বন্দুকের গুলিতে মানুষ মারা যায় কেন ? বুলেটের কারণে নাকি গান পাউডার এর কারণে ? ------- Alhadi HB

( 📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an article on our website in two languages. English & Bangla
প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা )



আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব - গুলি লাগার পর মানুষের মৃত্যু গুলির কারণে হয়ে থাকে নাকি গুলিতে থাকা গানপাউডার কারণে ??




গুলি লাগার পর মানুষের মৃত্যু গুলির কারণে হয়ে থাকে নাকি গুলিতে  থাকা গানপাউডার কারণে ।  বন্ধুরা এটা তো আমরা সবাই জানি যে যখনই কোনো মানুষের গুলি লাগে  তখন তার মৃত্যু খুব তাড়াতাড়ি হয়ে যায়  আর এজন্যই সৈনিক থেকে শুরু করে  পর্যন্ত সবাইকে বন্দুক দেওয়া হয়ে  থাকে. যেন তারা এটির ব্যবহার করে  সামনে থাকা অপরাধীকে আহত করতে পারে. আর সময় হলে  তাকে মেরেও দিতে পারে.


আর এই প্রশ্নটা তো আপনার  কখনো না কখনো অবশ্যই এসেছে যে যখন কিনা কোনো মানুষের ওপরে গুলি লাগে তখন তার মৃত্যু কিভাবে হয়ে থাকে? গুলি লাগার কারণে নাকি গানপাউডারের বিষের কারণে. বন্ধুরা এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে আজ । তাহলে চলুন শুরু করা যাক ।


আগেরকার  সময়  ভারী জিনিস দিয়ে আঘাত করা হতো. কিন্তু আসতে আসতে সময় বদলাতে শুরু করে. আর মানুষ তখন ধারালো অস্ত্রের উপর পড়তে শুরু করে. যেন তারা সেই ধারালো অস্ত্র দিয়ে প্রাণী অথবা মানুষকে আহত করতে পারে খুব সহজেই. কিন্তু এটা তো আমরা সবাই জানি যে এইসব ধারালো অস্ত্র দিয়ে যদি  কিনা আমরা প্রাণে বা শত্রুর উপরে আক্রমণ করি তাহলে আমাদেরকে তাদের কাছাকাছি গিয়ে তারপরে  আমাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে. 




এই সব কিছুকে ভেবে পরে মানুষ বন্ধুকের আবিষ্কার করে যেন এই বন্ধুককে অনেক দূর থেকে আপনি যে কাউকে মৃত্যুর মুখে নিয়ে জেতে পারে. কিন্তু অনেকেই এটা ভেবেছেন  যে বন্দুক থেকে  মানুষের মৃত্যু হয়ে থাকে. কিন্তু  রহস্য নিয়ে আপনি বুঝতে পারবেন. যখন কিনা আপনার থেকে ভালোভাবে জানতে পারবেন. বন্ধুরা আমাদের থেকে বেশিরভাগ মানুষই এটা জানে যে এই পুরো আকৃতিকে বুলেট বলে থাকে. কিন্তু না  একদমই এমন না. 

আসলে বুলেটের সামনের অংশটি সলিড  bullet case বলা হয়ে থাকে. কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে bulletcase না বলে  কোলেটি বলে থাকে. তার এই বুলেটিন কেসের মধ্যে  ভরা থাকে. এবং এর শেষে একটি পিন পয়েন্ট থাকে.  চিঠির উপরে কিনা আঘাত হয়ে থাকে. এখন তো আপনারা জেনে গেলেন যে এগুলোর আকৃতি ঠিক কেমন  কিন্তু এখন আমি আপনাদেরকে বলব  কিভাবে কাজ করে. 


বন্ধুরা আমি যদি সহজ ভাষায়  তাহলে গিলি হল রকেটের মতো হয়ে থাকে. কেননা  কাজের হয়ে থাকে. আর বাকি অংশটুকু এটিকে সামনের দিকে  কাজ করে থাকে. ঠিক  বুলেটের সাথেও হয়ে থাকে. কেননা বুলেটের কেসের মধ্যে এক ধরনের বিশেষ পদার্থ থাকে. যেগুলিকে কিনা আমরা গান পাউডার নামও জেনে থাকি. এই জন্য  যখন কিনা বন্দুক থেকে গুলি চালানো হয় তখন  পিছনে থাকা একটি বন্দুক  বলা হয়ে থাকে. 


সেটিতে অনেক জোরে ধাক্কা দেয়. আর যখন কিনা  চাপ লাগে তখন সিঁড়িতে থাকা স্পেন পার্ক তৈরী করে  আর সেই spark এর কারণে অনেক দ্রুত বিস্ফোরণ ঘটে. যার কারণে bullet কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য  থাকে. এই কান পাউডারে লাগা আগুন. আর সেই গান পাউডার থেকে ফোর্সের কারণে bullet কে সামনের দিকে  স্পিডে ধাক্কা দেয়. এমনটা হওয়ার কারণে বুলেট সামনের দিকে অনেক দ্রুত গতিতে আঘাতে থাকে. এখনো তো আপনারা বুঝে গিয়েছেন যে আমি  বুলেটকে রকেট কেন বলেছিলাম?  



তো বন্ধুরা এখন প্রশ্ন আসে যে গুলি লাগার কারণে মানুষের মৃত্যু কেন হয়? এতক্ষনে আপনারা হয়তো ঠিকই বুঝে গিয়েছেন যে কুলেটের মধ্যে কোন প্রকার বিষ লাগানো থাকে না. তবে এমনই কিছু বুলেট আছে যে বুলেটের মধ্যে কেনা বিষ থাকে. এই বুলেট একটি ফোর্সের কারণে সামনের দিকে যেতে শুরু করে. আর এই ফোর্সের কারণে মানুষের ক্ষতি হয়ে থাকে. কেননা গুলি লাগার  শরীরে থাকার সব blood গুলি লাগাম স্থানে এসে থেমে যায়. আর সেখান থেকে বাইরে বের হতে শুরু করে. আর মানুষের বেশিরভাগ মৃত্যু শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার কারণেই হয়ে থাকে. কিন্তু বন্ধুরা সবচেয়ে খারাপ সময় তো তখন হয়. যখন কিনা বুলেট আমাদের মাথায় অথবা বুকে লেগে যায়. 


কেননা এগুলো আমার  শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ. যেগুলো কিনা অনেক ভঙ্গুর হয়ে থাকে. আর যদি মনে করেন আমাদের এই স্থানে রক্ত চলাচল থেমে যায়. তখন মানুষের মৃত্যু হতে বেশি সময় লাগে না. এই জন্য আপনারা হয়তো মুভিতে দেখতেই পান যে যখন কিনা কারোর মৃত্যু হয় তখন গুলি সোজা তার বুকে নয়তো মাথায় লাগে.  অন্য কোথাও গুলি লাগার পরে মানুষ বেঁচেও যেতে পারে. 



আর এটাই একমাত্র কারণ যখন কিনা পুলিশকে বন্দুক দেওয়া হয় তখন তাদেরকে এটাও বলা হয় যে যেন তারা অপরাধীর পায়ে গুলি করে. যার কারণে তারা আহত হয়ে চলাচল করতে পারবে না. আর এজন্যই অপরাধীকে কখনো মাথায় বা বুকে গুলি করার আদেশ দেওয়া তবে যদি কিনা পুলিশ অফিসার এনকাউন্টার করে তাহলে এইসব জায়গায় গুলি করতে পারে. নয়তো সবসময় পায়ের নিচে গুলি করার আদেশ দেওয়া হয়ে থাকে.

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 

মানুষ আরো যা জিজ্ঞেস করে ::: বন্দুক থেকে বুলেট বের হওয়ার সময় বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন
, গুলি লাগলে মানুষ কেন মারা যায় ? বুলেটের কারণে নাকি গান পাউডার এর কারণে ? একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটি সঠিক, বন্ধুকে গুলি লাগলে মানুষের শরীরে কি প্রক্রিয়া ঘটে , বন্দুকের গুলি লাগ্লে মানুষ মারা যায় কেন , 

Post a Comment

1 Comments