আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, দর্শক সাপ অনেক ভয়ানক একটি প্রাণী. প্রতিবছর এই সাপের কামড়ে পৃথিবীতে তিনশোর বেশি মানুষ মারা যায়. পৃথিবীতে যত সাপ রয়েছে তার মধ্যে বেশিরভাগ প্রজাতির সাপের কোন বিষ নেই. কিন্তু এখন প্রশ্ন এই সাপে তো আমাদের কামড় দিলে আমরা মারা যায়. কিন্তু এ সাপের কামড়ে ঠিক কিভাবে মানুষ মারা যায়, আপনি কি জানেন বা আপনি কি জানেন? যদি কেউ সাপের বিষ খেয়ে ফেলে তাহলে তার কি হতে পারে? আপনাকে বলে রাখি, এ পর্যন্ত অনেকেই সাপের বিষ খেয়ে ছিল, যা কিনা আমরা ইন্টারনেটের সার্চ করলেই দেখতে পাই. কিন্তু তারপরে তাদের কি হয়েছিল? আর তারপর তারা যদি বেঁচে থাকে, তাহলে কিভাবে বেঁচে ছিল? প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন. তো চলুন শুরু করা যাক .
যে সাপগুলো বিষাক্ত তাদের একফোঁটা বিষ আমাদের মেরে ফেলার জন্য যথেষ্ট. অনেক সাপের ক্ষেত্রে এক ফোটা বিষে একাধিক মানুষের মৃত্যু হতে পারে. সাপের বিষে আমাদের মূলত মৃত্যু হয়. যখন এ বিষ আমাদের রক্তে মিশে যায়. সাপের বিষ আমাদের রক্তে মিশে গেলে, রক্ত কণিকা ভাঙতে শুরু করে. এবং জমাট ভাঙতে শুরু করে. রক্তজমাট ভাঙতে থাকলে, হাত কাজ করা বন্ধ করে দেয়, আর এভাবে মানুষের মৃত্যু হয়.
এখন প্রশ্ন এই বিষ যদি আমরা খেয়ে ফেলি তাহলে কি হবে? আমরা যদি সাপের বিষ খাই আর সেই বিষ যদি আমাদের রক্তে না মেশে তাহলে কি হবে না. তবে আমরা সাপের বিষ খাবার পরে এ বিষ আমাদের পাকস্থলীতে যাওয়ার সময় ও সঞ্চার সিদ্ধ দিয়ে আমাদের রক্তে মিশে যাবে. আর তখনই আমাদের মৃত্যু হবে. আমরা অনেক মুভিতে এটা দেখি যে সাপ কামড় দিলে মানুষ মুখ দিয়ে চুষে রক্তের সাথে বিষ বের করে ফেলে.
এক্ষেত্রে খুব সাবধানতার সাথে বিষ চুষে বের করতে হয়. কারণ একবার বিষ খাদ্য নালীতে পৌঁছে গেলে, মৃত্যু নিশ্চিন্ন. কিভাবে মুখ দিয়ে চুষে রক্তের বিষ বের করতে হয় আর কিভাবে সেটা আবার মুখ থেকে ঠেলে দিতে হয় এ ব্যাপারে সবারই ট্রেনিং নিতে হয় নাহলে বি স্টোর জানা প্রয়োজন. আমরা অনেক ভিডিওতে বা ইন্টারনেটে দেখি যারা কিনা বিষ পান করে কিন্তু তাদের কিছুই হয় না. এক্ষেত্রে কেউ যদি অনেকদিন যাবৎ একটু একটু করে সাপের বিষে নিয়ে শরীরের সঞ্চয় ক্ষমতা বাড়িয়ে নেই তাহলে তাদের সাপের বিষে কিছুই হবে না.
যেমন এক ব্যাক্তি তিরিশ বছর ধরে তার শরীরে বিভিন্ন রকম সাপের বিষ ইঞ্জেক্ট করে আর এই কারণে তাকে দেখতে এখনো যুবক মনে হয়. এই লোকটির শরীর এখন এমন হয়েছে যে, এর শরীরে অনেক সাপের বিষ ইঞ্জেক্ট করলেও তার কিছুই হই না. একবার সে পরিমাণে বেশি বিশটা শরীরে ইনজেক্ট করার কারণেই তাঁর হাত প্যারালাইসিস হয়ে গিয়েছিল. কিন্তু সে তারপরও এই experiment চালিয়ে যায়.
অনেকের জানার ইচ্ছা থাকতেই পারে যে কিভাবে তৈরি করা যায়. তাহলে শুনুন আমাদের পৃথিবীতে দুটি প্রানী আছে. একটি হলো ঘোড়া আর আরেকটি হলো হানিভের. এই দুই প্রানী সদিদে এমন হরমোন রয়েছে যা কিনা সাপের বিষের ক্ষমতাকে ধ্বংস করতে দেয়. আর এই দুই প্রাণীকে সাপের কামড়ে কিছুই হয় না. আর সাপের কামড় দিলে যে anti value তৈরী করা হয় তা ঘোড়ার রক্ত ও অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয়.
তো আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা বুঝতে পারলেন যে সাপের বিষ মুখে নিলে কিছুই হবে না. কিন্তু রক্তে মিশে গেলেই সমস্যা. আর কেউ চাইলে দীর্ঘদিন সাপের বিশ শরীরে inject সিস্টেম বাড়িয়ে নিতে পারে. সেক্ষেত্রে পর্যান্ত বেশি কিছুই হবে না.
তো বন্ধুরা আজ এই পর্যন্তই.সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আল্লাহ হাফেজ।
0 Comments