আসসালামু ওয়ালাইকুম. আমরা প্রতিটা মুসলিম অনেক ইসলামিক শব্দ ব্যবহার করে থাকি. এই যেমন হজরত, আল্লামা এরকম অনেক শব্দই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা কেউই জানিনা ঠিক মতো যে এই সমস্ত শব্দের আসলে অর্থ কি? তো আমি মনে করি প্রতিটা মুসলিমের জেনে রাখা উচিত এই সমস্ত শব্দ গুলোর অর্থ কি? কেননা আমরা তো এই সমস্ত শব্দ গুলো প্রতিনিয়ত ব্যবহার করছি. তাই আজকে আমরা এই সমস্ত ইসলামিক শব্দগুলোর অর্থ জানবো.
প্রথমে বলা যাক হজরত এই শব্দটির অর্থ কি? হজরত শব্দটির অর্থ হচ্ছে মাননীয় মহামান্য সম্মানিত কিংবা জনাব আপনি যখন বাংলায় কাউকে বলছেন এই যে জনাব একটু কথাটা শুনুন আপনি এখানে জনাব না বলে ইচ্ছা করলে বলতে পারেন এই যে হজরত কথাটা একটু শুনুন অর্থাৎ জনাব শব্দটি আপনি ব্যবহার করছেন এটার আপনি প্রতিশব্দ হিসাবে হজরত শব্দটি ব্যবহার করতে পারেন।
এরপর যদি আমরা বলি আলাইহি সালাম এই শব্দটির অর্থ কি? আলাইহি সালাম এই শব্দটি আসলে নবী রাসূলদের নামের শেষে যোগ করা হয়, এমনকি ফেরেস্তাদের নাম শেষে যোগ করা হয় এবং কিছু কিছু বুজুর্গ আছে তাদেরকেও বলা হয়। যেমন হজরত মরিয়ম আর ফেরেস্তা হচ্ছে জিব্রাইল এগুলো তো আছে এবং যারা নবী রাসুল তাদের নামের শেষেও আছে যেমন হজরত আদম আলাইহি সলাম এই ধরনের নামের শেষে আমরা শব্দটি যোগ করে থাকে.
আলাইহি সালাম এই শব্দটির সঠিক বাংলা অর্থ হচ্ছে তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক. অর্থাৎ যখনই আমরা কোনো নবীর নাম নিচ্ছি কিংবা কোনো ফেরেস্তার নাম নিচ্ছি, তখনই আমরা আলাইহি সালাম বলে এটাই বলতে চাই যে আল্লাহর শান্তি তার ওপর বর্ষিত হোক.
এখন আসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটির অর্থ কি? এই শব্দটি হচ্ছে আমাদের খাস করে বলা হয় এটা হচ্ছে একটা দুরুত, এই শব্দটির অর্থ হচ্ছে রাসূলের ওপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক. নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির চেয়ে কৃপণ কে হতে পারে. যার সামনে আমার কথা বলা হয়. আমার নাম নেওয়া হয় কিন্তু সে আমার উপর দুরুত পাঠ করে না.
তাই যখনই আমরা মহম্মদ এই নামটি শুনব, অর্থাৎ রাসূলের নামটি যখন শুনবো, তখনই আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দরুদ টি উচ্চারণ করে ফেলবো এতে আমাদের দুরুত পাঠ হয়ে যাবে এবং আল্লাহতালা আমাদের উপর সন্তুষ্ট হবেন.
এরপর চলে আসি রাদিআল্লাহ আনহু কিংবা রাদিয়াল্লাহু আনহা শব্দটির অর্থ কি? রাদিআল্লাহ আনহু কিংবা রাদিয়াল্লাহু আনহা এ শব্দগুলো ব্যবহৃত হয় নামের শেষে. এই শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক. অর্থাৎ যখনই আমরা বলছি হজরত আবু বক্কর সিদ্দীক রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর মানেই হচ্ছে হযরত আবু বক্কর সিদ্দিকের ওপর আল্লাহ তায়ালা সন্তুষ্ট হোক.
তারপর হচ্ছে রহমতউল্লাহ. এই নামটির অর্থ কি? রহমতুল্লা আমরা বিভিন্ন অলি আল্লাহর নাম এসে যোগ করে থাকি. যেমন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা, হজরত শাহজালাল সাহা পরান রহমতুল্লাহ, এই রহমতউল্লাহ শব্দের অর্থ হচ্ছে, এই নামের মধ্যেই আছে, যেমন রহমতউল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত, তার ওপর বর্ষিত হোক.
এরপর আমরা চলে যাব মুফতি এই শব্দের অর্থ কি? মুফতি শব্দের অর্থ হচ্ছে কোরান এবং হাদিসের আলোকে যে ফতোয়া দেওয়ার জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয়. যেমন মুফতি কাজী ইব্রাহিম. তো এই ধরনের মুফতি শব্দ গুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এর অর্থ হচ্ছে এটাই.
এরপর মাওলানা এই শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ আমাদের পথপ্রদর্শক নেতা, এটা হচ্ছে মাওলানা শব্দের অর্থ. এরপর যদি আপনি চলে যান শব্দটির অর্থ কি? মোহাব্বীদ শব্দটির অর্থ হচ্ছে, যিনি বর্ণনা করেছেন অর্থাৎ বর্ণনা কেন এরপর আপনারা যদি চলে যান মুহাদিস শব্দটির অর্থ হচ্ছে যারা হাদিস শাস্ত্রে অনেক জ্ঞান অর্জন করেছে তাদেরকে বলা হয়. এরপর যদি আপনারা চলে যান সায়েক সায়েক শব্দের অর্থ কি যেমন সায়ক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সায়ক শব্দটির অর্থ হচ্ছে যাদের বয়স পঞ্চাশের উপরে হয়ে গিয়েছে এবং যারা হচ্ছে অনেক পন্ডিত লোক তাদেরকে সায়ক বলা হয়.
এবং আরবরা হচ্ছে তাদের যারা গুরু ছিল পন্ডিত ছিল, তাদেরকে সেয়ক বলতো, তো বর্তমানে সায়ক শব্দটি হচ্ছে যারা হাদিস শাস্ত্রে অনেক জ্ঞান অর্জন করেছে কোরানে অনেক জ্ঞান অর্জন করেছে তাদেরকে সায়ক বলা হয় এবং যাদের বয়সটা হচ্ছে একটু বেশি, সেই ক্ষেত্রে সায়ক বলা হয়, ওস্তাদ হিসাবে তাদেরকে সাহেব বলা হয়.
এবং হচ্ছে যারা শীর্ষ অর্থাৎ ছাত্র রয়েছে তাদেরকে বলা হয় রবি. অর্থাৎ এই সমস্ত শব্দ প্রতিনিয়ত ব্যবহার করেন তবে এর অর্থ জানেন না অনেক মানুষ আছে যারা হচ্ছে এই শব্দ গুলোর অর্থ সঠিক ভাবে জানে না. আমরা হলাম বাঙালি আমাদের বাংলা ভাষার মধ্যে নানা রকম বিদেশি ভাষা মিসিত আছে। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের আয়োজন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন. সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
1 Comments
amin
ReplyDelete