ইনশাআল্লাহ অর্থ কী,ইনশাআল্লাহ এর জবাব,ইনশাআল্লাহ কখন বলতে হয়,ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ,ইনশাআল্লাহ বলার নিয়ম,ইনশাআল্লাহ এর জবাবে কি বলতে হয় ?
ইনশাআল্লাহ কখন বলতে হবে ?
১। কোন বিষয় সম্পর্কে কক্ষনো বলনা যে , ‘ ওটা আমি আগামীকাল করব ' , ‘ আল্লাহ ইচ্ছা করলে ' বলা ছাড়া । যদি ভুলে যাও ( তাহলে মনে পড়ার সঙ্গে সঙ্গে ) তোমার রাব্বকে স্মরণ কর আর বল , ‘ আশা করি আমার রাব্ব আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন । [ সূরা কাহফ - ২৩-২৪ ]
২। এ বিষয়ে দেখুন সূরা কালাম - ১৭-১৯ । ৩। একদা সুলাইমান ( আঃ ) বলেছিলেন : আমি আজ রাতে নব্বই জন স্ত্রীর সাথে মিলিত হব , তারা প্রত্যেকেই একটি করে সন্তান জন্ম দিবে , তারা হবে অশ্বারোহী ; জিহাদ করবে আল্লাহর রাস্তায় । তাঁর একজন সঙ্গী বলল ঃ ইনশাআল্লাহ বলুন । কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেননা ।
নি তো সকল স্ত্রীর সঙ্গেই মিলিত হলেন । কিন্তু কেবলমাত্র একজন স্ত্রীই গর্ভবতী হলেন , তাও এক অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন । ঐ মহান সত্তার কসম যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ ! তিনি যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে সকলেই অশ্বারোহী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত । [ বুখারী / ৬১৭১ - আবূ হুরাইরা ( রাঃ ) , ৬২৫০ , ৪৮৫৩ , মুসলিম / ৪১৩৯ ]
৩ । وَمَا تَشَاؤُونَ إِلَّا أَن يَشَاء اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
অর্থ: ‘তোমরা ইচ্ছা পোষণ করতে পার না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন ‘ (সূরা: তাকভীর, আয়াত: ২৯)।
মুমিন তার জীবনের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করবে। সে নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর, নিজের শক্তি সামর্থর্ ও উপায় উপকরণের উপর নয়। তাইতো মুমিন ভবিষ্যতের কোনো কাজের কথা বলতে ‘‘ইনশাআল্লাহ’’ বলে। ‘‘ইনশাআল্লাহ’’ অর্থ ‘‘যদি আল্লাহ চান’’। ইনশাআল্লাহ এ শব্দটি অনেক বরকতময় ও বরকত পূর্ণ শব্দ । ইনশাল্লাহ বলে কোন কাজ শুরু করলে বা শুরু করার আশা প্রকাশ করলে সেই কাজে বরকত হয় ।
ভবিষ্যতে কোন কাজ করার ইচ্ছা করলে তখন ইনশাআল্লাহ বলতে হয় । বর্তমান মুসলিম সমাজের শিক্ষিত / অশিক্ষিত লোকেরা দীনি নিয়ম কানুন মেনে চলেনা । আল্লাহ আমাদেরকে জানার ও বুঝার তাওফীক দান করুন ।
দৈনন্দিন জীবনে আমাদের উচিৎ কোরআন ও হাদীসের নির্দেশিত বাক্যগুলো প্রয়োগ করা। মাত্র কয়েক দিন চেষ্টা করলেই দেখা যাবে, নিজের অজান্তে শব্দগুলো মুখ থেকে বেরিয়ে আসছে, এভাবেই প্রাত্যহিক অভ্যাসে পরিণত হবে- মহান আল্লাহ তায়ালা যেকোনো কাজ শুরুর পূর্বে জ্বালা করার তৌফিক দান করুক আমাদেরকে ।
আমিন
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
1 Comments
বরকত এবং আমিন শব্দের অর্থ কি ?
ReplyDelete