কে সেরা লিটন দাস নাকি ফখর জামান? ----Al Hadi

 

কে সেরা লিটন দাস নাকি ফখর জামান, সেরা ব্যাটসম্যান কে লিটন দাস নাকি ফখর জামান, smdihan, sm dihan, sm nahid,al hadi,alhadi,

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন।বন্ধুরা ক্রিকেট আমরা কমবেশি সবাই পছন্দ করেন, এই ক্রিকেটে ছিল একসময় বোলারদের রাজত্ব  কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে আসার পর থেকে ক্রিকেটের ধরনি পাল্টে গেছে এখন ক্রিকেট মানে আমরা বুঝি টি-টোয়েন্টি ক্রিকেট মানে আমরা বুঝি  ব্যাটসম্যানদের বাউন্ডারি ওভার বাউন্ডারির কথা। আজ বাংলাদেশ-পাকিস্তানের দুজন ব্যাটসম্যান এর মধ্যে কে সেরা তা নিয়ে আলোচনা করব। 

 লিটন দাস নাকি ফকর জওয়ান কে সেরা?

কেরিয়ারের শুরুতে লোয়ার অর্ডারে ব্যাট করলেও বর্তমানে প্রায় নিয়ম opening batsman হিসেবে খেলছেন লিটন দাস. Opening এ তার record ও আগের তুলনায় অনেক ভালো. অপরদিকে ফোকর জামান পাকিস্তানের আক্রমণাত্মক opening batsman. কেরিয়ার  জুড়ে বেশ কিছু আক্রমণ ইনিংস খেলেছেন তিনি. তবে এই দুজনের মধ্যে তুলনা করলে কে হবে সেরা? চলুন তাদের কেরিয়ারের পরিসংখ্যান থেকে দেখে নিই আসলে কে সেরা? 

চলুন শুরু করা যাক শুরুতে লিটন এবং ফখরুজ্জামান  ব্যক্তিগত কিছু তথ্য জেনে নেই. লিটন দাস, দেশ, বাংলাদেশ. জন্ম, তেরোই অক্টোবর উনিশত চুরানব্বই, দিনাজপুর. উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি. ব্যাটিং এর স্টাইল ডানহাতি ব্যাটসম্যান. ফখরুজ্জামান   দেশ পাকিস্তান জন্ম দশই এপ্রিল উনিশশত নব্বই মার্দান উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি. ব্যাটিং এর স্টাইল বাঁহাতি ব্যাটসম্যান. 

আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান. শুরুতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যান লিটন দাসের T twenty অভিষেক হয় পাঁচই জুলাই দুই হাজার পনেরো দক্ষিণ আফ্রিকার  এর বিপক্ষে. এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ঊনত্রিশটি. রান করেছেন ছয়শত ছত্রিশ. এভারেস বাইশ দশমিক সাত এক. স্ট্রাইক রেড একশত পঁয়ত্রিশ দশমিক শূন্য তিন কেরিয়ারে হাফসেঞ্চুরি চারটি. সেঞ্চুরি নেই. এ পর্যন্ত চার মেরেছেন ষাটটি. ছক্কা পঁচিশটি. ব্যক্তিগত ইনিংস একষট্টি. 

ফকর জামানের টি-টোয়েন্টি অভিষেক হয় তিরিশে মার্চ দুই হাজার সতেরো. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পর্যন্ত ম্যাচ খেলেছেন চৌত্রিশটি. রান করেছেন সাতশত ছাপান্ন. এভারেস বাইশ দশমিক নয় এক.  স্ট্রাইকরেট  একশত ছত্রিশ দশমিক সাত এক. ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি চারটি. সেঞ্চুরি নেই. সর্বমোট চার মেরেছেন ছিয়াশিটি ছক্কা বাইশটি সর্বোচ্চ ব্যাক্তিগত innings একানব্বই 

এবারে ODI এর পরিসংখ্যান :

লিটন দাসের য়ানডে অভিষেক হয় আঠারোই জুন দুই হাজার পনেরো ইন্ডিয়ার বিপক্ষে. এ পর্যন্ত ম্যাচ খেলেছেন ছত্রিশটি. রান করেছেন এক হাজার ঊনআশি. এভারেস একত্রিশ দশমিক সাত স্টাইগ্রেড পঁচানব্বই দশমিক দুই তিন কেরিয়ারে হাফ সেঞ্চুরি তিনটি. সেঞ্চুরি তিনটি. সর্বমোট চারের মার্ একশো তেরোটি. ছক্কা বাইশটি. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশত ছিয়াত্তর. 

ফকর জাওয়ানের ওয়ান ডে অভিষেক হয় সাতই জুন দুই হাজার সতেরো  বিপক্ষে. এপর্যন্ত ম্যাচ খেলেছেন ছেচল্লিশটি. রান করেছেন উনিশশত আটান্ন. এভারেস ছয়চল্লিশ দশমিক ছয় দুই. ইস্টাইগ্রেট. পঁচানব্বই দুই তিন. ক্যারিয়ারে half century তেরোটি. Century, চারটি. সর্বমোট চারের মার্ দুইশত সাতাশটি. ছক্কা বত্রিশটি, সর্বোচ্চ ব্যক্তিগত দুই শত দশ.


 টেস্ট ব্যাটিং পরিসংখ্যান :

লিটন দাসের টেস্ট অভিষেক হয় দশই জুন দুই হাজার পনেরো. ইন্ডিয়ার বিপক্ষে. এ পর্যন্ত ম্যাচ খেলেছেন বিশটি. রান করেছেন আটশত ঊনষাট. এভারেস্ট পঁচিশ দশমিক দুই ছয়. স্ট্রাইক রেড সাতান্ন দশমিক সাত সাত. ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি পাঁচটি. সেঞ্চুরি নেই. সর্বমোট চারের মারেন একশত ঊনিশটি ছক্কা চারটি সর্বোচ্চ ব্যাক্তিগত innings চুরানব্বই 

ফকর জামানের টেস্ট অভিষেক হয় ষোলোই অক্টোবর দুই হাজার আঠারো অস্ট্রেলিয়ার বিপক্ষে. এ পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র তিনটি. রান করেছেন একশত বিরানব্বই. এভারেস বত্রিশ দশমিক শূন্য. স্ট্রাইক রেট  তিপ্পান্ন দশমিক চার আট. ক্যারিয়ারে half century দুইটি. Century নেই. সর্বমোট চার মারেন বিশটি, ছক্কা একটি. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস চুরানব্বই. বন্ধুরা লিটন দাস তার ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ম্যাচ, লোয়ার অর্ডারে খেয়েছেন. ইদানিং তাকে টপ অর্ডারে ব্যাটিং এ পাঠানো হচ্ছে. সেই হিসাবে ট্রপ অর্ডারে বর্তমান performance অনুযায়ী হকার জামাই এর তুলনায় লিটন সেরা. বন্ধুরা আপনার মতে লিটন এবং হকর জামানের কেরিয়ার পরিসংখ্যান থেকে কে সেরা তা অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে শেয়ার করুন। 

আজকে এই পর্যন্ত , আস সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ। 


Post a Comment

0 Comments