(📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & other languages
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব
দিগন্তজোড়া সৌন্দর্যে ভরপুর এই পৃথিবীতে ভ্রমণের অনেক জায়গা রয়েছে. এখানে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আরামদায়কের স্থান. তেমনি আছে দুর্গম রোমাঞ্চকর ভয়ানক সৌন্দর্যে ভরপুর জায়গা. শহরের যান্ত্রিকতা ছেড়ে ছুড়ে এর মধ্যে কোন একটি জায়গায় গিয়ে থাকতে পারলে ভালোই হতো. কিন্তু চাইলেই তো আর বহুদূরে যাওয়া সম্ভব হয় না সবসময়ই.
সময় অর্থ কিংবা সুযোগের অভাবে থেকে যেতে হয় চিরচেনা যান্ত্রিক জীবনে. হোক বা না হোক. চলুন দেখে আসা যাক পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন এবং দুর্গম পাঁচটি জায়গা.
খ্রিস্টান ডাকুন হ্যাঁ, আটলান্টিক মহাসাগর. দুর্গম এবং জনবিচ্ছিন্ন জায়গাগুলোর নাম আসলে প্রথমেই আসে খ্রিস্টানরা কোনহার নাম. দক্ষিণ নাট্যিক মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ এটি. মাত্র আটানব্বই বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি থেকে সবচেয়ে কাছের জনবসতি দুহাজার কিলোমিটার দূরে. sent হেলেন দ্বীপ. আর সবচেয়ে কাছের মহাদেশ হচ্ছে আফ্রিকা. South Africa থেকে এই দূরত্ব প্রায় দুই হাজার চারশো কিলোমিটার. দু হাজার সতেরো সালের হিসাব অনুযায়ী দুশো বাষট্টি জন স্থায়ী বাসিন্দা রয়েছে এই দ্বীপে.
মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে এখানকার লোকেরা. একটি টিভি, স্টেশন, আবহাওয়া অফিস থাকলেও মূল পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্নই বলা যায় দ্বীপটিকে. দ্বীপে আসা কিংবা বের হওয়ার একমাত্র উপায় পানিপথ.
দক্ষিণ আফ্রিকা থেকে মাছ ধরার নৌকা বছরে আট নয় বার দ্বীপে আসে. স্যাটেলাইট, ইন্টারনেট থাকলেও সেটা যে কোনমতে কাজ চালানোর মতো তা না বললেও চলে. কিছুদিনের জন্য হারিয়ে যেতে চাইলে মন্দ হবে না এই দ্বীপটি.
লারিন কোনাডা, পেরু. আন্দিস পর্বতমালায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থায়ী জনবসতির এলাকা. সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার একশো মিটার উঁচুতে স্থিত শহরটি মূলত একটি সোনার খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে. শহরের অর্থনৈতিক কর্মকান্ড এই সোনার খনিকে ঘিরেই চলে. দুই হাজার এক সালের পর সোনার দাম বেড়ে যাওয়ায় শহরে তিরিশ হাজারের বেশি মানুষ এসেছিল. তবে খনি এলাকা বললে এখানে প্রাকৃতিক সৌন্দর্য তেমন নেই বললেই চলে.
স্যানিটেশন এবং ক্লাবিং এর নানা সমস্যা রয়েছে. সোনার খনিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের জন্য পরিবেশ দূষণও এখানে বেশি. এই ক্রিরাম দীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগর. চারটি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকে অবস্থিত. চারটি দ্বীপের মধ্যে শুধুমাত্র পেট কেয়ানেই রয়েছে জনবসতি. দীপের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নিউজিল্যান্ড থেকে আসা জাহাজ বা নৌকা. খাবারের জন্য নিউজিল্যান্ডের উপর অনেকটাই নির্ভর করতে হয় দেববাসীদের. কোন কিছু অর্ডার করতে হলে অন্তত তিন মাস আগে জানাতে হয়.
গোটা দ্বীপে রয়েছে মাত্র পঞ্চাশ জন মানুষ. তবে দ্বীপ ও এর আশেপাশের এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের আধার. দ্বীপে রয়েছে অসংখ্য গাছপালা আর প্রাণী. এর মধ্যে নয় প্রজাতির গাছ আছে যেগুলো গোটা পৃথিবীতে শুধুমাত্র পেটকে আনেই জন্মে. সম্প্রতি দ্বীপে রেডিও, টিভি, এমনকি ইন্টারনেটের সুবিধাও যুক্ত হয়েছে. জনবিচ্ছিন্ন হলেও খুব একটা দুর্গম না এই দ্বিপুঞ্জ. ফলে টুরিস্ট স্পট হিসেবে বর্তমানে বেশ ভালোই আই করছে দ্বীপবাসী. সুকর্তা দেব আরব সাগর. কখনো যদি ভুল করেও এই দ্বীপে চলে যান তবে আপনার মনে হতেই পারে আপনি হয়তো কোনোভাবে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে এসেছেন.
কেননা এই দ্বীপ দেখে সেটা মনে না হওয়াটাই অস্বাভাবিক. আরব সাগরের এই দ্বীপে রয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস. তবে এই দ্বীপ এর অদ্ভুত দর্শন গাছপালা আর প্রাণীর জন্যই বেশি বিখ্যাত. মজার ব্যাপার হলো দ্বীপের ভেতরের রাস্তাঘাট খুব একটা ভালো না হলেও দ্বীপে রয়েছে airport.
তাই প্রতিদিনই এখানে প্লেন যাওয়া আসা করে. এছাড়া সমুদ্রপথে যাতায়াতের ব্যবস্থাও আছে. সুপাই, আমেরিকা. আমেরিকার বুকেই রয়েছে এক জন বিচ্ছিন্ন এবং দুর্গম এলাকা. এরই জন্য অবস্থিত সুপাইয়ে রয়েছে দুশো আট জন মানুষের বাস. এটি আমেরিকার একমাত্র জনবসতি যেখানে যাবার কোনো রাস্তা নেই বাহির থেকে. এখানে যাবার মাত্র দুটি উপায়ে হেলিকপ্টার কিংবা গাধার পিঠে চরে. এটি আসলে grand canion এর নিচে অবস্থিত.
এই কারণেই এটি এত দুর্গম. আর এই দুর্গমতার কারণে দুহাজার সালের আদম সমানির সময় কর্মকর্তারা এখানে যেতেও ভুলে যান. আমেরিকা যতই আধুনিক হোক না কেন SUPA এখনো চিঠি যায় গাধার পিঠে করে. সেই আদ্দিকালের মতই বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি.
📌তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন। প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 🙏🙏 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
Dear readers, if there is any kind of spelling mistake here, you will see it with beautiful forgiveness. Everyone will be fine and healthy, you can click on the black bell icon next to the allow button. 📌 Or click follow button and keep following, So that you get as soon as you upload each of our posts. Thank you all
0 Comments