সাপ পানির ভেতরে কামড় দেয় না - এটা কি সত্য নাকি মিথ্যা ❔❓ সাপ পানিতে কামড়ায় না কেন? -------Alhadi HB |
(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & other languages
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
সমুদ্রের নীচে যেসব ভয়ানক বিষাক্ত সাপ থাকে, তারা কামড়াতে চাইলে, স্থলে উঠে আসতে হবে না, জলের নীচেই কামড় দিয়ে দেবে।
তবে, নদী পুকুরে সাপের কামড়ের মতো ঘটনা খুব কম শোনা যায়। এর কারণ, জলের নীচে সাপের আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি সচরাচর হয় না। আর, জলের নীচে থাকা (সমুদ্র বাদে) বিষাক্ত সাপের সংখ্যা খুবই কম।
তবে, স্থলের কোনো সাপ যদি জলে নামে, সেক্ষেত্রে সেই সাপ চেষ্টা করে সাঁতার কেটে জল থেকে স্থলে উঠার, কারণ, স্থলে থাকা সাপ, জলে স্বচ্ছন্দ বোধ করে না। কাজেই, জল ছেড়ে স্থলে উঠার জন্য নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, সংঘাতের পথে যেতে চায় না।
তথাপি যদি জলে থাকা অবস্থায় সাপ আক্রান্ত হয় বা threatened feel করে, নিজেকে বাঁচাতে অপেক্ষা করবে না, জবাব দিয়ে দেবে ছোবলে,
জলের মাঝেই।
পুকুর, মিষ্ট পানির হ্রদ বা নদীর পানির ক্ষেত্রে : এখানে যে সব সাপ থাকে তারা সাধারণতঃ নির্বিষ হয়। সাপ এমনিতেই মানুষকে এড়িয়ে চলতে ভালোবাসে, তথাকথিত 'জলঢোঁড়া' সাপের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য, কারণ তাদের বিষধর সাপের মত কোনো রক্ষাকবচ ,
নেই যার জন্য অন্য প্রাণীরা নিজে থেকে তাদের এড়িয়ে চলবে। তাই এদের থেকে কামড় খাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলা যায়। এ ছাড়াও বদ্ধ জলাশয়ে থাকতে পারে অজগর বা ময়াল অর্থাৎ constrictor জাতীয় সাপ - যেমন rock python, boa,
reticulated python, anaconda - যারা শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে তার পরে গিলে খায়। তারা সাধারণতঃ এমনিতেই কামড়ায় না; প্রাপ্তবয়স্ক মানুষ এদের খাদ্য হওয়ার পক্ষে আকারে অনেক বড় তাই আক্রমণও করে না সচরাচর, তবে ছোটখাটো পোষ্য প্রাণী বা শিশুদের অনায়াসে আক্রমণ করতে পারে, এবং এদের কামড়ে আহত করতেও এরা সক্ষম।
সমুদ্র, সামুদ্রিক খাঁড়ি বা মোহনার লবণাক্ত পানির ক্ষেত্রে : এখানে যে সব সাপ থাকে তারা সবসময়ে বিষধর হয়, এবং এদের বিষের বৈশিষ্ট্য হল যে সেটা আক্রান্ত প্রাণীর দেহের মাংসপেশীকে ধ্বংস করতে সক্ষম। আমাদের ভৌগোলিক অঞ্চলে এদের দেখা যায় না,
তবে অস্ট্রেলিয়া ইত্যাদি নানা স্থানের সামুদ্রিক অঞ্চলে, বিশেষ করে প্রবালপ্রাচীর যে সব জায়গায় আছে সেখানে এদের বিরাট রমরমা, এবং এরা প্রায়শই অসাবধান ভ্রমণার্থী ও সাঁতারুদের কামড়ায়।
আমাদের এই অঞ্চলের বিষধর সাপগুলি : কেউটে, গোখরো, শঙ্খচূড়, কালাচ, শাঁখামুটি, চন্দ্রবোড়া - এরা মূলতঃ ভূচর প্রাণী, জলে নামে না খুব একটা, তাই জলের মধ্যে এদের কামড় খাওয়ার খুব একটা সম্ভাবনা নেই(পদ্মগোখরো সাপের বিষয়টি নিয়ে আমার মনে দ্বন্দ্ব রয়েছে; গোখরো সাপের কোনো প্রজাতি কি সত্যই পদ্মবনে থাকে? জানার ইচ্ছা রইল)।এ ছাড়াও এই অঞ্চলে আরও কিছু ভূচর সাপ আছে যা নির্বিষ - যেমন দাঁড়াশ, চিতি, লাউডগা ও কালনাগিনী।
📌📌 সাপ দেখলেই বেজি কেন সংঘর্ষে লিপ্ত হয়?
বিষধর সাপ থেকে নিজেকে ও বাচ্চাদের নিরাপদ রাখার জন্য এবং বেজি তার খাবার সংগ্রহে যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে মূলত সেকারণেই বেজি সাপ দেখা মাত্রাই মরণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়!
উভয়ের এ সংঘর্ষে সাপ কেন পরাস্ত হয়?
গবেষকরা বলছেন, বেজির শরীরে nicotinic acetyl choline receptor বৈশিষ্ট্যের জন্য বেজির শরীরে সাপের বিষ জমাট বাধতে দেয়না যে কারনে সাপের বিষক্রিয়া থেকে বেজি রক্ষা পায়। তবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিকটাক মত কাজ না করে তবে ধীরে ধীরে বেজিটি মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে গবেষণায় এখনও অবধি এ সম্পর্কিত পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি।
আবার কারো কারো মতে, সাপ থেকে বেজি কেবলমাত্র তার নিখুঁত কলাকৌশল, ক্ষিপ্রতা, সাহসী ও অধিকতর দ্রুতগতিতে আত্মরক্ষার কৌশল অবলম্বন, এসমস্ত কারণেই সাপকে বেজি পরাস্ত করতে সক্ষম হয়।
📌তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন। প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 🙏🙏 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
Dear readers, if there is any kind of spelling mistake here, you will see it with beautiful forgiveness. Everyone will be fine and healthy, you can click on the black bell icon next to the allow button. 📌 Or click follow button and keep following, So that you get as soon as you upload each of our posts. Thank you all
0 Comments