বৃক্ষরোপণ এর উপকারিতা । বৃক্ষরোপণ এর ফজিলত । গাছপালা থেকে আমরা কী কী উপকার পাই? -------Alhadi hbd

 (📌📌Dear readers, for the convenience of your reading, we have uploaded an Post on our website in two languages. English & Bangla

প্রিয় পাঠকগণ আপনাদের পড়ার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোষ্ট বা আর্টিকেল দুটি ভাষায় আপলোড করে থাকি । ইংরজি & বাংলা)


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ , প্রিয় পাঠকগণ কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমরা আলোচনা করব 


গাছ লাগান পরিবেশ বাঁচান 


বৃক্ষ রোপন করার ফযিলত

 মুসলমানদের এটাই চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন যে , তারা পৃথিবীর জীবনে মানুষসহ সকল প্রাণীর প্রতি সর্বোত্তম আচরণ করবে এবং নিজের অনুপম চারিত্রিক গুণাবলীর মাধ্যমে অন্যের কল্যাণ সাধন করবে । 


শুধুমাত্র নামাজ রোজা , হজ্জ - যাকাত , তাসবীহ তাহলীদের মধ্যে নিজেকে মুগ্ন রাখা এবং ব্যক্তি , পরিবার , সমাজ , দেশ ও জাতি সম্পর্কে উদাসীনতার পরিচয় দেয়ার নাম ইবাদাত নয় । নামাজ - রোজা , হজ্জ্ব - যাকাত , তাসবীহ্ - তাহলীল ইত্যাদি মানুষকে দুনিয়া - আখিরাতের বৃহৎ কল্যাণ অর্জনের প্রশিক্ষণ দিয়ে থাকে । 


এসব থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তা ব্যক্তি জীবন , পারিবারিক জীবন , সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে , তাহলেই যথাযথ ইবাদাতের হক আদায় করা হবে । এই দৃষ্টিকোণ থেকে ইসলাম মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে যে , মুসলিম জনগোষ্ঠী নিজেকে নিজের পরিবারকে নিজের এলাকা , রাস্তা পথ তথা চলাফেরা ও বসবাসের স্থান পরিষ্কার - পরিচ্ছন্ন রাখবে এবং এভাবে নিজেরসহ অন্যের কল্যাণ সাধন করবে । 


গাছ লাগান পরিবেশ বাঁচান


নির্মল বাতাস ও ছায়ার জন্যে বৃক্ষ রোপণ করবে , এসব বৃক্ষ থেকে শুধু মানুষই কল্যাণ লাভ করে না , ক্ষুদ্র থেকে বৃহৎ অসংখ্য প্রাণীও এসব বৃক্ষ থেকে উপকার লাভ করে । এসব বৃক্ষে পিপিলীকার থেকেও ক্ষুদ্র প্রাণী বাসা বাঁধে , পাখী নিজের বাসস্থান গড়ে তোলে , এর ফলমূল আহার করে , ছায়া লাভ করে , সেই সাথে মানুষ পায় নির্মল বাতাস । 


এই কাজের মাধ্যমে একদিকে যেমন সমাজ ও দেশের প্রতি বিরাট দায়িত্ব পালন করা হয় , সেই সাথে এই মহৎ কাজ অনেক বড় নেকীর কাজ ।


 মহান আল্লাহ তা'য়ালা আমলনামা পরিপূর্ণ করে এ কাজের বিনিময় দান বৃক্ষ রোপণ করা সম্পর্কে হাদীসে বলা হয়েছে , এটা সাদকায়ে জারিয়ার কাজ । কেউ যদি একটি বৃক্ষ রোপণ করে আর সেই বৃক্ষ থেকে পৃথিবী এবং পৃথিবীর যে সকল প্রাণী যতদিন পর্যন্ত কল্যাণ লাভ করবে , সেই ব্যক্তির আমলনামায় ততদিন পর্যন্ত নেকী জমা হতে থাকবে এমনকি কবরে গিয়েও সে ব্যক্তি সওয়াব অর্জন করতে থাকবে ।


 বৃক্ষের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেকটি অংশই মহান আল্লাহর তাসবীহ করতে থাকবে । বৃক্ষ রোপণকারীর আমালনামায় সেই সওয়াব জমা হতে থাকে । সুতরাং বৃক্ষ কর্তন নয় , প্রয়োজনে বৃক্ষ কর্তনের পূর্বে আরেকটি বৃক্ষ রোপণ করতে হবে । বনভূমির ভক্ষক নয়- রক্ষক হতে হবে ।


 বৃক্ষ কর্তন তথা বনভূমি উচ্চার করার মাধ্যমে পরিবেশ বিপন্ন করে এবং অসংখ্য অগণিত প্রাণীর বাসস্থান ধ্বংস করে অর্থ - সম্পদের পাহাড় গড়ার অর্থই হলো জাহান্নামে নিজের বাসস্থান নির্ধারিত করা । এ জন্যে প্রত্যেকেরই উচিত নিজের জায়গায় হোক , অন্যের জায়গায় হোক বা পথের ধারেই হোক বৃক্ষ রোপণ করা ।


 যাদের বাড়ির ছাসে জায়গা রয়েছে , সেখানেও পরিকল্পিতভাবে সবুজের সমারোহ ঘটানো যেতে পারে । এটা গেলো দুনিয়ার কথা এবার জান্নাতে বৃক্ষ রোপণের উপায় সম্পর্কে কিছু হাদীস এখানে উল্লেখ করছি । 

গাছ লাগান পরিবেশ বাঁচান


নবী করীম ( সাঃ ) বলেছেন “ যে ব্যক্তি বলেছে , সুবহানাল্লাহিল আবিমি ওয়া বিহামদিহী ' । সে ব্যক্তির জন্যে জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় । " তিরমিযী , হাদীস নং- ৩৪৬৪ ) সহীহ হাদীস অবলম্বনে জান্নাত লাভের সহজ আমল আরেকটি ঘটনা উপলক্ষ্যে তাসবীহ , তাহমীদ ও তাকবীর এর সমন্বয়ে গঠিত বাক্য সম্পর্কে হাদীসে উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহ , ওয়াল হামদুলিল্লাহ , ওয়া লা - ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ আকবার উচ্চারণ করার বিনিময়ে তোমাদের জন্যে জান্নাতে বৃক্ষ রোপণ করা হয় " ( জামেউস সাগীর হাদীস নং- ২৬১৩ )


 হযরত নূহ ( আঃ ) নিজ সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন , তার মধ্যে একটি তাসবীহ্ পড়ার উপদেশও দিয়েছিলেন । হাদীসে উল্লেখ করা হয়েছে  “ আমি তোমাদের প্রতি অসিয়াত করছি , ' সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পড়তে থাকো কারণ এ বাক্যটি সমগ্র সৃষ্টির দোয়া ও নামাজ এবং এরই কারণে সমগ্র প্রাণীকূলকে রিযীক প্রদান করা হয় । " ( আল আদাবুল মুফরাদ লিল বোখারী , হাদীস নং- ৫৪৮ , আহমাদ , ২ য় খন্ড , পৃষ্ঠা -১৭০ ) সুবহানাল্লাহ , আল হামদুলিল্লাহ , লা - ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহ আকবার এগুলো শুধুমাত্র তাসবীহ্ বা যিক্‌ - ই নয় বরং এগুলো অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দোয়াও ।


 কারণ সমগ্র সৃষ্টি এসব ভাসবীহ সময়ের প্রত্যেক মুহূর্তে জারী রেখেছে এবং এরই বরকতে তাদেরকে মহান আল্লাহ তায়ালা অফুরন্ত রিজিক প্রদান করেন । একমাত্র মানুষই রিক এর জন্যে হয়য়ান - পেরেশান থাকে , কিন্তু পৃথিবীর অন্য কোনো একটি প্রাণীও রিযীক এর জন্যে হয়রান - পেরেশান হয় না উক্ত তাসবীহর বিনিময়ে মহান আল্লাহ সকল প্রাণীকে অফুরন্ত রিযিক দান করেন । সুতরাং যে সকল মানুষকে রিযীক - এর জন্যে ব্যস্ত সময় অতিবাহিত করতে হয় তাদের উচিত , উক্ত তাসবীহ অধিক পরিমাণে তিলাওয়াত করা ।



গাছ আমাদের মানসিক সুস্থতা বৃদ্ধি করে


ইনডোর প্লান্ট আপনার মানসিক স্বাস্থ্যের বিস্ময়কর উপকার করতে পারে। একটি গবেষণায় পাওয়া যায়, নরওয়ের একটি হৃদপিণ্ড ও ফুসফুস পুনর্বাসন কেন্দ্রের কমন স্থানে ২৮টি নতুন গাছ লাগানোর চার সপ্তাহ পর রোগীদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সেসব রোগীদের ক্ষেত্রে এমনটা ঘটেনি যাদেরকে সবুজায়ন দেখানো হয়নি। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের হর্টিকালচার থেরাপি ইন্সট্রাকটর এবং উইলোউড আরবোরিটামের হর্টিকালচারের সুপারইন্টেন্ডেন্ট জন বিয়ার্নি বলেন, ‘আমরা পৃথিবীতে গাছপালায় ঘেরা পরিবেশ বা সবুজের মধ্যে বেড়ে উঠি। তাই এটা কোনো বিস্ময় নয় যে গাছপালা আমাদেরকে স্বস্তি দেয়। পৃথিবীতে মানুষের আগমন থেকেই তারা আমাদের শরীর ও আত্মা উভয়কেই খাওয়াচ্ছে।’

গাছ লাগান পরিবেশ বাঁচান


গাছ লাগানোর গুরুত্ব ও সওয়াব


আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে নির্দেশ দিয়ে মহানবী (সা.) বলেছেন, ‘যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে।’ (বুখারি, আদাবুল মুফরাদ: ৪৭৯; মুসনাদ আহমদ, হাদিস: ৩/১৮৩)


অন্য বর্ণনায় মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কিয়ামত এসে গেছে, এমন অবস্থায় তোমাদের কারো হাতে যদি ছোট একটি খেজুরগাছ থাকে, তাহলে সে যেন গাছটি রোপণ করে দেয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১২৯০২; আল-আদাবুল মুফরাদ, হাদিস: ৪৭৯; মুসনাদে বাজজার, হাদিস: ৭৪০৮) 


পরিশেষে একটি কথাই বলতে চাই মহান আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআন ও হাদিসের শিক্ষার জীবন যাপন করার তৌফিক দান করুন । আমিন 

প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । 📌 অথবা follow বাটনে ক্লিক করে follow দিয়ে রাখেন , যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ 


Dear readers, if there is any kind of spelling mistake here, you will see it with beautiful forgiveness. Everyone will be fine and healthy, you can click on the black bell icon next to the allow button. 📌 Or click follow button and keep following, So that you get as soon as you upload each of our posts. Thank you all Allah Hafez


মানুষ আরো যা জিজ্ঞেস করে বা আরো যা জানতে চাই :: গাছ লাগানোর ফজিলত , গাছ লাগান সাওয়াব , গাছ আতা গাছে তোতা পাখি গাছ ঔষধি গাছ আপেল গাছ তুগরাজ গাছ সোনাগাছি বাংলাদেশের জাতীয় সাথের নাম কি গজ্জাবতী গাছের উপকারিতা অশ্বগন্ধা গাছের ছবি গাজার গাছ আপার গাছ SHIR আমগাছ গাছ লাগানোর পদ্ধতি চৌগাছা আবহাওয়া ঐ দেখা যায় তাল গাছ আম গাছের পরিচর্যা মুজিববর্ষে গাছ রোপন পরিবেশ সংরক্ষণ জন্ডিসের ঔষধি গাছ মুক্তাগাছা এলাচ গাভ ফল গাছের সঠিকভাবে যত্ন নেওয়া সেগুন গাছ কাটা ঘুরা গাছের উপকারিতা ঔষধি গাছের নাম ও উপকারিতা কৃষ্ণচূড়া গাছের ছবি মুজিববর্ষে গাছ রোপন পরিবেশ সংরক্ষণ এর উত্তর শাস্ত্র নিয়ে উদ্ভি সুন্দর গাছের ছবি মুজিব বর্ষ গাছ রোপন রচনা অশোক গাছ পাইন গাছ গাজা গাছ মালার গাছ হাতির সুর গাছ -আপাং গাছের উপকারিতা গাছের ছবি ও নাম পেস্তা বাদাম গাছের ছবি হাতিম গাছ অর্জুন গাছ গাছের বৃদ্ধির জন্য কোন সার প্রয়োজনে গাছ রোপন প্রতিবেদন সুজিববর্ষে গাছ রোপন পরিবেশ সংরক্ষণ শীর্ষক প্রজেক্ট ভিত্তিক শিখন কার্যক্রম জাতীয় গাছের নাম কি লেবু গাছের পরিচর্যা গাছের উপকারিতা গাছের পরিচর্চা মরিচ গাছের ফুল ঝরে যায় কেন আঙ্গুর গাছ গাছ লাগানোর উপকারিতা েিনা নারিকেল গায় নার ফুল গান্ত গাছের পাতা কেন সে যায় । হাতির গাছ ( ( মরিচ গাছের পাতা কোকড়ানো রোগ বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও ক . মরিচ গাছের পরিচয় । বনসাই গাছ গাঁজা গাছ চাষ পদ্ধি এলাচি গায়ে কচু গাছ বনসাই গাছের দাম বনাজি ঔষধি গাছ সাহাবী গা জুঁই ফুল গাছ শশা গাছের ঔষধ মুজিব বর্ষ গাছ রোপন এসাইনদেন একটি তুলসী গাছের কাহিনী কাঠগোলাপ গাছ কেশরাজ গাছ । চুলের জন্য উপকারী গাছ গাছ রোপন ও পরিবেশ সংরক্ষণ রচনা এটা গাছ রসভরি গাছের উপকারিতা পেঁপে গাছের পরিচ মুজিববর্ষে গাছ রোপন পরিবেশ সংরক্ষণ প্রতিবেদন উত্তর তাল গাছ কবিতা নারিকেল গা মুজিববর্ষে গাছ রোপন পরিবেশ সংরক্ষণ কোনটির অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় ঔষধি গাছের বই pdf এনোরোগাস্ত্রের যন্ত্র সাছের পিকচার খেজুর গাছের ছবি গাছ রোপন পরিবেশ সংরক্ষণ প্রচনা যালুম গাছ সাদা লজ্জাবতী গাছের উপকারিতা কোমর কথার গাছ -মুজিব বর্ষে গাছ রোপন রচনা ঝাউ গাছ মুজিববর্ষে গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ উত্তর গাছ লাগানোর পদ্ধতি গাছ লাগানোর উপকারিতা গাছ লাগানোর প্রতিবেদন গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান ক্যাকটাস গাছ লাগানোর নিয়ম বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন গাছ লাগানোর নিয়ম টবে গাছ লাগানোর নিয়ম - নীতি সুপারি গাছ লাগানোর নিয়ম গাছ লাগানো নিয়ে প্রতিবেদন গাছ লাগানোর স্থান নির্বাচন ষষ্ঠ শ্রেণির গাছ লাগানোর প্রতিবেদন গাছ লাগানো নিয়ে উক্তি গাছ লাগানো গাছ লাগানো সম্পর্কে হাদিস পাথরকুচি গাছ লাগানোর নিয়ম ফুল গাছ লাগানোর পদ্ধতি গাছ লাগানোর উপযুক্ত সময় গাছ লাগানোর জন্য স্থান নির্বাচন ফুল গাছ লাগানোর নিয়ম গাছ লাগান পরিবেশ বাঁচান রচনা গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিবেদন স্বপ্নে গাছ লাগানো গাছ লাগান পরিবেশ বাঁচান ছবি গাছ লাগানো নিয়ে হাদিস গাছ লাগানোর রচনা বাগানে কি কি গাছ লাগানো হয়েছে গাছ লাগানোর উপকারিতা রচনা টবে গাছ লাগানোর নিয়ম নীতি কৃষ্ণচূড়া গাছ লাগানোর নিয়ম টবে ফুল গাছ লাগানোর নিয়ম গাছ লাগানোর দোয়া ।


Post a Comment

0 Comments