আসসালামু আলাইকুম বন্ধুরা , আমরা সবাই চাই নাম এবং সম্মান অর্জন করতে. তাই world record এ নাম লেখাতে চাইবেন না এমন লোক খুব কমই আছে. আর আমরা সবসময় অবাক করা বিষয় জানতেও পরতে ভালোবাসি আজ আমি আপনাদের কাছে ঠিক এমনই কিছু অবাক করা গিনিস world record নিয়ে উপস্থিত হয়েছি আর তা হচ্ছে অবাক করা বিশ্বের কয়েকটি গ্রিনিস world record তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক,
JD আন্ডারসন, JD আন্ডারসন নামক এই ব্যক্তিটি দুহাজার সতেরো সালের মার্চ মাসে সব থেকে বেশি ice block নিজের মাথা দিয়ে ভেঙ্গে ফেলেন. এর মাধ্যমে তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন. তিনি চোদ্দটি বারোটি ব্লক successful ভাবে ভাঙতে সক্ষম হন. এবং অবশেষে দুটি ব্লক বাকি থেকে গিয়েছিল যাই হোক তারপরেও কিন্তু মাথা দিয়ে বারোটি ice block ভেঙে ফেলা কম কিছু নয়. এবং এর কারণে তিনি Grে book world record এ নিজের নাম দস্তখাত করেন.
রং রিয়াং দিন. Chinese daretable wrong landmine তার মাথা থেকে পা পর্যন্ত ছয় লাখ সাইতিরিশ হাজার মৌমাছি দিয়ে cover করে প্রথমবারের মতো এই রেকর্ডটি করে. পুরো রেকর্ড টি করা কালীন রং ল্যাংমিন কোন ধরনের আঘাত প্রাপ্ত হননি. এবং এর জন্য তিনি খুবই সাধারণ প্রটেকশন গ্রহণ করেছিলেন. এটি ছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সব থেকে বড় ইস্যুট.
তো বন্ধুরা. আপনার কি মনে হয়? কারা এমনটি করবে? শুধুমাত্র তারাই করবে যারা তাদের নিজের থেকে মৌমাছিকে বেশি ভালোবাসে. বন্ধুরা, আপনি তো এটা জানেনই যে world recor নিজের নাম লেখানোর জন্য লোকজন তো তার পাগলামি সব শেষ পর্যায়ে চলে যায়. তো এমনই কিছু পাগলামির আরো কিছু রেকর্ড আছে
গ্রিন সিগার নামের এই ব্যক্তিটি তার অদ্ভুত এবং চমকে দেওয়া কর্ম জন্য বিখ্যাত. তিনি তার জীবনে অনেকগুলো ডেঞ্জারাস স্টার্ট করেছেন. যে কারণে মানুষজন তাকে পাগল বলে আখ্যায়িত করে. ড্রেন সিগল্যাল নামের ওই ব্যক্তিটি তার নিজের উপর পানির মধ্য দিয়ে তীর চালনা করে. এবং সেই তীরকে নিজের হাতে ধরে দেখান. এবং এর মাধ্যমে তিনি বিশ্ব রেকর্ড করেন.
এই তীর গুলো একটি স্পেয়ার গানের মাধ্যমে তার দিকে ছুঁড়ে দেওয়া হয়. এবং তিনি সেগুলো হাত দিয়ে ধরে এবং এর মাধ্যমে তিনি word record এ নিজের নাম লেখা
তালিকাতে এর পরে রয়েছে ice-man, winh, নেদারল্যান্ডে বসবাসরত womp সবাই তাকে ice man হিসেবেই চেনেন. কারণ তিনি তার শরীরের temperature অত্যন্ত ঠান্ডা পরিস্থিতিতে adjust করে নিতে পারেন. এবং তিনি তার শরীরের এই বিশেষ গুণের মাধ্যমে বেশ কয়েকবার গিনিস world record এ নাম লিখিয়েছেন. তার মধ্যে অন্যতম একটি স্টান্ড ছিল দুই হাজার নয় সালে যখন তিনি একটি সম্পূর্ণ বরফ ভর্তি কাঁচের বাক্সের মধ্যে এক ঘন্টা তিপ্পান্ন মিনিট বত্রিশ সেকেন্ড থেকে দীর্ঘ সময় বরফে থাকা record টি নিজের নামে করে নেন.
তো বন্ধুরা আপনি আমাকে জানান যে আপনি কতখন বরফ হাত দিয়ে ধরে থাকতে পারবেন. আর আপনি কি এমন world record এ যুক্ত হতে চান কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট box এ জানাতে ভুলবেন না.
তালিকাতে এর পরে রয়েছে জেনি ফিয়ার হায়েস্ট স্কিট জাম. জেনেফিয়ার নামক একজন প্রফেশনাল স্কেয়ার এই ভয়ঙ্কর স্ট্যান্ড করার জন্য তার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন. এবং তিনি ধরেই নিয়েছিলেন এই স্ট্যান্ডের ফলাফলে মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি. কিন্তু তা জেনেও তিনি স্টার্ট করার ঝুঁকি নেন. তিনি একটি ক্লিপ জাম করেন. প্রায় দুশো পঞ্চাশ ফুট উপর থেকে. এবং তিনি প্যারাশুট না নিয়ে লাফ দেন. লাফ দিয়ে নিচে পড়ার আগে তিনি গেস ওয়ার্ল্ড রেকর্ডে পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন.
খুব বড় ধরনের কিছু আঘাত প্রাপ্ত হওয়ার পরেও তিনি ওয়ার্ল্ড রেকর্ডস করতে পেরে বেশ খুশি হয়েছেন. এবং তিনি চান না যে তার এই রেকর্ড অন্য কেউ ভেঙে ফেলো. তো বন্ধুরা আপনার এ বিষয়ে কি মতামত? যে মৃত্যুকে হাতে নিয়ে world record করা আসলেই কি কোনো বুদ্ধিমানের কাজ? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট box এ জানাতে ভুলবেন না.আর পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আবারো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর উপরের আলোচনার মধ্যে কোন বানান ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ।
0 Comments