আমার পথ প্রবন্ধের গুরুত্বপূর্ণ সব বহুনির্বাচনী এক সাথে । -------Alhadi HB

 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & other languages 

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 



বাংলা ১ম পত্র...গদ্যাংশ

আমার পথ......

পূর্নমান: ---30 

সময়: --- 30 মিনিট

.

.

১)কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে জন্ম গ্রহন করেন..?

(ক)১৩০৩ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ

(খ)১৩০৪ বঙ্গাব্দের ১১ ই জ্যৈষ্ঠ

(গ)১৩০৫ বঙ্গাব্দের ১১ ই জ্যৈষ্ঠ

(ঘ)১৩০৬ বঙ্গাব্দের ১১ ই জ্যৈষ্ঠ✓

.

২)কাজী নজরুল ইসলাম কীসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন..?

(ক)পাক শাসনের বিরুদ্ধে

(খ)অন্যায় ও শোষণের বিরুদ্ধে✓

(গ)সাম্যবাদেরর বিরুদ্ধে 

(ঘ)সমাজতন্ত্রেরর বিরুদ্ধে

.

২)কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন..?

(ক)বিদ্রোহ করেন বলে

(খ)নির্ভীক বলে

(গ)অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলে✓

(ঘ)সংগ্রাম করেন বলে

.

৩)কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারান..?

(ক)৪০ বয়সে

(খ)৪১ বয়সে

(গ)৪২ বয়সে

(ঘ)৪৩ বয়সে✓

.

৪)কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন..?

(ক)১৯১৫ সালে

(খ)১৯১৬ সালে

(গ)১৯১৭ সালে✓

(ঘ)১৯১৮েসালে

.

৫)কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়..?

(ক)পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়✓

(খ)রাষ্ট্রীয় অতিথীর মর্যাদায় 

(গ)শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায় 

(ঘ)সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়

.

৬)কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন..?

(ক)১৩৮১ বঙ্গাব্দে

(খ)১৩৮৩ বঙ্গাব্দে✓

(গ)১৩৮৫ বঙ্গাব্দে

(ঘ)১৩৮৭ বঙ্গাব্দে

.

৭)'আমার পথ' প্রবন্ধ অনুযায়ী কীভাবে অামাদের অাত্মনির্ভশীলতা অাসে..?

(ক)আত্মাকে চেনার ফলে✓

(খ)অবিনয় প্রকাশের ফলে

(গ)সত্যাবলম্বনের মাধ্যমে

(ঘ)মহাপুরুষেরর ভক্তির মাধ্যমে

.

৮)'আমার পথ' প্রবন্ধে নিচের কোন শিক্ষনীয় দিকটির প্রতিফলন লক্ষ করা যায়..?

(ক)শিষ্টাচার

(খ)আত্মনির্ভরতা অর্জন✓

(গ)সুচিতা

(ঘ)গুরুভক্তি

.

৯)বাঙালিদের যেদিন অাত্মনির্ভরতা অাসবে সেদিন বাঙালি সত্যি-সত্যিই কী হবে.??

(ক)স্বাধীন হবে✓

(খ)উদ্যমী হবে

(গ)বিনয়ী হবে

(ঘ)দাম্ভিক হবে

.

১০)'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানব সমাজকে কী করতে চেয়েছেন..?

(ক)ঐক্যবদ্ধ✓

(খ)পরিশ্রমী

(গ)দৃঢ় প্রত্যয়ী 

(ঘ)কর্মমুখী

.

১১)"আমার পথ" প্রবন্ধানুসারে মানুষ কীভাবে নিজের ওপর অবিচল অাস্থা অর্জন করতে পারে?

(ক)অাত্মসত্যকে জেনে✓

(খ)বিনয়ের মাধ্যমে 

(গ)মিথ্যার বাড়াবাড়িতে

(ঘ)অসচেতনতার মাধ্যমে

.

১২)"আমার পথ" প্রবন্ধে বিপথ বলতে কবি কোন পথ কে বুঝিয়েছেন..?

(ক)অাঁধারের

(খ)ধ্বংসের

(গ)সত্যের দম্ভে

(ঘ)সত্যের বিরোধী✓

.

১৩)কবি কাজী নজরুল ইসলামের মতে,মানুষের অমর্যাদা কীসে হয়..?

(ক)বাইরের ভয়ে

(খ)অহংকারে 

(গ)সত্যের দম্ভে

(ঘ)মিথ্যা বিনয়ে✓

.

১৪)"আমার পথ" প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড় ধর্ম বলে মত প্রকাশ করা হয়েছে..?

(ক)অাত্মার দম্ভ

(খ)সত্যের দম্ভ 

(গ)আত্মার ধর্ম

(ঘ)মানবধর্ম✓

.

১৫)"আমার পথ" প্রবন্ধে প্রবন্ধিক কীভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন..?

(ক)আত্মসত্য অর্জনের মাধ্যমে✓

(খ)সীমাহীন জ্ঞানের মাধ্যমে

(গ)স্পস্ট মতনপ্রকাশের মাধ্যমে

(ঘ)ক্ষমতাসীন হওয়ার মাধ্যমে

.

১৬)অন্তরে গোলামির ভাব দূর না হলে মানুষের মনের কী কাটবে না..?

(ক)জড়তা

(খ)অসারতা

(গ)দাসত্ব✓

(ঘ)চাটুকারিতা

.

১৭)সত্যকে পেতে হলে কীসের মধ্যদিয়ে যেতে হয়,..?

(ক)ভুলের✓

(খ)মিথ্যার

(গ)দাসত্বের

(ঘ)ভয়ের

.

১৮)কোন ভয় নজরুল কে বিপথে নিয়ে যাবে না..?

(ক)স্বধর্মের ভয়

(খ)রাজভয়-লোক ভয়✓

(গ)সমাজ-সংস্কৃতির ভয়

(ঘ)হিংসা-বিদ্বেষেরর ভয়

.

১৯)মানুষ যদি তার সত্যকে চেনে তাহলে তার অন্তরে কী থাকে না..?

(ক)মিথ্যার ভয়✓

(খ)সত্যের ভয়

(গ)সমাজের ভয় 

(ঘ)শত্রুর ভয়

.

২০)"আমার পথ" রচনায় মহাত্মা গান্ধীর কোন শিক্ষাটির কথা উল্লেখ করা হয়েছে..?

(ক)স্বাবলম্বন ✓

(খ)অহিংস

(গ)স্বাদেশিকতা 

(ঘ)দেশপ্রেম

.

২১)"যার মনে মিথ্যা" তা বলতে কী বোঝানো হয়েছে..?

(ক)কপট মনোভাব✓

(খ)হিংসাত্বক মনোভাব

(গ)দাসত্ব মনোভাব

(ঘ)বেদনার্ত মনোভাব

.

২২)মানুষ কখন আপন সত্যকে ছাড়া অন্যকে কুর্নিশ করে না..?

(ক)বলবান হলে

(খ)আদর্শবান হলে

(গ)নিজেকে চিনলে✓

(ঘ)অবিনয়ী হলে

.

২৩)পরাবলম্বন অামাদের কী করে..?

(ক)বিশৃঙ্খল

(খ)নিষ্ক্রিয় ✓

(গ)পরাধীন 

(ঘ)অলস

.

২৪)"অভিশাপ রথের সারথি"--- বলতে কী বোঝানো হয়েছে..?

(ক)অন্যায়ের প্রতিবাদী ✓

(খ)জীবনাসন্ধানী

(গ)সত্য অন্বেষণকারী

(ঘ)রথ চালনাকারী

.

২৫)মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়ে ছিলেন..?

(ক)স্বাবলম্বন ও অটুট বিশ্বাস ✓

(খ)অবলম্বন ও অটুট বিশ্বাস

(গ)পরনির্ভরতা ও অটুট বিশ্বাস 

(ঘ)দাসতাব ও অটুট বিশ্বাস

.

২৬)"আমর পথ" প্রবন্ধে প্রাবন্ধিক কাকে গুরু বলে মেনেছেন..?

(ক)মহাত্মা গান্ধীকে

(খ)দেশমাতাকে

(গ)অাপন সত্যকে✓

(ঘ)অাত্মনির্ভরতা কে

.

২৭)পরাবলম্বনকে প্রাবন্ধিক কীসের সাথে তুলনা করেছেন..?

(ক)পরনির্ভরশীলতা

(খ)দাসত্ব✓

(গ)নিস্ক্রিয়তা কে

(ঘ)অাত্মনির্ভরতা

.

২৮)পরাবলম্বনেরর ফলে মানুষের প্রকৃতি কেমন হয়..?

(ক)অহংকারী 

(খ)নিষ্ক্রিয়✓

(গ)উদ্যমি

(ঘ)দুর্বল

.

২৯)কবি কাজী নজরুল ইসলামের মতে,স্বাধীনতা অর্জনের জন্যে কী অর্জন করতে হয়..?

(ক)সত্যের দম্ভ

(খ)আত্মনির্ভরশীলতা✓

(গ)অহংকার

(ঘ)সচেতনতা

.

৩০)"এটা দম্ভ নয়,অহংকার নয়"--- উক্তিটি কোন বিষয়টিকে নির্দেশ করে..?

(ক)মিথ্যা গর্ব পরিহার করা

(খ)নিজেকে নিজের কর্ণধার মনে করা✓

(গ)দুর্বলকে শোষণ করা

(ঘ)মিথ্যা বিনয় প্রকাশ করা

.

৩১)'আমার পথ' প্রবন্ধে কোন বিশ্ব নেতার কথা উল্লেখ অাছে..?

(ক)নেলসন ম্যান্ডেলা

(খ)মাও সে তুং

(গ)জর্জ ওয়াশিংটন

(ঘ)মহাত্মা গান্ধী✓

.

৩২)স্পস্ট কথাই অনেকে কষ্ট পাই কেন..?

(ক)ভদ্রতার জন্যে

(খ)দুর্বলতার জন্যে✓

(গ)মূর্খতার জন্যে

(ঘ)অশিক্ষার জন্যে

.

৩৩)কাজী নজরুল ইসলামের মতে, কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে বুল হবে না..?

(ক)স্পস্ট কথা✓

(খ)সদালাপ

(গ)মিথ্যা বিনয়

(ঘ)মিথ্যা দম্ভ

.

৩৪)"আমার পথ" প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন..?

(ক)দম্ভ দেখাতে গিয়ে

(খ)বিনয় দেখাতে গিয়ে✓

(গ)অহম দেখাতে গিয়ে

(ঘ)দ্বেষ দেখাতে গিয়ে

.

৩৫)কাজী নজরুল ছিলেন..?

(i).মানবতাবাদী কবি

(ii).প্রেমের কবি

(iii).বিদ্রোহী কবি

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).✓

.

৩৬)কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করা হয়---

(i).নাগরিকত্ব দিয়ে

(ii).জাতীয় কবির মর্যাদা দিয়ে

(iii).বিদ্রোহী কবি উপাধি দিয়ে

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)✓

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).

.

৩৭)'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকেরর ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতায় তাঁর চরিত্রের কোন দিকটি স্পষ্ট হয়ে ওঠে..?

(ক)আত্মনির্ভরশীলতা

(খ)স্পর্ধা

(গ)উদারতা✓

(ঘ)আত্মদম্ভ

.

৩৮)কাকে চিনলে আত্মনির্ভরশীলতা অাসে..?

(ক)দেশকে

(খ)জাতিকে

(গ)আত্মাকে✓

(ঘ)মাটিকে

.

★★"আমার পথ" প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কোন লক্ষ্যে বের হওয়ার কথা বলেছেন..?

(ক)সত্যচর্চা

(খ)সমাজ-সংস্কার

(গ)দেশের মঙ্গল✓

(ঘ)স্বাধীনতা অর্জন

.

৩৯)নিজেকে চিনার উপায় কোনটি..?

(ক)আত্মনির্ভর হওয়া

(খ)আত্মসত্য উপলব্ধি করা✓

(গ)ভুল স্বীকার করা

(ঘ)সত্যের দম্ভ করা

.

৪০)তথাকথিত দম্ভের মধ্যে কোন বিষয়টি লক্ষ করা যায়..?

(ক)আত্মনির্ভরশীলতা ✓

(খ)মিথ্যা বিনয়

(গ)পরাবলম্বন 

(ঘ)আত্মপ্রশংসা

.

৪১)'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কারো বাণীকে কী বলে মেনে নেবেন না..?

(ক)স্তুতিবাক্য

(খ)বেদবাক্য ✓

(গ)অনুকরণীয় বাক্য

(ঘ)আদর্শ বাক্য

.

৪২)কোনটি অামাদের নিষ্ক্রিয় করে তোলে..?

(ক)বিনয়

(খ)দম্ভ

(গ)পরাবলম্বন ✓

(ঘ)অসত্য

.

৪৩)ওয়াহিদ সর্বদা সত্যের পথে ধাবমান। উদ্দীপকের ওয়াহিদের সাথে 'আমার পথ' প্রবন্ধের কার মিল পাওয়া যায়..?

(ক)মহাত্মা গান্ধীর 

(খ)পথ প্রদর্শকের

(গ)প্রাবন্ধিকের✓

(ঘ)আপন সত্যের

.

৪৪)ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়..?

(ক)বার বার ভুল করে

(খ)ভুল থেকে শিক্ষা নিয়ে✓

(গ)ভুল চেপে রেখে

(ঘ)ভুল স্বীকার করে

.

৪৫)সুমন গ্রামের চেয়ারম্যানের কথা ছাড়া এক পা-ও নড়ে না 'আমার পথ' প্রবন্ধ অনুযায়ী সুমনের মধ্যে কোনটি লক্ষনীয়..?

(ক)দাসত্বপনা✓

(খ)জ্ঞানহীনতা

(গ)চাটুকারিতা 

(ঘ)অাত্মনির্ভরতা

.

৪৬)'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের কথা উল্লেখ করেছেন..?

(ক)ইসলাম ধর্ম

(খ)বৌদ্ধ ধর্ম

(গ)খ্রিষ্টান ধর্ম

(ঘ)মানব ধর্ম✓

.

৪৭)'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিক কেমন 'আমি'-র প্রত্যাশা করেছেন..?

(ক)জীবনবাদী 

(খ)বাস্তবজ্ঞান সম্পন্ন

(গ)বিদ্রোহী মনোভাবাপন্ন 

(ঘ)সৎ ও নির্ভিক✓

.

৪৮)'আমার পথ' প্রবন্ধে পরাবলম্বন কে সবচেয়ে বড় দাসত্ব বলার কারণ---

(i).এতে ব্যক্তি নিজের শক্তি সম্পর্কে অাস্থাহীন হয়ে পড়ে

(ii).এতে নিজের কুচক্রী মনোভাপ প্রকাশ পায়

(iii).এতে নিজের সত্য দর্শন ভুলুণ্ঠিত হয়

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)✓

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).

.

৪৯)'আমার পথ' প্রবন্ধেটি কোন গ্রসমন্থ থেকে নেওয়া হয়েছে..?

(ক)ব্যথার দান

(খ)যুগ-বাণী

(গ)রিক্তের বেদন

(ঘ)রুদ্র-মঙ্গল✓

.

৫০)বাইরের ভয় প্রাবন্ধিক কে আক্রমন করতে না পারার কারণ---

(i).আপন সত্যকে চেনা

(ii).মিথ্যার ভয় না থাকা

(iii).আন্যের সত্যকে অনুধাবন

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)✓

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).

.

৫১)"আগুনের ঝান্ডা" শব্দের অর্থ কী..?

(ক)অগ্নিকুন্ডলী

(খ)অগ্নিপতাকা✓

(গ)আগ্নেয়গিরি

(ঘ)অগ্নিদেবতা

.

৫২)প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে,ভয় তাদের মধ্যে----

(i).যারা শত্রুকে ভয় পায়

(ii).যাদের ভিতরে ভয়

(iii).যারা আপন সত্যকে চিনতে পারে না

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)✓

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).

৫৩)সম্মার্জনা শব্দের অর্থ কী.?

(ক)মেজে-ঘষে উজ্জ্বল করা

(খ)মেজে-ঘষে চকচকে করা

(গ)ঘষে-মেজে পরিষ্কার করা✓

(ঘ)মেজে-ঘষে দিপ্তিময় করা

.

৫৪)আগুনের সম্মার্জনা প্রয়োজন---

(i).মিথ্যা কে দূর করতে

(ii).মেকিনকে দূর করতে

(iii).ভন্ডামিকে দূর করতে

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).✓

.

★★নিচের কবিতাংশটি পড়ে ৫৫-৫৬ নং প্রশ্নের উত্তর দাও..

★সত্য যে কঠিন,

কঠিনেরে ভালবাসিলাম

সে কখনো বরে না বঞ্চনা।

.

৫৫)'আমার পথ' প্রবন্ধের যে যে বাক্য কবিতাংশের প্রতিনিধিত্ব করে তা হলো..?

(i).আমার পথ আমাকে দেখাবে সত্য

(ii).নমস্কার করছি সত্যকে

(iii).এই আগুনোর ঝান্ডা দুলিয়ে বাহির হলাম

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).✓

৫৬)উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো---

(i).সত্যই সুন্দর

(ii).সত্যই মুকাতির পথ

(iii).সত্যই আলোর দিশারী

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).✓

.

★★প্রদত্ত উদ্দীপকটি পড়ে ৫৭-৫৮নং প্রশ্নের উত্তর দাও...

★অমিত মিথ্যা বিনয় দেখায় না,কারণ সে নিজেকে ভাল ভাবে চেনে।

.

৫৭)উদ্দীপকে অমিত কে 'আমার পথ' প্রবন্ধের আলোকে কিসের স্বরূপ বলা যায়..?

(ক)আমিত্বের✓

(খ)দম্ভরর

(গ)সাহসের

(ঘ)প্রাণের

.

৫৮)উদ্দীপকের অমিতের বৈশিষ্ট্যকে প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করে বলা যায়..?

(i).আত্মপ্রত্যয়ী

(ii).আত্মজ্ঞানী

(iii).আত্মমুখী

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)✓

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii).

.

৫৯)"মেকি" শব্দের অর্থ কী..?

(i).মিথ্যা

(ii).তুচ্ছ

(iii).কপট

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)✓

(ঘ)(i), (ii) ও (iii).

.

৬০)"আমার পথ" প্রবন্ধের মূল উপজিব্য কোনটি..?

(ক)আত্মবিশ্বাস জাগ্রত করা✓

(খ)শোষণের বিরুদ্ধে প্রতিবাদ

(গ)সাম্যবাদ প্রতিষ্ঠা

(ঘ)সমাজতান্ত্রিক চেতনা

.

৬১)"আমার পথ" প্রবন্ধ পাঠ শেষে শিক্ষার্থীরা জানতো পারবে..?

(i).নিজের নত্য সম্পর্কে 

(ii).নিজের ভুল সম্পর্কে 

(iii).নিজের অবিশ্বাস সম্পর্কে 

নিচের কোনটি সঠিক..?

(ক)(i) ও (ii)✓

(খ)(ii) ও (iii)

(গ)(i) ও (iii)

(ঘ)(i), (ii) ও (iii)..



📌তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন। প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 🙏🙏 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 


Dear readers, if there is any kind of spelling mistake here, you will see it with beautiful forgiveness. Everyone will be fine and healthy, you can click on the black bell icon next to the allow button. 📌 Or click follow button and keep following, So that you get as soon as you upload each of our posts. Thank you all 

Post a Comment

0 Comments