Facebook Paragraph with Bangla Meaning

 



Facebook


 Facebook is a global social networking website, founded on February 4, 2004. However, in 2003, Facebook was born as the successor of the site named Facemas, created by Mark Zuckerberg. The website's membership was initially limited to Harvard University students, but was gradually expanded. 


 Mark Zuckerberg founded this internet site called Facebook to add a new dimension to social communication. Currently, more than 100 million people are using Facebook in one way or another. 


 As this is an open website anyone can become a member at no cost. Through Facebook, users can connect with their known friends in an online network, as well as many strangers. As a result, the field of social communication is expanding. Moreover, 


Facebook is currently an effective medium in creating social awareness. Through Facebook, social awareness is being created among people, especially among the youth. Every small and big business in the world is running their campaigns through Facebook.


 But Facebook also has some negative aspects. In this regard, we all have to be aware and the government should also come forward. Only then will the abuse of Facebook stop and we will be able to enjoy its real benefits.



Bangal meaning 

ফেসবুক


ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়। তবে ২০০৩ সালে মার্ক জুকারবার্গ কর্তৃক নির্মিত ফেসমাস নামের সাইটটির উত্তরসূরি হিসেবেই ফেসবুকের জন্ম। 


ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হয়। মার্ক জুকারবার্গ সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার উদ্দেশ্যে ফেসবুক নামে ইন্টারনেটভিত্তিক এ সাইটটি প্রতিষ্ঠা করেন।


 বর্তমানে শত কোটিরও বেশি মানুষ কোনো-না-কোনোভাবে ফেসবুক ব্যবহার করছেন। এটি একটি উন্মুক্ত ওয়েবসাইট হওয়ায় এখানে যে কেউ বিনা খরচে সদস্য হতে পারে। ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীগণ তাদের পরিচিত বন্ধুদের সাথে যেমন অনলাইন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারেন, 


তেমনি অপরিচিত অনেকের সাথেও পরিচিত হতে পারেন। ফলে সামাজিক যোগাযোগের ক্ষেত্র প্রসারিত হচ্ছে। তাছাড়া সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতেও ফেসবুক বর্তমানে কার্যকর একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে মানুষের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি হচ্ছে। বিশ্বের ছোট-বড় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে। 


তবে ফেসবুকের কিছু নেতিবাচক দিকও রয়েছে। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে। তাহলেই ফেসবুকের অপব্যবহার বন্ধ হবে এবং এর প্রকৃত সুফল আমরা ভোগ করতে পারব ।

Post a Comment

0 Comments