আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচলা করবো গরুর কয়েকটি চমকপ্রদ তথ্য, গরু একটি গৃহপালিত প্রাণী এর একটি মাতা, দুটি শিং, দুটি চোখ, চারটি পা ও একটি লেজ আছে. গরু আমাদের দুধ দেয়. ছোটবেলায় প্রায় সবারই গরুর রচনা লেখার অভিজ্ঞতা রয়েছে. গৃহপালিত প্রাণীর কথা বলা হলে সবার আগে মনে আসবে বড় বড় চোখের এই শান্তশিষ্ট প্রাণীটির নাম.চলুন জেনে নেওয়া যাক মানুষের অতি পরিচিত গরু সম্পর্কে কিছু অজানা তথ্য.
এক বর্তমানে গৃহপালিত গরু আসলে অরূপস নামে বন্য গুরুদের বংশধর. প্রায় দশ হাজার পাঁচশো বছর আগে দক্ষিণ পূর্ব তুরুষকে এদেরকে প্রথম পৌষ মানানো হয়. আর তাদের আশিটি প্রজাতি থেকে পুরো সে এখন প্রায় এক দশমিক তিন বিলিয়ন গরু ছড়িয়ে ছিটিয়ে আছে এই মহাপৃথিবীর মাঝে।
দুই দুহাজার নয় সালে বিজ্ঞানীরা যখন প্রথম গরুর জিনমের ম্যাপিং করলেন তখন তারা দেখলেন গরুর দেহে বাইশ হাজার জিন রয়েছে. এর মাঝে আশি পার্সেন্ট জিনের সাথেই মানুষের দেহে থাকা জিনের মিল রয়েছে.
তিন ইংরেজি ক্যাটার শব্দটি মূলত ফরাসি শব্দ চ্যাটার্জি থেকে এসেছে. এটি থেকে আবার ইংরেজি চ্যাটার্স এসেছে যার অর্ধ অস্থাপর সম্পত্তি. এখনো বিশ্বের অনেক দেশে প্রচুর গবাদি পশু থাকাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়.
চার অন্য অনেক প্রাণীর লিঙ্গ বেদের নাম এক যেমন কুকুর, বা বিড়াল, কিন্তু গরুর ক্ষেত্রে এ ব্যাপারটা ভিন্ন. পুরুষ গরু হচ্ছে সার, স্ত্রী গরুর জন্য ব্যবহৃত হয় খাও. আবার একসাথে অনেক গরু বা সারের পালকে বলা হয় বা গবাদি পশু
পাঁচ গরু দিনের দশ থেকে বারো ঘন্টা এই সুয়ে কাটিয়ে দেয়.আপনারা হয়তো কুরবানীর সময় বাড়িতে গরু আনলে জিনিস লক্ষ্য করেছেন. গরু প্রায় সময় মাটিতে শুয়ে থাকেন।
ছয় গরু দৈনিক চার ঘণ্টা ঘুমায়.এই ব্যাপারটা হয়তোবা আপনাদের চোখের আড়াল হয় নি, অনেক সময় দেখা যায় গরু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে , আসলে তখন গরুরা ঘুমাই, এবারের কোরবানির কথা আমাদের যে গরুটা নিয়েছিলাম ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকতো, আমি মনে করতাম মালিকের কথা মনে পড়ছে তাই চিন্তা করতেছেন, আসলে তারা ঘুমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরিশেষে একটা কথা বলি আমি ঠিক জানিনা গরু রা কি দাঁড়িয়ে দাড়িয়ে ঘুমায় কি-না
সাত একটি দুধের গাভী প্রতিদিন একশো পাউন্ডের খাবার খাই. আর যখন একটি গরু খাবার খায় সেটি পেটে হজম হওয়ার পর গরুটি দৈনিক দুশো পঞ্চাশ থেকে পাঁচশো লিটার পর্যন্ত মেথেন গ্যাস উৎপন্ন করে.
আট গবেষকরা য়ছেন একটি গরুকে যদি বিশেষ নামে ডাকা হয় ও তার সাথে আলাদা ভাবে আচরণ করা হয়, তবে গরুটি পাঁচশো পেন্স পরিমাণ দুধ বেশি প্রদান করে. Pain হলো তরল পদার্থ পরিমাপের একটি বিশেষ পদ্ধতি
৯ : একদল জার্মান গবেষক দেখিয়েছেন সূর্যের অবস্থান পূর্ব পশ্চিম যেদিকেই হোক কিংবা বাতাস যেকোনো দিক থেকেই প্রবাহিত হোক না কেন একটি গরু সবসময় পৃথিবীর ভৌগোলিক কিংবা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকে. কেন এরকম হয় সেটা এখনো এক বিরাট রহস্য
১০ : গরু প্রায় তিনশো ডিগ্রি কোণে যেকোনো কিছু দেখতে পায়. তবে সামনে ডানদিকে ও পেছনের দিকে, একদমই দেখতে পায় না. গরু মতো হাতিও পেছনের দিকে দেখতে পায়না
১১, গরুদের নিজেদের মাঝে যথেষ্ট বন্ধুত্ব বিদ্ধমান. গবেষণায় জানা যায় একই পালের গরুদের পৃথক করে ফেলা হলে তারা বেশ অস্থির হয়ে যায়. তাদের হৃদস্পন্দনের হার কমে যায়.এখান থেকে বলা যায় যে গরুদের আমাদের মতই অনুভব করার ক্ষমতা আছে।
১২ : গরুরা লাল রং দেখতে অক্ষম. ষাঁড়ের খেলাতে এ দেশ লাল রঙের কাপড় নাড়ানো হয় শুধু এদেরকে উত্তেজিত করে তোলার জন্য. লডাইয়ের উৎসব পূর্ণ পরিবেশ কে আরো উৎসব পূর্ণ করার জন্য।
১৩ : মানুষের যেমন অঞ্চল ভেদে বাচন ভঙ্গিতে ভিন্নতা আছে, ঠিক একই ভাবেই গরুদের মাঝেও আছে. একদল এসব পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের গরুদের হাম্বা দাকের মাঝে ভিন্নতা রয়েছে. এক এক অঞ্চলের গরু এক একভাবে ডাকে. বিজ্ঞানীরা এই ব্যাপারটির সাথে একমত পোষণ করেছেন.
১৪ : গরুদের ঘ্রান শক্তি অনেক ভালো তারা ছয় মাইল দূর থেকেও যে কোন কিছুর গন্ধ অনুভব করতে পারে.এই ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণশক্তির থেকে অনেক গুণ বেশি আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ঘ্রান শক্তি কার বেশি, তাহলে জেনে নিন কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি।
১৫ : দুহাজার-নয়ে অনুষ্ঠিত রয়েল এগ্রিকালচারাল উইন্ডার ফ্যারে এযাবৎকাল সবচেয়ে দামি গরুটি কেনা হয়. এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই গরুটির নাম মেসি.
প্রিয় দর্শক. আশা করি আপনাদের কাছে পোস্টটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ।
0 Comments