পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ৫টি ব্রিজ বা সেতু। -----Al hadi

 


বন্ধুরা দুনিয়াতে লক্ষ লক্ষ সেতু আছে যেগুলো অনেক উঁচু এবং দেখতে অনেক সুন্দর, এবং কিছু সেতু আছে যেগুলো অনেক বিপদজনক এবং ভয়ঙ্কর. এই ভয়ঙ্কর সেতু দিয়ে চলাচল করা আর নিজের মৃত্যুকে ডেকে আ প্রায় সমান কথা. এই ভয়ঙ্কর সেতুগুলো দিয়ে কখনোই আপনি নিজে চলাচল করতে চাইবেন না. আজ আমরা আলোচনা করব দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পাঁচটি ঝুলন্ত সেতু নিয়ে . তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক 

নাম্বার 5  : AC ওয়াচাকা ব্রিজ, পেরু, জংলি ঘাস দিয়ে তৈরী এই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর. এই সেতুটি গ্রামবাসীরা নিজেরাই জংলি ঘাস দিয়ে তৈরি করে. এবং এই সেতুটির উচ্চতা দুশো বিশ ফিট. লম্বায় একশো আঠারো ফিট. এই সেতুটি অপরিমাণ নদীর দুই ধারে পাহাড়ে তৈরি করা হয়েছে. যাতে করে নদীর দুই পাশের মানুষ যাতায়াত করতে পারে. 

বৃষ্টির পানির কারণে এবং গ্রামবাসীরা বারবার যাতায়াতের কারণে এই সেতুর দড়িগুলো ধু এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়. সেজন্য প্রতি বছর এটিকে বাদ দিয়ে নতুন করে সেতু তৈরি করা হয়. প্রতি পদক্ষেপে তুলতে থাকা এই সেতুটি উঠলে মনে হবে, এই বোধি সেতুটি উল্টে যাবে আর আপনি মনে হয় পরে যাবেন 

নাম্বার 4 : হুসাইনি অয়ার বিরিজ উত্তর পাকিস্তান. এই সেতুটি পাকিস্তানের উত্তরাঞ্চলে খুব প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পাওয়া গিয়েছে. সেতুটিতে খুবই নিম্নমানের দড়ি এবং কাঠের উপাদান এবং cable দিয়ে তৈরি করা হয়েছে. আবহাওয়াতে এই নদীর স্রোতে সেতুটিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না. 

এই সেতুটি শুধু দু হাজার দশ সালে মেরামত করা হয়েছিল. এই সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে. যার কারণে এই সেতুর এবং কাঠ ঢেলে হয়ে গেছে. এবং দুর্বল হয়ে গেছে. এই সেতুতে পা দেওয়ার জন্য জায়গাগুলো দেড় থেকে দুই ফুট দূরে দূরে অবস্থিত. যার ফলে এই gap দিয়ে একটি মোটা মানুষও খুব সহজেই তলে পড়ে যেতে পারে. 

এখানে বাতাসের গতিও কিন্তু অনেক বেশি. আর প্রতিবছরই এই সেতু থেকে পরে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ মারা যায়. National Geography র মতে এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর সেতু. 

নাম্বার 3 :  Maccome river wire bridge. Macom নদীর উপরে এই সে তটি তৈরি করা হয়েছে শুধুমাত্র দুইটি কেবল ঝুলিয়ে. এটাকে কেন সেতু বলা হয় সেটা আমার মাথায় আসে না. এখানকার জেলেরা এই সেতুটি মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি করেছে. নিচে ক্ষলশ্রোতা নদী এবং উপরে অনেক সময় দমকা থাকে. ফলে নিচে পরে যাওয়াটা অনেক সহজ, 

বন্ধুরা সাধারণ মানুষের পক্ষে এটি ব্যবহার করা কিন্তু প্রায় অসম্ভব. এখান থেকে পড়লে আপনি যাবেন সোজা জমের দুয়ারে. মৃত্যু কিন্তু একেবারেই নিশ্চিত.  


নাম্বার 2 : এআই পার্থী ব্রিজ, ইউক্রেন, এই জায়গায় ইউক্রেনের সবচাইতে এবং সুন্দর জায়গা গুলোর মধ্যে একটি. এটা ইউরোপের শীর্ষ স্থান হিসেবেও পরিচিত. এই সেতু  দুই পাহাড়ের সংযোগ তৈরি করেছি. এই সেতু ভূমি থেকে প্রায় চার হাজার আটচল্লিশ ফিট উপরে অবস্থিত. এত উঁচুতে অবস্থ হওয়ার কারণে শীতের সময় অনেক ঠান্ডা পরে এবং কুয়াশাতে ঢেকে থাকে. এবং বছরের অন্যান্য সময় প্রচণ্ড গতিতে বাতাস বইতে থাকে.  

প্রচন্ড গতির বাতাস এবং নিচে এত বড় খাত যেখানে একটি পা ফেললে পুরো সেতু ধুলতে থাকে. সেখানে তো সবার পক্ষে পার হওয়াটা অনেক কঠিন বিষয়. আর দুর্বল মানুষের heart attack করার জন্য এটা perfect জায়গা. 

নাম্বার 1 :  JN glass bridge চায়না. চীনের হুরান প্রদেশে অবস্থিত এই সেতুটি পৃথিবীর সবথেকে উঁচু এবং লম্বা কাচের তৈরি সেতু এটি চোদ্দোশো দশ ফিট লম্বা এবং বিশ ফিট চওড়া. এই সেতুটি মাটি থেকে প্রায় এগারোশো আশি ফিট উপ ড়ে অবস্থিত. শুরুতে এই সেতুটির কিছু জায়গায় cracking stick দেওয়া হয়েছিল. কারিগরিক ত্রুটির কারণে এটা এখন বন্ধ করা আছে. এই সেতুটি ninety nine ত্রিপল গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে. যার কারণে এটি খুব মজবুত যদি এই সেতুতে চড়ার সময় নিচের দিকে তাকান তাহলে আপনার মনে হবে আপনি আকাশে হেঁটে বেড়াচ্ছেন. এই সেতুর কাজ দিয়ে নিচের প্রাকৃতিক সৌন্দর্য পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যায়. কিন্তু দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই সেতুর উপর দিয়ে হাটা চলা ড়া মোটেও সম্ভব নয়. বিশেষত যারা সামান্য উঁচুতে উঠলেই ভয় পায়. এই সেতুতে প্রথমে উঠলে সবার অবস্থা খারাপ হয়ে যায়. সে যতই সাহসী ব্যক্তি হোক না কেন, বন্ধুরা আপনাদের কাছে সবথেকে ভয়ঙ্কর সেতু বলে মনে হয় কোনটিকে. তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন.

আবারো  সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ 


প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments