মা হাওয়া আঃ কে আল্লাহ তায়ালা কিভাবে তৈরি করেছিলেন এবং কেন? -----Alhadi HB


মা হাওয়া আঃ কে আল্লাহ তায়ালা কিভাবে তৈরি করেছিলেন এবং কেন?



মা হাওয়া আঃ কে কেন সৃষ্টি করা হয়েছিল,হাওয়া আঃ কে কিভাবে সৃষ্টি করা হয়েছে,Alhadi hb,nhd501,হাওয়া আঃ এর জীবনী,হাওয়া আঃ এর কাহিনী,আদম হাওয়ার বিচ্ছেদ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, বন্ধুরা    আমরা সবাই মুসলিম, অথচ কি দুর্ভাগ্য আমাদের যে আমরা ইসলামের অনেক কিছুই জানি না. আমরা অনেকেই জানি না যে কিভাবে আমাদের আদিমাতা হজরত মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামাকে  সৃষ্টি করা হয়েছিল. আর কেনই বা তাকে সৃষ্টি করা হয়? এ সকল প্রশ্নের উত্তর আজকের পোস্টে আলোচনা করবো  . তাহলে চলুন শুরু করা যাক. 

হযরত আদম আলাইহি ওয়া সাল্লামকে জান্নাতে  আল্লাহ তাআলার  আদেশে নিয়ে যাওয়া হয়. সেখানে হজরত আদম  আলাইহি ওয়া সাল্লামকে স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল. হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন রাত শুধু ইবাদত বন্দিগীর মাধ্যমে কাটাতেন. বেহেস্তের হুর গেল মানেরা তাকে ভ্রমণের আনন্দ ভোগ উপভোগের জন্য অনেক নতুন নতুন পথ দেখালেন কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লাম   কোন কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না.

 শুধু এবাদত বন্দীগী ও নিরবে বসে সময় কাটিয়ে দিতেন তিনি. প্রাণী চিরচরিত স্বভাব থেকে তিনি মুক্ত হতে পারলেন না. তিনি অফুরন্ত নিয়ামতর মধ্যে থেকেও সঙ্গীসাথীর অভাব বোধ করলেন. তাই তিনি নিরানন্দ জীবন যাপন করে যেতে লাগলেন. আল্লাহ এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্রাইল আলাইহি ওয়াসালামকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলেন. 

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম   হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম জান্নাতে আপনার কিরকম লাগছে? উত্তরে সালাম বললেন, ভাই সবই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তি কর পরিবেশ পরিচর্যা প্রশংসা যোগ্য. তবুও প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না. আপনি আল্লাহতালার নিকট থেকে জেনে নিবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি? 



জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম  বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আমাকে আপনার এই অভাব পূরণ করে দেবার পদ্ধতি বলে দিয়েছেন. আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি. এই বলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম   সেদিনের মতো চলে গেলেন. পরের দিন ফজরের পূর্বে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতালার নির্দেশক্রমে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের   ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রপ্রচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানি হাড় বের করে দিলেন. 

অতঃপর উহার উপর  মাংস ও চামড়ার আবরণ দিয়ে সাজিয়ে দিলেন. অমনি এক অপরুপা নারী আকৃতিতে পরিণত হলো. অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে দিলেন. অমনি তার রুকু শরীরে প্রবিষ্ট হলো তৃতীয়বার তিনি যখন আর একটি ফুঁ দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন. মুসলিম শরীফের বর্ণনার সময় দেখা যায় যে, নারী পুরুষের পাঁজরের হাড় হতে সৃষ্টি হয়েছে. হাদিস শরীফে আছে. নারীদের সাথে কোমল ও নম্র ব্যবহার করো. কেননা নারী পাঁজরের হাড় হতে সৃষ্টি হয়েছে. 

 হজরত আদম আলাইহি ওয়াসাল্লামেের   বাম পাজরের হাড় হতে হয়েছে.  এখানে স্ত্রী জাতিকে পাঁজরের হাড়ের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে নারী জাতির সৃষ্ট কর্ম প্রথমে পাজরের হার হতে শুরু করা হয়েছে. তাদের অবস্থা পাঁজরের হাড়ের বাঁকা তাদের এই বক্রতাকে সোজা করতে চাইলে তা ভেঙে যাবে. অতএব পাজরের হাড়ের বক্ষতা সত্ত্বেও তা হতে কাজ নেওয়া হয়ে থাকে. এবং এর বক্রতাকে সোজা করার চেষ্টা করা হয় না. 

তদ্রুপ নারীর সাথে কোমল ও নম্র ব্যবহার করা উচিত. অন্যথায় কঠোর ব্যবহারে পারস্পরিক সম্পর্কের মধুরতার পরিবর্তে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে. 

এক সময় হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম  হযরত আদম আলাইহিওয়াসাল্লামকে   ঘুম থেকে জাগ্রত করলেন অতঃপর হযরত আদম আলীইহি সালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপা সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন বললেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী। 

তখন বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম মা  হাওয়া আলাইহি ওয়াসাল্লাম কে স্পর্শ করতে চাইলেন, তখন আল্লাহ তায়ালা আদম আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন : হে আদম এটি এখনো তোমার জন্য বৈধ নয়, বৈধ করার জন্য তোমাদের দুজনের বিবাহ আবশ্যক। আল্লাহ তায়ালা হুকুমে  বিশাল অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়. তারা জান্নাতে বসবাস করতে থাকেন. এর পর আরও অনেক কাহিনী আছে যা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, ইনশাআল্লাহ এর পরবর্তী কাহিনীগুলো নিয়ে আলোচনা করা হবে অন্য কোন সময়। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন  আল্লাহ হাফেজ। 


মানুষ আরো যা যা জিজ্ঞেস করা বা জানতে চাই ::

পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো ?, পৃথিবী, future, পৃথিবী ধ্বংস, দেখুন পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির ইতিহাস, পৃথিবীর শেষ প্রান্ত, পৃথিবী সৃষ্টির রহস্য যে কারণে মানুষ সৃষ্টিতে কান্না করেছিল মাটি, মানুষ সৃষ্টির রহস্য, পৃথিবীর সৃষ্টি, মানুষ সৃষ্টির ইতিহাস, মহাবিশ্ব সৃষ্টির রহস্য, মানুষ কিভাবে সৃষ্টি হয়, islam histroy, adam, allah, ইসলামিক গল্প, ইসলামিক গল্প কাহিনী, ইসলামিক গল্প ও কাহিনী, ইসলামের ইতিহাস ,আদম হাওয়া, আদম হাওয়ার গল্প, আদম হাওয়া মানুষ, আদম হাওয়ার ইতিহাস, আদম হাওয়া সৃষ্টি, আদম হাওয়া সৃষ্টির গল্প, হযরত আদম হাওয়া, প্রথম মানুষ আদম হাওয়া, ইসলামিক গল্প, ইসলামিক ইতিহাস, ইসলামিক রহস্য, Islamic Life, Islamic Story, Islamic Golpo, Islamic Rohosso, islamic golpo BD, প্রথম নবী, শেষ নবী, আদম নবীর কাহিনী, আদম নবীর বয়স, আদম নবীর ঘটনা, আদম ও হাওয়া, পিতা আদম, মা হাওয়া, মাতা হাওয়া,Islamic Bangla History, Bangla Islami, Adam, Hawa, Adam History, Hawa History,

Post a Comment

2 Comments