একজন গরীব দর্জির জানাজার বিস্ময়কর কাহিনী। ----Al Hadi

 

একজন গরীব দর্জির জানাযার বিস্ময়কর কাহিনী, বিস্ময়কর জানাজা, যেই গরিব দর্জির  জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, Alhadi hb,al hadi hb,smdihan,smnahid,nahid501,NaHid, হাদিসের কাহিনী কোরআনের কাহিনী, হাদিসের সত্য ঘটনা, কুরআনের সত্য ঘটনা, ইসলামিক শিক্ষনীয় গল্প, ইসলামিক শিক্ষনীয় কাহিনী, ইসলামিক শিক্ষনীয় জীবনী,যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, সত্য ঘটনা,

আসসালামু আলাইকুম,    বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন. আজ আমি আপনাদের জানাবো এক গরীব দর্জির বিস্ময়কর   জানাজার কাহিনী।  ভারতে অবস্থিত কলকাতার লখনৌ বাজারে এক গরিব দর্জির দোকান ছিল. সেই দর্জি কারো মৃত্যু সংবাদ শুনলেই নিজের দোকান বন্ধ করে তার জানাজায় শরিক হতেন. তো একদিন সেই দর্জিকে বলা হল এরকম ঘনঘন দোকান বন্ধ করলে আপনার ব্যবসায় ক্ষতি হবে এ কথার উত্তরে সেই দর্জি বলে ছিলেন আলিমদের মুখে শুনেছি যে মানুষ মুসলমানদের জানা যায় বেশি বেশি অংশ নেবে তা নিজেই জানা যায় অনেক বেশি লোকের সমাগম হবে গরিব মানুষ. সেই জন্য হয়তো বা বেশি লোক আমাকে চেনেই না. 

তো আমার জানাজায় আর কজন লোক আসবে বলেন তাই মুসলমানের হক ভেবে এবং এই কাজের দ্বারা  আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য আমি জানাজায় যোগ দিয়ে থাকি. এবং ইনশাল্লাহ আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, ঠিক ততদিন আল্লাহ চাহে তো এইভাবে সবার জানাজায় আমি শরিক হব ইনশাল্লাহ. কিছুদিন পরের ঘটনা. আল্লাহর কি সার দেখুন উনিশশো দুই সালে লখনের বিখ্যাত আলেম আব্দুল হাল সাহেবের ইন্তেকাল হল. রেডিওতে তার মৃত্যুর সংবাদ সম্প্রচার করা হলো. খবর কাগজে াঁপা হলো জানাজার ইস্থান ও সময়. 

জানাজায় হাজির হলো কয়েক লক্ষ মুসলমান. দেরিতে পৌঁছানোর জন্য অনেকে শরিকও হতে পারল না. জানাজায় ময়দানে মাওলানা আব্দুল হাই শেষ হওয়ার সাথে সাথে অন্য আরেকটি মায়ের আনা হলো এবং ঘোষণা করা হলো আপনারা সবাই মেহেরবানী করে আরো একজন ভালো মুসলমানের জানাজা পড়ে যান. আর এই দ্বিতীয় জানাজাটি ছিল সেই দর্জির. মাওলানার জানা যায় অংশ নেওয়া সমস্ত লোক যাদের মধ্যে অনেকেই আল্লাহ ওয়ালা ও আলেম ছিলেন.

 সকলে সেই দর্জি জানাজা পড়লেন. এমনকি সামান্য দেরী জন্য মাওলানা জানাজায় শরিক হতে না পারা লোকেরাও এই দর্জির জানাজায় শরিক হলো. ফলে ওই বিখ্যাত আলেমের চেয়ে, এই অখ্যাত দর্জির জানা যায় বেশি লোকের সমাগম ঘটলো. সর্বোচ্চ মহান আল্লাহ পূর্ণ করলেন দর্জির মনোষ কামনা সত্যি এ ইকলাস বা বিশুদ্ধ আন্তরিকতার সঙ্গে কোনো কাজ করলে তা ব্যর্থ হয় না. 

একজন গরীব দর্জির জানাযার বিস্ময়কর কাহিনী, বিস্ময়কর জানাজা, যেই গরিব দর্জির  জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, Alhadi hb,al hadi hb,smdihan,smnahid,nahid501,NaHid, হাদিসের কাহিনী কোরআনের কাহিনী, হাদিসের সত্য ঘটনা, কুরআনের সত্য ঘটনা, ইসলামিক শিক্ষনীয় গল্প, ইসলামিক শিক্ষনীয় কাহিনী, ইসলামিক শিক্ষনীয় জীবনী,যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, সত্য ঘটনা,


আল্লাহ এই গরীব দরজির যেহেতু এত বড় আশা পূরণ করেছেন. নিশ্চয়ই জান্নাত ও দেবেন. আম আর এই জানা যায় যে ব্যক্তি কোন মুসলমানের জানাজায় শরীক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দু রাকাত নেকি পায়. আর প্রত্যেকটি রাত অহুত পাহাড় সমান্যে কি. আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে এবং মাটি দেয় না সে একই রাত নেকি পাবে. সহি বুখারী  ও সহি মুসলিম.  

হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন  যখন কোনো মুসলমানের ইন্তেকাল হয় এবং একশো জনের কাছাকাছি সংখ্যক মুসলমান তার জানাজায় নামাজ পড়ে ও তার জন্য সুপারিশ করে তো এই সুপারিশ কবুল করা হয়. 

সম্মানিত দর্শক এই বিস্ময়কর অলৌকিক বাস্তব কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন. আর ভালো লাগলে share করবেন,   আজকে এই পর্যন্তই সবাই ভলো থাকবেন সুস্থ থাকবেন. আসসালামু  আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আল্লাহ হাফেজ।          

Post a Comment

1 Comments