ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂 সেটা আমি জানি। আপনি ভাবছেন, এরা তাদের নির্দিষ্ট জায়গায়....

 




ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি🙂

সেটা আমি জানি।

আপনি ভাবছেন,

এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা

যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।

মানে তারা ভুল জায়গায় আছে।

যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,

আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।

যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?

শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।

পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,

স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।

আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।

মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।😊


#highlightsシ゚ #everyonehighlightsfollowers #highlightseveryonefollowers2024

Post a Comment

0 Comments