আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন. আজ আমি আপনাদের এমন তথ্য জানাবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন , বাড়ছে আমাদের পৃথিবীর গতি চব্বিশ ঘণ্টার আগেই শেষ হচ্ছে দিন. গত বছরের তুলনায়, পৃথিবী যত দ্রুত গতিতে ঘুরছে, ততই কমছে একদিনের সময়সীমা. অর্থাৎ, শেষ পাঁচ দশক ধরে পৃথিবীর গতি বাড়ার কারণেই গ্রহটির প্রতিটা দিনের মেয়াদ এখন চব্বিশ ঘন্টার থেকেও কম. এই চমকপ্রদ ঘটনাটির যথাযথ প্রমাণও পাওয়া গেছে.
বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর আবর্তন স্বাভাবিকের চেয়ে দ্রুতগতির কারণেই বর্তমানে একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক চব্বিশ ঘন্টার চেয়ে অতি সামান্য কম হচ্ছে দু হাজার বিশ সাল থেকে ছোটো হবে দুহাজার একুশ. দু হাজার বিশ সালে সব থেকে ছোট দিনের সংখ্যা ছিল আঠাশটি. ঊনিশশো ষাট সালের পর থেকে যা সব থেকে বেশি. এমনকি দুহাজার-একুশ সাল আরো ছোট হতে পারে বলে পূর্বাভাস মিলেছে. সময় ও তারিখ অনুযায়ী ডের প্রতি গড় হিসেবে পৃথিবী প্রতি ছিয়াশি হাজার চারশো second এ একবারে ঘোরে. যা চব্বিশ ঘণ্টা বা একটি অর্ধ সৌরদিনের সমান.
বিজ্ঞানীদের ধারণা দু হাজার একুশ সালের গড়দিনটি ছিয়াশি হাজার চারশো second এর চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিয়ন কম হবে. উনিশশো সাল থেকে দিনের দৈর্ঘ্যের অতি সুনির্দিষ্ট রেকর্ড রেখে চলা পারমাণবিক ঘড়িগুলো পুরো বছর ধরে প্রায় উনিশ মিলি সেকেন্ডের ব্যবধান তৈরি করবে. কিভাবে সময় কমছে. লাইফ science এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, record এ সবচেয়ে দ্রুততম আঠাশটা দিন. উনিশশো ষাট সাল থেকে, যায় দুহাজার বিশ সালে. কারণ ওই দিনগুলোতে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনন গুলো গড়ে থেকে প্রায় মিলি সেকেন্ড সময় দ্রুত সম্পন্ন করে.
পারমানবিক ঘড়ি, হিসাব অনুযায়ী গত পঞ্চাশ বছর ধরে পৃথিবী একটি ঘূর্ণনসম্পন্ন করতে চব্বিশ ঘন্টার ছিয়াশি হাজার চারশো second যে কিছুটা কম সময় নিয়ে য়ছে. ডেল ওয়েলের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো বিশ সালের বিশ জুলাই পৃথিবীতে সবচেয়ে সংক্ষিপ্ত দিনটি রেকর্ড করা হয়েছিল.
যেহেতু ওই দিনেই রেকর্ড শুরু হয়েছিল. ওই দিনটি ছিল চব্বিশ ঘন্টার চেয়ে এক দশমিক চার ছয় দুই মিলি সেকেন্ডের কম. পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বিশ সালের আগের সব থেকে ছোট দিন অ্যাক্রড করা হয়েছিল দু হাজার পাঁচ সালে. তবে গত বছর বারোটি মাসে সেই record আঠাশ বার ভেঙেছে.
বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের অনেক আলামত ও লক্ষণগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন।কিয়ামতে অনেক অনেক আলামত রয়েছে, আলামত গুলোর মধ্যে আমরা আজ যে তথ্য নিয়ে আলোচনা করতেছি তার সম্পর্কে বলা হয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে (তিরমিযী) বলা হয়েছে, নবী করিম (সা.) কেয়ামতের আলামতের আরেকটি উদাহরণ দিয়ে বলেছেন সময় সঙ্কুচিত হয়ে যাবে। সময় সঙ্কুচিত হওয়ার মানে, বছর হবে মাসের মতো আর মাস সপ্তাহের মতো হয়ে যাবে। আর সপ্তাহ হবে দিনের মতো। দিন হবে ঘণ্টার মতো। ঘণ্টা হবে খেজুর গাছের পাতা পোড়ার মতো ক্ষণিক বা অতি অল্প সময়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবীর করা সবগুলো ভবিষ্যৎবাণী একে একে প্রকাশ পাচ্ছে , না জানি কখন কেয়ামতই হয়ে যায়, আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন এবং হেদায়েত দান করুন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশ আদেশ সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন
আবারও হবে দেখা, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ।
0 Comments