মহান আল্লাহ তায়ালা যে 5 ধরনের ব্যক্তিদের কে অভিশাপ দিয়েছেন। ---Al Hadi

 

যে 5 ধরনের ব্যক্তিদের আল্লাহর অভিশাপ দিয়েছেন, আল্লাহ অভিশাপ দেওয়া ব্যক্তি কারা , আল্লাহর কোন কোন ব্যক্তিদের অভিশাপ দিয়েছেন, আল্লাহর অভিশাপ, হাদিসের বাণী, হাদিসের সত্য ঘটনা, কুরআনের সত্য ঘটনা, কোরআনের আয়াতের সত্য ঘটনা, ইসলামিক কাহিনী,  ইসলামিক গল্প, ইসলামিক জীবনী, ইসলামিক সত্য ঘটনা , Alhadi hb,al hadi hb,sm nahid,smdihan, smnahid,hdbb,


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহি রহমানী রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন. বন্ধুরা ভালো মন্দ দুটি আল্লাহতালা সৃষ্টি করেছেন. তবে আল্লাহতালা ভালো কাজ করতে তার বান্দাদের আদেশ দিয়েছেন মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন. কিছু মন্দ কাজ খুবই নিকৃষ্ট মানের. এসব কাজ যারা করে আল্লাহ তাদের প্রতি নালদ করেছেন. তাদের ধ্বংস কামনা করেছেন. তাদেরকে অভিশাপ দিয়েছেন. পবিত্র কোরানের স্থানে আল্লাহতালা যেসব অভিশপ্ত মানুষেরই বিবরণ দিয়েছেন. তাদের মধ্য থেকে পাঁচ ধরনের লোকদের নিয়ে আলোচনা করব আজ .


 প্রথমত হলো : যে পিতা মাতাকে অসম্মান অবজ্ঞা করে . মহান আল্লাহ তালা বলেন তুমি আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও. মনে রেখো তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে. সুরা লোকমান আয়াত চোদ্দ. বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন  যে ব্যক্তি তার পিতামাতাকে অবিসম্পদ করে আল্লাহ তাকে অবিসম্পত করেন মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার আঠারো. 

দ্বিতীয়ত. পরিমাপ ও ওজনে কম দেওয়া. পরিমাপ ও ওজনে কম দেওয়া. কবিরা গুনাহ এবং তাদের প্রতি আল্লাহর অভিশাপ. মহান আল্লাহতালা ইরশাদ করেন. যারা মাফে কম দেয় তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়. আর যখন লোকদেরকে নেপে দেয় কিংবা করে দেয় তখন কম দেয়.  আল্লাহতালা আরো বলেন মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে. এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে. এটা উত্তম. এবং এর পরিনাম শুভ. আয়াত পঁয়ত্রিশ, 

 আল্লাহতালা ইরশাদ করেন. পাল্লায় ওজন করো মানুষকে তাদের বস্তু কম দিও না. সুরা সুয়ারা আয়াত একশত বিরাশি থেকে একশত তিরাশি. আল্লাহতালা আরো বলেন নেহেরু সঙ্গে ওজন ও মাপ পূর্ণ করো.  এবং আরোও বলেছিলেন, তোমরা মাপে ওজনে পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না, সুরা আরাফ আয়াত পঁচাশি. 

তৃতীয় নাম্বার. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা : মানুষকে আল্লাহতালা সামাজিক জীব হিসেবেই সৃষ্টি করেছেন. সমাজের ভারসাম্য রক্ষায় এই বন্ধন খুবই গুরুত্বপূর্ণ. আত্মীয়-স্বজনের প্রতি সুসম্পর্ক  রাখার তাগিদ. ইসলামে অপরিসীম. তাই এই সম্পর্ক ছিন্ন করা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ. মহান আল্লাহতালা বলেন আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পরও যারা তা ভাঙে যে সম্পর্ক আল্লাহ অক্ষুন্ন আদেশ দিয়েছেন. তা ছিন্ন করে. এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে অভিশাপ. এবং তাদের জন্য রয়েছে. মন্দ নিবাস. অর্থাৎ জাহান্নাম. 



 চতুর্থ নাম্বার, তালাক দেওয়ার উদ্দেশ্যে বিয়ে করা : থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  বলেছেন যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে সে ব্যক্তি অভিশপ্ত, এবং যে স্বামী,বং তালাক  দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের কাছে বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়. তারা উভয়ই অভিশপ্ত. আবু দাউদ  দু হাজার ছিয়াত্তর 


 পাঁচ নাম্বার, বিশ্বাসঘাতকতা :  বিশ্বাসঘাতকতা এক অমার্জনীয় অপরাধ আল্লাহর কাছেও মানুষের কাছেও তাই বিশ্বাস বঙ্গকারি অভিশপ্ত. আল্লাহ বলেন অঙ্গীকার ভাঙ্গার জন্য আমি তাদের অভিশাপ দিয়েছি, তাদের হৃদয় কঠোর করেছি. তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে. তাদের যা উপদেশ দেওয়া হয়েছিল. তাঁর একাংশ তাঁরা ভুলে গেছে. তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া সবাইকে তুমি সর্বদা বিশ্বাসঘাত করতে দেখবে এবং তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো আল্লাত তায়ালা সৎ লোকদের ভালোবাসেন । 

ছয় নাম্বার, মুনাফেকি ও  কুকরি করা :  দুমুখো কপোট মানুষ খুবই ইতর প্রকৃতির লোক তাই মুখে ইমান রেখে অন্তরে কুফুরী গোপন করা মুনাফিকদের আল্লাহ অভিশাপ দিয়েছেন. তিনি বলেন মুনাফিক নারী পুরুষ এবং কাফিরদের আল্লাহ জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন. সেখানে তারা স্থায়ী হবে. সেটাই তাদের জন্য যথেষ্ট. আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন. তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি. সুরা তাওবা আয়াত আটষট্টি. 

কুপর আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করার নাম হল কুফর. কাফেরদের জন্য রয়েছে আল্লাহতালার অভিশাপ. আল্লাহতালা বলেন যারা কুফুরি করে এবং কাফির রুপি মারা যায়. তাদের প্রতি আল্লাহ ও সব ফেরেস্তা এবং মানুষের অভিশাপ. বাকারা আয়াত একশত একষট্টি. 

মিথ্যাবাদীতা. মিথ্যা বলা খুবই জঘন্য কাজ. মিথ্যুকদের জন্য আল্লাহর অভিশাপ অনিবার্য. আল্লাহ তালা বলেন তোমার কাছে জ্ঞান আসার পর যে ব্যক্তি এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাকে বলো. এসো আমরা আহ্বান করি. আমাদের পুত্র এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের তারপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যুকদের আল্লাহর অভিশাপ. সুরা আল ইমরান আয়াত একষট্টি. 

পরিশেষে একটা কথাই বলবো, হে আল্লাহ আপনি আমাদের সবাই কে আপনার রাসুল  মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আপনার দেয়া আদেশ ও নির্দেশ মেনে চলার এবং নিষেদ করা বিষয় গুলো না করার তৌফিক দান করুন।        

তো বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, আবারো দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।   

Post a Comment

0 Comments