হয়ে যাবেন. হয়তোবা আপনি অন্য কোন গ্রহে গিয়ে ধাক্কা মারতে পারেন. কারণ মহাকাশ আপনি কোন দিকে যাচ্ছেন? তা আপনার অজানা.
আর আপনি ততক্ষণ মহাকাশে চলতে থাকবেন যতক্ষণ কোন গ্রহ বা অন্য কোন বস্তুতে ধাক্কা নামাচ্ছেন. পৃথিবীর মাধ্যাকর্ষণ না থাকায় আমাদের প্রিয় চাঁদমামাও পৃথিবী থেকে দূরে চলে যাবে. সো ফ্রেন্ডস বুঝতেই পারলেন কয়েক সেকেন্ড মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবী ছিন্নভিন্ন হয়ে যাবে. সমস্ত কিছু শেষ হয়ে যাবে. মানুষ নামক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে.
তো বন্ধুরা আমাদের সবার উচিত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করা, কারণ তিনি আমাদেরকে বিনা কোন কারণে বিনা স্বার্থে তিনি আমাদেরকে অক্সিজেন দিয়েছেন পানি দিয়েছেন মধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন এগুলো ছাড়া আমাদের জীবনে কল্পনা করা যায় না, আল্লাহ তা'আলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন, বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমাদের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আল্লাহ হাফেজ
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
0 Comments