পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর দেশ কোনটি? -- Al hadi

 


বন্ধুরা কখনো  কখনো আমরা কোনো বিচিত্র ঘটনা বা অভাবনীয় সৌন্দর্য দেখে আপনা আপনি বলে ফেলি oh my god. আজ আমাদের এই পোস্টে  বিশ্ব পর্যটন সংস্থার তালিকায় উঠে আসা বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যের স্বাক্ষর বহনকারী সেরা পাঁচটি দেশ নিয়ে আলোচনা হবে.  তো দেরি না করে চলুন শুরু করা যাক  


  প্রথমে বলি ফ্রান্স ফ্রান্সের প্যারিসকে বলা হয় র সব চেয়ে শান্তিময় এবং সাহিত্যের আদি লীলা ভূমি. আয়তনের দিক থেকে ফ্রান্স, ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র. ইউক্রেনের পরেই এর স্থান. এবং জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের বৃহত্তম রাষ্ট্র. 

বিশ্বের সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলির মধ্যে ফ্রান্স হচ্ছে অন্যতম. মধ্য যুগের ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলিকে একত্রে শাসনে এনে ফ্রান্স গঠিত হয়. উনিশশো আটা সালের আঠাশে সেপ্টেম্বর ফ্রান্সের প্রজাতন্ত্র যাত্রা শুরু হয়. ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য. শিল্পকলার সাহিত্য বিজ্ঞান নির্বিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের উন্নয়নে ও প্রসারণে ফ্রান্স একটি অন্যতম এই ভূমিকা পালন করেছে.

 মধ্য যুগ থেকে প্যারিস পাশ্চাত্যের সাংস্কৃতিক জীবনের প্রধান কেন্দ্রবিন্দু. আর এমনিতেও ফরাসি রান্না ও ফ্যাশন সর্বত্রই অনুকরণীয়. সম্প্রতি পর্যটকদের ভ্রমণ করার তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে ফ্রান্স সবার প্রথমে রাজ মুকুট পড়ে রয়েছে. 


এরপর ইতালি ইতালি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশগুলির মধ্যে একটি, এখানে প্রায় সারা বছরই বসন্তকাল বিরাজ করে. অনেকেই ইতালিকে পৃথিবীর সবচেয়ে দেশ বলে থাকে. এটি রেনেসাঁর জন্মভূমি. এখানে প্রাচীন শিল্প সাহিত্যের এমনই নিদর্শন রয়েছে যা মানুষকে আকর্ষণ করে. এটিও একটি ইউরোপের ইউনিয়নভুক্ত দেশ. সেনজিন চুক্তি স্বাক্ষরকারী দেশ হয় সঞ্জন ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করা যায়. এর মুদ্রা হচ্ছে ইউরো, বর্তমানে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র. 

দৈর্ঘের দিক থেকে এটাকে পৃথিবীর তেইশতম দেশ শপে গণ্য করা হয়. আর জীবনযাত্রার মান নির্দেশ বিচারে সেরা দশে এর নাম এরপর নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে অশিয়ানিয়ার একটা দ্বীপ রাষ্ট্র. 

এটি অবস্থিত অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে. এর রাজধানীর নাম বোয়েলিংটন. এই দেশটি অসংখ্য ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে তবে দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এবং যাথন দ্বীপ. নিউজিল্যান্ডের আদিম আদিবাসীদের ভাষা হল মাউরি. ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এই দেশটি ভৌগোলিকভাবে একটা বিচ্ছিন্ন দেশ.

 এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে তাসমান সাগরের ওপর অবস্থিত. ভিজিট ডোঙ্গা এবং নোবেল কারাতনে এগুলি হলো নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র. 

এদেশের পরিবেশ ও জীববৈচিত্রতাও অসাধারণ. অতীতে এখানে বহু ধরনের বিভিন্ন প্রজাতির পাখির বসবাস ছিল. কিন্তু মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে সেগুলোর মধ্যে অনেকেই বিলুপ্ত হয়ে গেছে. নিউজিল্যান্ড একটি উন্নত দেশ. আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের তালিকার উপর দিকেই রয়েছে নিউজিল্যান্ড. এছাড়াও জীবনযাত্রার মান প্রত্যাশিত আয়ুকাল শিক্ষার হার শান্তি ও অগ্রগতি অর্থনৈতিক স্বাধীনতা ব্যবসা বাণিজ্যের সুযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার রক্ষায় নিউজিল্যা অগ্রসরমান একটি দেশ.

 পৃথিবীর সর্বাধিক উন্নত শহর গুলির মধ্যে নিউজিল্যান্ডের শহর গুলোও অন্যতম. তাই পর্যটক আকর্ষণের দিক থেকে দেখতে গেলে নিউজিল্যান্ড তৃতীয় সুন্দর দেশ. 


এরপর হচ্ছে স্পেন. স্পেন একটি ইউরোপ মহাদেশের রাষ্ট্র. এর রাজধানীর নাম মাতৃ. পাঁচ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন নিয়ে স্পেন পৃথিবীর একান্নতম দেশ. দেশটি ইউরোপের দক্ষিণ পশ্চিম দিকে আলবেড়িয়া ও উপদ্বীপে অবস্থিত. ফ্রান্সের পশ্চিম দিকে রয়েছে পর্তুগাল এবং ত্তর পূর্বে ফ্রান্স অ্যান্ড্রোরার সাথে সংলগ্ন দেশের উত্তরে রয়েছে ভিস্কাই উপসাগর এবং দক্ষিণে জিবড়ালটার প্রণালী. পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর. আর পূর্ব ও দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর.

 স্পেনের গ্রামগুলো অসাধারণত  প্রাকৃতিক বৈচিত্রপূর্ণ. এর সমুদ্রতীরের সৌন্দর্য সারা বিশ্ববাসীকে কাছে টানে. এই দ্বীপগুলোর সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা অসম্ভব. এটি পৃথিবীর সর্বাধিক উন্নত দেশগুলির মধ্যে একটি দেশ. বহু বছর ধরেই ভ্রমণপিপাসক মানুষগুলির কাছে স্পেন একটি অন্যতম দেশ.


 এরপর হচ্ছে দক্ষিণ ইউরোপ মহাদেশে অবস্থিত একটা দেশ. এই দেশটি রিয়া, ম্যাসিডোনিয়া আর আলবানিয়া দেশের উত্তর দিগে অবস্থিত. আর দক্ষিনে রয়েছে ভূমধ্যসাগর. এই দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় এক কোটি পনেরো লক্ষ, বিশ্বস্তরে যার position তম. জনসংখ্যার দিক থেকে মহিলা হচ্ছে পঞ্চান্ন শতাংশ এবং পুরুষ পঁয়তাল্লিশ শতাংশ. গ্রিস আফ্রিকা এবং এশিয়া দুটি মহাদেশের পাশাপাশি অবস্থিত. গ্রীষ্মের রাজধা নাম এথেন্স. প্রতিবছর বহু পর্যটককে আকর্ষণ করে কৃষি স্বর্ণে মোরা ইতিহাস সাহিত্য এবং সাংস্কৃতিক দেশটির প্রাকৃতিক দৃশ্য গুলো  দেখার মত. দেশের মোট GDP এর মধ্যে বারো শতাংশ আসে শুধুমাত্র বিদেশী পর্যটকের কাছ থেকেই. Ethence হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরোন এবং ঐতিহাসিক স্বর্ণ পুষ্পে সজ্জিত একটি শহর. 


Post a Comment

0 Comments