বিশ্বের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন সেরা ১০ টি মসজিদ। ---Al Hadi

  

বিশ্বের সবচেয়ে সুন্দর 10 টি মসজিদ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ কোথায় আছে, পৃথিবীর দৃষ্টিনন্দন দশটি মসজিদ,বাংলাদেশ সেরা দশটি মসজিদ, ভারতের সবচেয়ে সুন্দর মসজিদ, বিশ্বের সবচেয়ে বড় বড় মসজিদ, বিশ্বের সুন্দর সুন্দর মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোনটি,

আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় মসজিদে ইবাদত ছাড়া আর কিছু কি করা হয় তাহলে আপনার উত্তর এ কি বললেন?   বন্ধুরা মসজিদ শুধু ইবাদাত ই নয় ইসলামের শাসন আমলে মসজিদ থেকে পরিচালিত হতো রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড. ইসলামের বিস্তৃতির সঙ্গে সঙ্গে পৃথিবীতে নির্মিত হয়েছে বহু মসজিদ. বিশ্বের সেরা মসজিদগুলোর ইতিহাস ও নির্মাণশৈলী নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই. আজকে আমরা জানবো বিশ্বের সবচাইতে সুন্দর  সেরা দশটি মসজিদ সম্পর্কে. চলুন দেরি না করে শুরু করা যাক 


সালেমোর সানা ইয়েমেন. দুই হাজার আট সালে ইয়েমেনের সানাই নির্মাণ করা হয় দেশটির সবচাইতে বড় এই মসজিদ. ইয়েমেনি ও ইসলামী ঐতিহ্যকে ধারণ করা হয় নির্মাণ শৈলীতে. মসজিদ চত্বরে আছে দারুন সব ফুলের বাগান. আধুনিক ইন্টারভিউ ডিজাইনের তৈরি এই মসজিদ হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম এবং একটি লাইব্রেরি সম্পন্ন. এই মসজিদটিতে একসঙ্গে চৌচল্লিশ হাজার মুসল্লি নামাজ করতে পারেন.

 জামে মসজিদ দিল্লি ভারত দিল্লির চাঁদনী চৌকে মোঘল সম্রাট শাহজাহানের নির্দেশে ষোলোশো চৌচল্লিশ থেকে আটান্ন সালের মধ্যে বিশাল জামে মসজিদ নির্মাণ করা হয়. সাদা মার্বেল ও স্যান্ডি স্টোনের নির্মিত মসজিদটিতে, চারটি টাওয়ার, তিনটি গেটওয়ে ও দুটি মিনার রয়েছে. মসজিদটিতে হরিনের চামড়ার উপর লিখা কোরান একটি সংস্করণ আছে. মোট পঁচাশি হাজার মানুষ এই মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন. 

বাদশাহী মসজিদ লাহোর পাকিস্তান. মুহ সম্রাট আরঙ্গজেব ষোলোশো তিয়াত্তর সালে পাকিস্তানের লাহোরে বাদশাহী মসজিদটি নির্মাণে নির্দেশ দেন. ভিতরে পাঁচ হাজার এবং চত্বরে আরো পঁচানব্বই হাজার সহ মোট এক লাখ মানুষ এ মোট নামাজ পড়তে পারেন. মসজিদটি বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম মসজিদ এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তর মসজিদ.  

হাসান মসজিদ, কাসাব ল্যাংকা, মরোক্ক. উনিশশো তিরানব্বই সালে মরক্কো কাসাবলাঙ্কায় গড়ে তোলা হয় দ্বিতীয় হাসান মসজিদ. মসজিদের চত্বরে মন মুগ্ধ করার মত  কয়েকটি বাগান এবং একচল্লিশটি ফোয়ারা রয়েছে. এই মসজিদে একসঙ্গে এক লাখ পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন. 

ইস্তিকলাল মসজিদ জাকা তা ইন্দোনেশিয়া. ইন্দোনেশিয়ার সবচাইতে বড় মসজিদ ইস্তিকলাল উনিশশো আটাত্তর সালে নির্মাণ করা হয়. এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় মসজিদ. দুটি গম্বুজ একটি মিনারসহ মসজিদটির পুল সহ একটি বাগান দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে. এই মসজিদে একসঙ্গে এক লক্ষ বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন.


তাজাউল  মসজিদ, ভূপাল ভারত নবাব শাহজাহান বেগম আঠারশ সালের দিকে এই মসজিদ নির্মাণ করেন. তবে অস্থিরতা এবং আর্থিক সংকটের কারণে উনিশশো পঁচাশি সালের আগে মসজিদটি নির্মাণ করা সম্ভব হয়নি. মুঘল, স্থাপত্য শৈলীর অনুকরণ করে নির্মাণ করা মসজিদটি দেখতে অনেকটা দিল্লির জামে মসজিদ ও লাহোরে বাদশাহী মসজিদের মতো. ভারতের সর্ববৃহৎ এই মসজিদে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ নামাজ পড়তে পারেন. 

ফয়সাল মসজিদ ইসলামাবাদ পাকিস্তান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উনিশশো ছিয়াশি সালে নির্মাণ করা হয় মসজিদ. দক্ষিণ এশিয়ার সুন্নি মুসলিমদের সবচেয়ে বড় মসজিদ এটি. সৌদি আরবের বাদশা ফয়সাল এর নামে এই মসজিদটি তৈরি করা হয়. মসজিদটিতে কোন গম্বুজ নেই, তবে চারটি বিশাল মিনার রয়েছে. যেগুলো এক একটি তিনশো ফুট লম্বা. বিশাল এই মসজিদটিতে একসঙ্গে তিন লক্ষ মানুষ নামাজ পড়তে পারেন.

  আটশো আঠারো সালে ইরানের মাসহাদে নির্মিত হয় সেরা মুসলিমদের সপ্তম ইমাম নামে বিশাল এক মসজিদ. এরপর মসজিদটি বারবার সংস্কার করা হয়. এই মসজিদ এলাকায় বিশ্ববিদ্যালয় ও জাদুঘরও রয়েছে. মসজিদটির গম্বুজ স্বর্ণের তৈরি. মসজিদের ষাটটি চত্বরে একসঙ্গে সাত লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন. 

মসজিদে নববী, মদিনা সৌদি আরব, মুসল্লির সংকলনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মসজিদ হলো মদিনার মসজিদে নববী ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটি নির্মাণ করেন. এরপর অনেক সংস্কারের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসেছে মসজিদটি. উনিশশো চুরানব্বই সালে মসজিদে নববীর চারপাশে দশটি বিশেষ আকারে মিনার তৈরি করা হয়. যেগুলোর প্রতিটি দৈর্ঘ্য তিনশো একচল্লিশ ফুট. 

মসজিদ আল হারাম মক্কা, সৌদি আরব. বিশ্বের সবচেয়ে বড় মসজিদ আল হারাম. মক্কার পবিত্র কাবা শরীফকে ঘিরে গড়ে তোলা এই স্থান মুসলমানদের জন্য খুব পবিত্র বলে বিবেচিত. সেখানে প্রতি বছর বিশ্বের লাখ লাখ মানুষ হজ্জ পালন করতে যান. এসময় চল্লিশ লাখের মতো মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদ আল হারামে.

 বন্ধুরা পৃথিবীর সব মসজিদেই সুন্দর, আমরা যে মসজিদগুলোর কথা বলেছি  তা গুগোল ইউটিউব চার্জ করে সেরা সুন্দর মসজিদ গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি,আমাদের বলা মসজিদগুলো ছাড়া অন্য কোন মসজিদ সম্পর্কে আপনার জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে বলেন, তাহলে আমরা ওরকম মসজিদগুলো নিয়ে আরেকটি পর্ব করব এরকম সেরা সুন্দর মসজিদ নিয়ে, তাহলে আজ এতোটুকু আবার ও বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments