আমরা জাতি হিসেবে ক্রিকেট পাগল যখন বাংলাদেশের কোনো সিরিজ চলে আসে, আমাদের জীবনাচরণও বদলে যায় অফিসের কথায় বলেন আর ক্লাস কিংবা বাসার কথাই বলেন, সবখানে প্রাধান্য পায় ক্রিকেট. দেশের ক্রিকেটের প্রতি আবেগের পাশাপাশি ক্রিকেট প্রেমী অনেক মানুষ দেশের বাইরের ক্রিকেট সম্পর্ক খোজখবর রাখতে ভালোবাসেন. সময়ের সাথে সাথে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে. প্রতি মুহূর্তে নতুন রেকর্ডের জন্ম হচ্ছে. ভেঙে যাচ্ছে অনেক দিনের পুরনো রেকর্ড. কিন্তু এই রেকর্ড ভাঙার ভিড়েও কিছু ঘটনা আছে. যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা. তেমনই ক্রিকেটের কয়েকটি অজানা ঘটনা নিয়ে আমাদের আজকের এই পোস্ট , তো চলুন দেরি না করে শুরু করা যাক .
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড আঠেরোশো সাতাশি সালে প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারায় পঁয়তাল্লিশ রানে. ঠিক একশো বছর পর একশতম ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডেও অস্ট্রেলিয়াকে হারায় পঁয়তাল্লিশ রানে.
অস্ট্রেলিয়ার alert devid son, খেলোয়াড় যে এক টেস্ট মেসে ব্যাটিং করে একশো রান. এবং বোলিং করে দশ উইকেট পেয়েছিলেন.
ক্রিস গেইল, ক্রিস গেইলের মার্কাটারি ব্যাটিং এর সাথে আমরা সবাই পরিচিত. টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং এর সংখ্যা বদলে ফেলা এই ব্যাটসম্যান কিন্তু টেস্টেও এক অসাধারণ রেকর্ডের অধিকারী. তিনিই একমাত্র খেলোয়ার. যিনি কোন এক টেস্ট ম্যাচে প্রথম বলে ছক খাকিয়েছেন. তার আগে রেকর্ড কারোই ছিল না. এখন পর্যন্ত সেটি অক্ষুন্নই আছে.
ইস্ট ওয়ার্ড, ইংল্যান্ডের একজন উইকেট রক্ষক ও ব্যাটসম্যান ছিলেন. ছিলেন সাবেক অধিনায়কও. তার জন্ম তারিখের সাথে তার test career এর run এর একটা অদ্ভুতুড়ে সামঞ্জস্য আছে. তার জন্ম তারিখ আট, চার, ছয় তিন, মজার ব্যাপার হলো তার মোট test run ও আট চার ছয় তিন সংখ্যা.
অ্যালনবডার অস্ট্রেলিয়ার ইতিহাসে একজন সফল batsman ও অধিনায়ক. তিনি তার career এর একশো ছাপ্পান্ন test এর মধ্যে একশো তিপ্পান্নটি খেলেছিলেন একটানা. মাঝে কোনো বিরতি না দিয়ে এতগুলো টেস্ট খেলার রেকর্ড আর কারো নেই.
অ্যাডাম গিলক্রিস্ট . অভিষেকের পর থেকে আবার একডানা সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ারই এডাম গিলকিস্ট. তিনি একটানা ছিয়ানব্বইটি টেস্ট এনেছেন তার অভিষেক এরপর থেকেই.
ইশান্ত শর্মা, ইশান্ত শর্মার একটা অদ্ভুত record আছে. এই রেকর্ড টা জানার পরে হয়তো আপনারা অনেকে অবাক হয়ে যাবেন. আমি বলার এই শান্ত শর্মার কথা বলছি না. ফিল্ডারী শান্ত শর্মার কথা দুই শত চুরানব্বই রান. মাইকেল ক্লোরোগ তিনশত উন্নতিরিশ রান এবং ব্রেন ম্যাকওলাম তিনশো চার রান. এই তিনটি ইনিংসের সময় এশান্ত শর্মা, এদের তিনজনের ক্যাশ ফেলেছিলেন. সেটাও আবার তারা উইকেটের সেট হবার আগেই.
রানবর্ণাময়কে নিউজল্যান্ডের ক্রিসমার্টিন এবং ভারতের ভগবৎচন্দ্র শেখর এই দুইজনের মোট টেস্ট রান. তাদের টেস্ট উইকেটের চেয়েও কম. একাত্তরটি টেস্ট খেলে মার্টিন উইকেট নেন দুইশত আটত্রিশটি আর রান করেছে একশো তেইশ. চন্দ্রশেখর হয়তো তারচেয়ে ভালো ব্যাটসম্যান. সে একশো বিয়াল্লিশটি উইকেট নেওয়ার পাশাপাশি একশো সাতষট্টি রান করেছে. মাত্র আটান্নটি টেস্টে.
টানা ম্যান অফ দ্য ম্যাচ. ক্রিকেট ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া নিশ্চয়ই সম্মানজনক কৃতি, কিন্তু একটানা কতগুলো ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া সম্ভব. একটানা চারটি ওয়ানডে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রেকর্ড আছে. আর এই রেকর্ডটি করেছেন সৌরভ গাঙ্গুলি.
0 Comments