রাসুলুল্লাহ সাঃ এর একজন সাহাবীর ঘটনা । ----Al Hadi

 


আসসালামু আলাইকুম  বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক সাহাবী কথা বলবো যে নিজের বিয়ের বাজার ঘরে রেখে হযরত মোহাম্মদ সাঃ এর  জন্য শহীদ হতে যুদ্ধের প্রান্তে চলে গিয়েছিলেন, এবং তিনি শহীদ হয়েছিলেন, তাহলে চলুন জানা যাক সে সাহাবী সম্পর্কে। 


হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী হজরত মহম্মদ সাঃ এর একজন সাহাবী ছিলেন. তিনি অত্যন্ত গরিব ছিলেন. তার গায়ের রং ছিল. খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ. একদিন তিনি  বসে কান্না করছিলেন. তাই কান্না করার কারণ জিজ্ঞেস করলেন জবাবে বলতে শুরু করলেন ইয়া রসুল আল্লাহ. আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়েছি. আজ আট মাস হলো. এই আট মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য. কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না. আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি. তাই আমি ভয়ে কান্না করছি. যদি এই সুন্নাত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন. তখন হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন. 

এই মদিনার সবচেয়ে ধনী লোকের মেয়ে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমি রসুল, তোমার সঙ্গে বিয়ে দিলাম. এখন তুমি আমার বাড়িতে এবং তাকে গিয়ে বলো, আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি. কথা শুনে সাদ তখন বাড়িতে গেলেন. এবং সব কিছু খুলে বললেন কথা শুনে খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিলেন. এদিকে আমর ইবনে ওহাবের মেয়ে ঘরের ভেতর সব কিছু শুনতে পেলেন. 

যখন ঘরে ঢুকলেন তখন তার মেয়ে তাকে জিজ্ঞেস করল, বাবা তোমাকে এত বড় সাহস কে দিল? যে রাসুলের কথা অমান্য করলেন আল্লাহ রাসূল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম. মেয়ের কথা শুনে দৌড়ে এসে রাসুলের দরবারে গেলেন এবং রাসুলের কাছে মাফ চাইলেন. আমার দয়াল তাকে মাফ করে দিলেন. বিয়ের জন্য ছয়শো দেড়হাম মোহরানা ধার্য করলেন. এবং বললেন এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও. কিন্তু এত গরিব ছেলে তারপক্ষে ছয়শো দেড়হাম জোগাড় করা সম্ভব ছিল না.

 তাই অন্যান্য সাহাবীরা মিলে সাহায্য করলেন. যাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করেও নতুন বইয়ের জন্য কিছু নিতে পারেন. সাদ বাজারে চলে গেলেন. কেনাকাটা করার জন্য. 

যখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন তখন হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের জন্য ডাক দিচ্ছে. জিহাদের ডাক শুনে সাদরে ভাবলেন, আমি সাধ ফুলের বিছানা বাসর ঘরে নতুন ইস্ত্রির কাছে যাব না আমি রাসুলের মোহাব্বতে জেহাদে যাবো তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধে সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে একের পর এক কাফিকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন.

 যুদ্ধ করতে করতে একসময় হটাৎ, তিনি সাহাদাতের পিয়ালায় শরবত পান করে, শহীদ হয়ে গেলেন. এদিকে যুদ্ধ শেষ হলো, দূর থেকে দেখা যায়, কার যেন লাশ প ড়ে আছে. তখন ওই সাহাবীর কাছে গিয়ে দেখলেন এ তো ছাদের লাশ মাথার লোহার টুপি ভেঙে, মগজ বের হয়ে গেছে.

 আর জিহ্বা বের হয়ে গেছে. ছাদের চেহারার দিকে তাকিয়ে কেঁদে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম . আবার পরক্ষনেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ থেকে মুখ ফিরিয়ে নিলেন. একজন যুবক সাহাবী আবু লুবা রাসুলুল্লাহ কে  এর কারণ জিজ্ঞেস ড়লেন. বললেন আমার সাদ ফুলের বিছানা বাসর করতে ঘরে যায়নি. আমার মহব্বতে শহীদ হয়ে গেল. তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল. 

আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম কারণ আল্লাহ আমার সাূ কে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন. আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে. তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে. বেহেস্ত অসংখ্য হুর দৌড়ে আসছে. যে কার আগে কে স্বাদ কে? কোলে নিবে. দৌড় দেওয়ার কারণে হুরেদের সামনের পর্দা, সরে যাচ্ছিল. যা দেখে আমি রাসুল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম.

 আল্লাহ  আমার সকলকেই ওনার মতো ঈমান নিয়ে পরকলে যাবার তৌফিক দান করুন. আমিন

আবারো বিদায় নিচ্ছি সবার  সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ। 

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

Post a Comment

0 Comments