পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরব. কি আছে বুর্জ আল আরবের ভিতর? ----Al Hadi




 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন. বন্ধুরা আজ আলোচনা করব দুবাইয়ের বুর্জ আল আরব সম্পর্কে। তো বন্ধু রা চলুন দেরি নাকরে শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের হোটেল দেখতে পাওয়া যায়. কিন্তু কথা যখন হয় seven star হোটেলের তখন সারা পৃথিবীতে এই ধরনের হোটেল রয়েছে শুধুমাত্র একটি. 

আর সেটা দেখতে পাবেন দুবাইতে. জি হ্যাঁ দুবাইয়ে থাকা বুরজাল আরব হলো পৃথিবীর একমাত্র সেভেনস্টার হোটেল. আর এই হোটেলে রয়েছে এমন সব ফেসিলিটিজ যেগুলো দেখলে আপনি হতবাক না হয়ে পারবেন. আপনি জানলে আরো অবাক হয়ে যাবেন যে এখানে যারা থাকে hotel এর পক্ষ থেকে তাদের ফ্রি তে সোনার আইপ্যাড দেওয়া হয়। 

 পৃথিবীর একমাত্র seven star hotel,  আরবের ভিতরের পরিবেশ. এখানে থাকার খরচ কত? এবং এই হোটেলের পক্ষ থেকে দেওয়া সুযোগ সুবিধাগুলোর ব্যাপারে. তো আর দেরি কিসের? চলুন তাহলে শুরু করা যাক, বন্ধুরা বুরুজ আল আরব হলো পৃথিবীর একমাত্র Certified seven ster হোটেল. এর বাইরে এ ধরনের যে সকল হোটেল রয়েছে, সেগুলো হলো five star হোটেল. 

Bursael আরব ছাড়াও অন্যান্য হোটেল, যেগুলোতে আরও উন্নত মানের সুযোগ সুবিধা, এবং technology থাকার পরেও সেগুলোকে কেন . দুবাইয়ের সবথেকে ধনী এবং ওখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ হাতে রয়েছে, বুরজাল আরবের মালিকানা. তো বুঝতেই পারছেন ও বুর্জাল আর ও পৃথিবীর একমাত্র সেভেন star হোটেল. 

আপনারা এটা অবশ্যই জানেন দুবাইয়ের যে কোন structure বানানোর সময় এটা মাথায় রাখা হয় যে, সেটা যেন খুবই unique হয়. অর্থাৎ, যেন এটা দেখে হতবাক হয়ে যায়. আর এই কারণেই বুরজাল আরব হোটেলের খুবই সামান্য জিনিস গুলো আপনাকে অবাক করে দেবে. আর সেটা হোক না কেন এখানকার ডিজাইন এখানকার সুযোগ সুবিধা কিংবা এখান সৌন্দর্য.

 সবার আগে আমি আপনাদের যেটা জানিয়ে দিতে চাই সেটা হলো তিনশো একুশ মিটার উঁচু  আরব পৃথিবীর সবথেকে উঁচু ভবনগুলোর মধ্যে সাত নম্বরে রয়েছে. উনিশশো নিরানব্বই সালের বানানো এই hotel টি অনেকদিন যাবৎ বিশ্বের সবথেকে উঁচু ভবনের মর্যাদা ধরে রেখেছিল. কিন্তু গত কয়েক বছরে এর থেকেও আরো উঁচু উঁচু বেশ কিছু হোটেল বানানো হয়েছে. জেতার কারণে উচ্চতার ক্ষেত্রে ড়ে আল আরব পিছনে পরে গিয়েছে. 



কিন্তু এগুলোর কোনটি সেভেনস্টার হোটেল হতে পারেনি. বন্ধুরা দুবাইয়ের ব্রুজাল আরব হোটেলটির ব্যাপারটি আলাদা. যেটা দেখে দুবাইয়ের সব সৌন্দর্য এই হোটেলের মধ্যেই জমা রয়েছে. আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই হোটেলে আসার জন্য হোটেল কর্তৃপক্ষ তাদের গেস্ট কে বেশ কিছু option দেয়. যেমন hotel এর পক্ষ থেকে provide করার rose রয়েস গাড়িতে এর guest রা হোটেলে আসতে পারবেন. 

আর যদি guest এর মোটা অংকের টাকা থাকে তাহলে তারা হেলিকপ্টারের মাধ্যমে directly হো এর helipad এ land করতে পারবেন. কেননা এখানে provide করা সব facilities depend করে আপনার পকেটের উপর. যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে আপনি এখানে এমন সব সুযোগ সুবিধা পাবেন যেটা দেখে জান্নাতের কথা মনে পড়বে.তবে জান্নাতে এর চেয়ে  বেশি নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলা।  


 এই hotel এর guest দের welcome করা হয় rose water snacks এর সাথে ঠান্ডা towel দিয়ে যাতে আপনার mood fresh হয়ে যায়. সবার আগে আমি যদি হোটেলের লোভীর ব্যাপারে কথা বলি তাহলে এখানে আপনি বিভিন্ন color এর pattern এবং বিভিন্ন ধরনের texture দেখতে পাবেন. সবথেকে অবাক করার বিষয় হলো এখানকার লোভী বিশ হাজার feet লম্বা সোনার আবরণ দিয়ে সাজানো রয়েছে. অর্থাৎ এই হোটেলের ভেতরে ঢুকতে না ঢুকতেই আপনি বিস্ময়ে হা হয়ে যাবেন. এগুলো ছাড়াও এই হোটেলটি বানানোর জন্য পৃথিবীর সবথেকে দামি মার্বেল ব্যবহার করা হয়েছে. 

বন্ধুরা পৃথিবীর সবথেকে বড় একটিয়ামও রয়েছে এই হোটেলে. আর হ্যাঁ, হোটেলটির একদম মাঝখানে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা. যেটার পানি একশো তিরিশ ফিট ওপর পর্যন্ত উঠে যায়. elevated এ ওঠার জন্য কোনো সাধারণ দরজা নয়. সোনার দরজা রয়েছে. জেতার ভেতরে প্রবেশ করে আপনি সরাসরি আপনার রুম পর্যন্ত যেতে পারবেন. এই আলিশান হোটেলের রুম রয়েছে দুশো দুইটি যেগুলো দেখতে খুবই luxerious.

 আর এই room গুলোর সুযোগ সুবিধা নির্ভর করে এগুলোর ভাড়ার উপরে. এখানকার সব থেকে সস্তা রুমটির এক রাতের জন্য ভাড়া সাতাশস্য ডলার. অর্থাৎ প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকার মতো বন্ধুরা এই সবথেকে সস্তা রুমটিতেও আপনি সস্তা কোন কিছু দেখতে পাবেন না. কেননা এখানে আপনাকে চব্বিশ ঘন্টা সব ধরনের সুবিধা দেওয়ার জন্য বাটলারস থাকবে. সাথে এখানে আপনি এমন ফেসিলিটিস পাবেন যেগুলো ফাইভস্টার হোটেলের সবথেকে দামি রুমের গেস্ট পেয়ে থাকে.

 বুরজাল আরবের সবথেকে সস্তা রুপটিও হলো টুরিস্টোরিও সুইট. যেখানে সব জায়গায় আপনি মার্বেলের দেখতে পাবেন. এখানকার রুমের প্রায় সব কিছুই অটোমেটিক্যালি অপারেট করা যায়. অর্থাৎ এখানে শুধু আপনাকে কমেন্ট করতে হবে. এছাড়াও এখানে পার্লার ম্যাসেজ, এসপা থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা পাবেন.

 এবার যদি কথা বলি বুজাল আরবের সব থেকে দামি Swite এর ব্যাপারে তাহলে এই switch গুলোর প্রতিরাতের ভাড়া হলো ঊনিশ হাজার ডলার অর্থাৎ ষোলো লাখ টাকারও বেশি. এ রুম গুলোতে আপনি বেশি কূমের থেকেও আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন. 

যেমন এই রুমের গেস্টদের হোটেলের সব জায়গায় অ্যাক্সেস থাকে. অর্থাৎ এই সকল রুমের গেস্টরা হোটেলের যে কোন এরিয়ায় গিয়ে সেখানকার facilities enjoy করতে পারবে সাথে basic facilities তো রয়েছেই. এছাড়া ওখানকার guest রা চব্বিশ carried gold এর ipad পেয়ে থাকে. যেটা আপনি hotel room এ থাকা অবস্থায় ফ্রি তে ব্যবহার করতে পারবেন.

 এই luxury switch গুলোর অনেক কিছুই রয়েছে gold plated. কিন্তু আপনি যদি এগুলোর থেকেও আরও বিলাসবহুল অর্থ রাজা মহারাজাদের লাইফ স্টাইল চান, তাহলে সেটাও পাবেন এখানে. যেটার জন্য আপনাকে প্রতিরাতের জন্য দিতে হবে চব্বিশ হাজার ডলার. অর্থাৎ বিশ লাখ টাকারও বেশি. 

তো বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখলেন পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং একমাত্র সেভেনস্টার হোটেল বুরুজ আল আরবের ব্যাপারে.বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সমস্ত তথ্য তুলে ধরতে এর মধ্যে কোন তথ্য যদি বাদ পরে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আল্লাহ হাফেজ। 

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ


Post a Comment

0 Comments