পৃথিবীর সবচেয়ে বড় ও সুন্দর 10 টি এয়ারপোর্ট বা বিমানবন্দর। ---Al Hadi

বিশ্বের সবচেয়ে বড় সুন্দর 10 টি বিমানবন্দর বা এয়ারপোর্ট, বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট বা বিমানবন্দর, বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর কোথায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট,smdihan,sm dihan, al hafi,alhadi,sm nahid,


আসসালামু আলাইকুম বন্ধুরা দ্রুতগতিতে এগিয়ে চলা এই পৃথিবীতে সকলেই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে চায়. আর এ কারণে মানুষের প্রয়োজন দ্রুতগতির যান, আচ্ছা বন্ধুরা আপনাদের কাছে যদি  জিজ্ঞেস  করা হয় দ্রুতগতির যান কোনটি ? তাহলে উওরে  আপনারা অবশ্যই প্লেন এর নামই নিবেন কারণ  সকলেই জানি যে উড়োজাহাজ বা বিমান হচ্ছে সেই দ্রুতগতির যান,  যা পৃথিবীর যাতায়াত ব্যবস্থাকে অনেক সহজ ও দ্রুতগামী বানিয়েছে. তাই আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ও ব্যস্ততম airport গুলি সম্পর্কে আলোচনা করবো . যেগুলি এতটা বড় ও ব্যস্ততম airport যেগুলি সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার, তো চলুন দেরী না করে শুরু করা যাক আজকের পোস্ট। 

 নম্বর এক, আটলান্ট এয়ারপোর্ট. এই এয়ারপোর্টটিকে উনিশশো উনত্রিশ সালে বানানো হয়েছিল. আর এয়ারপোর্টটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট. দুই হাজার উনিশ সালে এই এয়ারপোর্ট দিয়ে ছিয়ানব্বই মিলিয়ন যাত্রী যাতায়াত করেছে. রিপোর্ট টি ওয়ার্ল্ড ডিফোর ট্রাফিক অর্গানাইজেশন মতে। 

📌📌 আরো পড়ুন :: জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছিল ? জিনরা কি মৃত্যুবরণ করে? ----Alhadi 

 নম্বর দুই, বেইজিং, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চায়নার রাজধানীতে অবস্থিত বেইজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিমান বন্দর. এই এয়ারপোর্টটি ছিয়াশি মিলিয়ন যাত্রী যাতায়াতের রেকর্ড বানিয়েছে. চীনের এই এয়ারপোর্টটি সবচেয়ে বেশি বিমান টেক অফ পোর ল্যান্ডিং এর দিক দিয়ে পঞ্চমী স্থানে রয়েছে. 

নম্বর তিন, হিতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট. London এর হীতো international airport পৃথিবীর তৃতীয় সবচেয়ে ব্যস্ত airport. এই airport টি দিয়ে তিয়াত্তর মিলিয়ন যাত্রী গত বছর যাতায়াত করেছে.এবং এই এয়ারপোর্টে পৃথিবীর সুন্দরতম এয়ারপোর্ট গুলোর মধ্যে একটি। 

নম্বর চার, টোকিও airport, জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বিমানবন্দরটি চতুর্থ স্থানে রয়েছে. এখান থেকেও গত বছর তিয়াত্তর মিলিয়ন যাত্রী যাতায়াত করেছিল. টেকনোলজির দিক দিয়ে সব সময় এগিয়ে থাকা জাপানের এই airport অনেক উন্নত airport গুলির একটি. তাই এটিকে পৃথিবীর পাঁচটি বিখ্যাত বিমানবন্দরের মধ্যে গণনা করা হয়.

📌📌 আরো পড়ুন :: পরীক্ষায় পাশ করার সর্বনিম্ন মার্ক 33 কেন? ঘড়ির কাঁটা সব সময় ডান দিকে ঘুরে কেন? ----Alhadi 

 সুবিধার দিক দিয়েও এই airport অনেক বেশি airvance. আর এই airport টি তাদের time management এর কারণে সুপরিচিত তে ছয় তলা বিশিষ্ট রেস্টুরেন্ট আর ওপেনডো ক্যাফে এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে. এখানে পোশা প্রাণীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে. আর টোকি এয়ারপোর্টকে হার্নেরা এয়ারপোর্ট নামে জানা হয়ে থাকে. 

নম্বর পাঁচ, লসেঞ্জা লস, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমেরিকাতে অবস্থিত লসনজেলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর পঞ্চম সবচেয়ে ব্যস্ত ও বড়ো বিমানবন্দর. এখান থেকে গত বছর সত্তর মিলন মানুষ যাত্রা করেছে. 

নম্বর ছয়, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট. এই এয়ারপোর্টটি দিয়ে গত বছর সত্তর মিলিয়ন মানুষ যাত্রা করেছে. দুবাইয়ের এয়ারপোর্ট ষষ্ঠ ব্যাস্ততম ও cargo airport এর ষষ্ঠ স্থানে রয়েছে.দুবাই এয়ারপোর্ট এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবেনা, আসলে দুবাইয়ের মানুষ গুলো এমন যে তারা যারা তৈরি করে তা অনেক সুন্দর করে তৈরি করে যা সবাইকে  আকৃষ্ট করে, 

📌📌 আরো পড়ুন :: সমুদ্রের নিচে পাওয়া হাজার হাজার কোটি টাকার সম্পদ। যার পরিমাণ শুনলে আপনি অবাক হবেন । ----- Al Hadihb 

নম্বর সাত শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট. দুই হাজার আঠেরো সালে এই এয়ারপোর্টটি পঞ্চম স্থানে ছিল. কিন্তু বিশ সালে ব্যস্ততম এয়ারপোর্টের দিক দিয়ে সপ্তমী স্থানে চলে আসে. আর এই airport টি পৃথিবীর বিমান আসা যাওয়ায় প্রথম স্থানে রয়েছে. 

নম্বর আট প্যারিস international airport. প্যারিস এয়ারপোর্ট টিপ পৃথিবীর অষ্টম বৃহত্তম airport. এই airport থেকে প্রতিবছর আনুমানিক পঁয়ষট্টি মিলিয়ন মানুষ আসা যাওয়া করেছে. 

নম্বর নয়. দালাস ফোর্থ, north international airport. এই airport টি পৃথিবীর নবম সবচেয়ে ব্যস্ত airport, এই airport টি America র Texas এ অবস্থিত. যেটা থেকে গত বছর চৌষট্টি মিলিয়ন যাত্রী যাত্রা করেছে.

 নম্বর দশ, হংকং international airport. যাত্রী আসা যাওয়ায় এই airport দশমী স্থানে রয়েছে কিন্তু কারগো ট্রফিকের মামলায় এই airport টি নাম্বার একে রয়েছে. এখান থেকে চার দশমিক চার মিলিয়ন মেট্রিকটন জিনিসের লেনদেন বিমানের মাধ্যমেই করা হয়েছে. এই সুন্দর আর বিলাস বহুল সবচেয়ে মজাদার বিষয় হলো এটাই যে আপনি এখানে আপনার ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় পার্টিও করতে পারবেন. 

এছাড়া আপনি এখানে শপিং করতে পারবেন. এই এয়ারপোর্টে আপনি সকল সুযোগ সুবিধাই পেয়ে যাবেন. এটা পৃথিবীর দ্বিতীয় বড় passenger terminal আর এটি বিশ্বের দশম সবচেয়ে ব্যস্ততম airport. এখানে প্রতিদিন আটশো flight যাওয়া আসা করে.


Post a Comment

0 Comments