আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ,আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন , বন্দুরা আগামী ২৭ এ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লীগ এই লীগের সব দলের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আলোচনা করবো আজকে তো চলুন দেরি না করে শুরু করা যাক ,
পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল ৭) শুরু হবে 2022 সালের প্রথম মাসে অর্থাৎ পিএসএল 2022 হবে জানুয়ারি মাসের ২৭ তারিখ, এই একই তারিখে আবার হবে পিএসএল শেষ ম্যাচ কিন্তু মাসটা হবে ফেব্রুয়ারি। ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পযর্ন্ত চলবে পিএসএলের সপ্তম আসর।
ইসলামাবাদ ইউনাইটেড: আসিফ আলি, কলিন মুনরো, হাসান আলি (দুজনেই প্ল্যাটিনাম), ফাহিম আশরাফ, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, শাদাব খান (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), অ্যালেক্স হেলস (মেন্টর), আজম খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (সমস্ত গোল্ড), দানিশ আজিজ, মোহাম্মদ আখলাক, পল স্টার্লিং, রিস টপলি, জাফর গোহর (সকল সিলভার), মুবাসির খান, জিশান জমির (উভয় উদীয়মান), রেহমানুল্লাহ গুরবাজ এবং আথের মেহমুদ (উভয় সম্পূরক)।
করাচি কিংস: বাবর আজম, ক্রিস জর্ডান, ইমাদ ওয়াসিম (সমস্ত প্ল্যাটিনাম), মোহাম্মদ আমির, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী (সকল ডায়মন্ড), জো ক্লার্ক (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), আমির ইয়ামিন, শারজিল খান (সকল গোল্ড), মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইমরান, রোহেল নাজির, টম আবেল, উমেদ আসিফ (সকল সিলভার), ফয়সাল আকরাম, কাসিম আকরাম (উদীয়মান), রোমারিও শেফার্ড এবং তালহা আহসান (উভয় সম্পূরক)।
লাহোর কালান্দার্স: ফখর জামান, রশিদ খান, শাহীন শাহ আফ্রিদি, (সমস্ত প্ল্যাটিনাম), হারিস রউফ (ডায়মন্ড, ব্র্যান্ড অ্যাম্বাসেডর), ডেভিড উইজ, মোহাম্মদ হাফিজ (উভয় ডায়মন্ড), আবদুল্লাহ শফিক, হ্যারি ব্রুক, ফিল সল্ট (সমস্ত গোল্ড), আহমেদ দানিয়াল, ডিন ফক্সক্রফট, সোহেল আখতার, কামরান গুলাম, জিশান আশরাফ (সকল সিলভার), মাজ খান, জামান খান (উভয় উদীয়মান), সামিত প্যাটেল এবং সৈয়দ ফরিদউম মেহমুদ (পরিপূরক)।
মুলতান সুলতানস: টিম ডেভিড, মোহাম্মদ রিজওয়ান, রিলি রোসোউ (সমস্ত প্ল্যাটিনাম), ইমরান তাহির (মেন্টর), ওডিয়ান স্মিথ (উভয় ডায়মন্ড), সোহাইব মাকসুদ (ডায়মন্ড), খুশদিল শাহ (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), শাহনওয়াজ দাহানি, শান মাসুদ (সমস্ত গোল্ড) ), আনোয়ার আলী, আসিফ আফ্রিদি, ইমরান খান এসএনআর, রুম্মান রইস রোভম্যান পাওয়েল (সকল সিলভার), আমির আজমত, আব্বাস আফ্রিদি (উভয় উদীয়মান), ব্লেসিং মুজারাবানি এবং ইহসানুল্লাহ (পরিপূরক)।
পেশোয়ার জালমি: হযরতুলাহ জাজাই, লিয়াম লিভিংস্টোন, ওয়াহাব রিয়াজ (সমস্ত প্ল্যাটিনাম), হায়দার আলী, শেরফেন রাদারফোর্ড, শোয়েব মালিক (সকল ডায়মন্ড), হোসেন তালাত (গোল্ড), সাকিব মাহমুদ (গোল্ড, ব্র্যান্ড অ্যাম্বাসেডর), উসমান কাদির (গোল্ড) , আরশাদ ইকবাল, কামরান আকমল (মেন্টর), সালমান ইরশাদ, সামিন গুল, টম কোহলার-ক্যাডমোর (সকল সিলভার), মোহাম্মদ আমের, সিরাজউদ্দিন (উদীয়মান), বেন কাটিং এবং মোহাম্মদ হারিস (উভয় সম্পূরক)।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস: জেমস ভিন্স, জেসন রয়, সরফরাজ আহমেদ (সমস্ত প্ল্যাটিনাম), ইফতিখার আহমেদ, জেমস ফকনার, মোহাম্মদ নওয়াজ (সকল ডায়মন্ড), শহীদ আফ্রিদি (মেন্টর), মোহাম্মদ হাসনাইন (ব্র্যান্ড অ্যাম্বাসেডর), নাসিম শাহ (সমস্ত গোল্ড), বেনজিন ডাকেট, খুররম শেহজাদ, নবীন-উল-হক, সোহেল তানভীর, উমর আকমল (সকল সিলভার), আবদুল ওয়াহিদ বাঙ্গালজাই, আশার কোরেশি (উদীয়মান), আহসান আলী এবং নূর আহমেদ (পরিপূরক)।
প্রিয় পাঠকগণ এখানে কোন ধরনের বানান ভুল ত্রুটি থাকলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , পাশে থাকা কালো বেল আইকন এ ক্লিক allow button এ ক্লিক করে রাখতে পারেন । যাতে আমাদের প্রত্যেকটি পোস্ট আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান । সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ
0 Comments