ফেব্রুয়ারি মাস 28 শে হয় কেন? প্রতি চার বছর পর পর লিপইয়ার হয় কেন? Why is February 28th? Why is Lipier every four years? ----Alhadi HB




 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। বন্ধু রা আপনারা কি জানেন ফেব্রুয়ারী মাস কেন আঠাশ দিনে? প্রতিটি মাসেই ত্রিশ বা একত্রিশ দিনে. কিন্তু ফেব্রুয়ারী কেন আঠাশ দিনে? আর কেনই বা চার বছর পর পর লিপ ইয়ার পালন করা হয়?

 লিপ ড়ের আসল নিয়মটি কি? জিজ্ঞাসা মানে কখনো না কখনো এই প্রশ্নগুলো অবশ্যই উঁকি দিয়ে থাকে. পাশাপাশি জুলিয়ান ক্যালেন্ডার এবং কিভাবে আধুনিক গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের রূপ নিয়েছে তাও আলোচনা করা হবে আজকে . তবে চলুন শুরু করা যাক. 

 জুলিয়ান ক্যালেন্ডার তখন মোটামুটি নির্ভুল সময় গণনা করতে পারত. তাই দীর্ঘদিন পর্যন্ত জুলিয়ান ক্যালেন্ডার বাজারে প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডারে দুই সম্রাটের নাম অনুসারে রাখা জুলাই এবং আগস্ট মাসকে একত্রিশ দিনে রাখার জন্য ফেব্রুয়ারীকে আঠাশে দিনেই রাখা হয়. এক বছর সমান হয় পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন. 

📌📌 আরো পড়ুন :: জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছিল ? জিনরা কি মৃত্যুবরণ করে? ----Alhadi 

আসলে ক্যালেন্ডারের পরিবর্তন ঘটানোর জন্য সম্রাট জুলিয়াস সিজার গ্রিক গণিতবিদ ও জ্যাতির্বিদদের সাহায্য নিয়েছিলেন. এদের মধ্যে আলেকজান্দ্রার অবদান তিনি দীর্ঘদিন পর্যবেক্ষণ করে দেখেন তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টায় এক বছর হয়. মানে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন সমান এক বছর. তাই হিসাবের মিল রাখার জন্য তিনি প্রতি চার বছরে আরও একদিন যোগ করার পরামর্শ দেন.

 যে বছর অতিরিক্ত একদিন যোগ করা হবে তাকে বলা হয় লিপিয়ান. এভাবেই লিপিয়ারের প্রচলন হয়. এখানে বলে রাখা উচিত যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মধ্য আমেরিকার মেক্সিকোতে এক উচ্চমান সভ্যতা ছিল. যার নাম মায়া সভ্যতা. মায়াদের সংখ্যাতাত্ত্বিক জ্ঞান গ্রহনকত্রের গতিবিধি পর্যবেক্ষণে অসা দক্ষতা শিল্পকলার জ্ঞান ইত্যাদি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে.


 তারাই প্রথম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরের কথা উল্লেখ করেন. গ্রাগোরিয়ান calendar. Julion calendar মোটামুটি সঠিক তথ্য দিতে পারলেও, এতে কিছু সমস্যা ছিল. Grick যেটির বলেছিলেন, এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা. কিন্তু বর্তমানে আমরা জানি তা তিনশো য়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড. অতএব জুলিয়ান ক্যালেন্ডারে প্রতিবছর এগারো মিনিট চোদ্দ সেকেন্ড বেশি হিসাব করা হয়.

📌📌 আরো পড়ুন :: হযরত ইউসুফ আঃ এর কবর স্থানান্তর করার কারণ কি ছিল? ----Alhadi 



 সাধারণত এই সময়টি অল্প হলেও জুলিয়াস থেকে গ্রাগোরিয়ানের সময়কালে ব্যবধানটি বাড়তে বাড়তে এগারো দিনের উপরে হয়ে যায়. এই সমস্যা সমাধানের লক্ষ্যে রুমের পোপ ত্রুয়োদোষ গ্রিগরি পনেরশ বিরাশি খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারী জুলিয়ান ক্যালেন্ডারকে আবার সংশোধন করার প্রস্তাব করেন. এই জাতির বিদের নির্দেশে সে বছরের অক্টোবর মাসের চার তারিখকে পনেরো তারিখ করে দেওয়া হয়. ফলে ওই এগারো দিনের


তারিখকে পনেরো তারিখ করে দেওয়া হয়. ফলে ওই এগারো দিনের সমস্যার সমাধান হয়. একই সাথে আবার যেন এই ঘটনা না ঘটে. মানে একশো আঠাশ বছর পর পর যেন এক বেড়ে না যায় সেই জন্য তিনি লিপ ইয়ার নিয়মকে আরেকটু সংশোধন করেন. নতুন নিয়ম অনুযায়ী চার বছর পর পর ফেব্রুয়ারী মাসের আঠাশ দিনের সাথে একদিন যোগ করা হবে. যে সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে, ভাগ্যে শূন্য হবে, সেই বর্ষের সাথে এটি করা হবে. কিন্তু শতাব্দীর ক্ষেত্রে মানে যদি একশো দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই চার দ্বারা ভাগ যাবে. তবে এক যোগ করা যাবে না. এক্ষেত্রে চারশো দ্বারা ভাগ করতে হবে.

📌📌 আরো পড়ুন :: পরীক্ষায় পাশ করার সর্বনিম্ন মার্ক 33 কেন? ঘড়ির কাঁটা সব সময় ডান দিকে ঘুরে কেন? ----Alhadi 

 যদি ভাগ্যে শূন্য হয়, তবে লিপইয়ার হবে. এতে করে পাশাপাশি চার শতাব্দীর বেলায় লিপিয়ার হবে একটি. এই হলো এখনো পর্যন্ত আবিষ্কৃত নির্ভুল বর্ষ গণনার ইতিহাস আন্তর্জাতিক ভাবে এটি এখন সকলে মেনে নিচ্ছে. সতেরোশো বাহান্ন সালে ইংল্যান্ডে উনিশশো বারো সালে চীন ও আলবেনিয়াতে উনিশশো আঠেরো সালে রাশিয়ায় ঊনিশশো সাতাশ সালে তুরস্কে সরকারিভাবে graduation calendar ব্যবহারের নির্দেশ দেওয়া হয়.

 ভারতীয় উপমহাদেশে এই ক্যালেন্ডার নিয়ে আসে East India Com সতেরোশো সাতান্ন সাল. তখন থেকেই এখানে গ্রাগোরিয়ান ক্যালেন্ডার প্রচলিত হয়. আজ এ পর্যন্তই.সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি কোন ধরনের তথ্য ভুল আপনার মনে হয় তাহলে তাও কমেন্ট করে জানাবেন ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments